Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

এই মেঘ এই রোদ্দুর

১০ বছর আগে লিখেছেন

শান্তি ফিরে আয় আয়.........

জ্বলছে রিকশা; জ্বলছে বাস
ভাংগছে গাড়ী, ভাংগছে কাঁচ,
জনতা হলো বুঝি তুরুপের তাস;
রক্তে লাল পথ;  রাস্তায় লাশ,
পেছাচ্ছে পরীক্ষা ; বন্ধ ক্লাশ।
সুনসান অলিগলি; নি:শব্দ আশপাশ,
উৎকন্ঠায় কাটে দিন রাত মাস।
গুম হচ্ছে মানুষ; বাড়ছে ত্রাস,
সবুজের লাল সূর্যের লেগেছে পূর্ণগ্রাস!
একাত্তরে কি ভেবে হয়েছিল স্বাধীনতার বীজ চাষ?
পরাধীনতায় বেঁচে থাকা; হয়েছি ক্ষমতাধরদের দাস।
বাজারের থলে হাতে হে গরীব চাষী কি আশায় বাজারে যাস?
বাজারে লেগেছে আগুন; পুড়ে ছাই তোর সকল আশ।
দুর্বিসহ জীবন; শুধু নাশ আর নাশ,
জেগে উঠো... continue reading

৫৫৪

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

১০ বছর আগে লিখেছেন

প্রভু আমাকে হত্যা করো

প্রভু তুমি আদি পিতাকে স্বর্গে পাঠালে
আবার তাকে লজ্জিত করে
এই পৃথিবীতে পাঠিয়ে দিলে
আসলে তুমি নিজেই লজ্জিত হয়েছিলে।
প্রভু তুমি আজাজিলকে দায়ী
করে নিজেই হয়েছ দায়বদ্ধ।
প্রভু তুমি যীশুকে ক্রুশবিদ্ধ
করে নিজেই হয়েছ প্রশ্নবিদ্ধ।
প্রভু তুমি আমাকে মৃত্যু দিতে পারো
নয়তো আরও লজ্জিত হতে পারো।
তুমি প্রশ্নবিদ্ধ
লজ্জিত
দায়বদ্ধ
অথবা
আমার মৃত্যু
প্রভু তুমি আমাকে হত্যা কর
অথবা এ নির্মম খেলা বন্ধ কর।
প্রভু তুমি মানুষ হয়ে
পৃথিবীতে আসলে
অথচ সেই মানুষকেই
অকৃতজ্ঞ করলে।
তুমি মানুষ হয়ে
স্বর্গে গেলে
আবার মানুষ হয়ে
নরকে গেলে।
জীবন মরণ স্বর্গ নরক
এ সব আসলে কতক খেলা
নিজের সাথে নিজের খেলা।
... continue reading

৩৩৯

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

সবুজ ব্যথা

 
এদ্দিন- একটি বারের জন্য ও বাড়ির পথটা মাড়াইনি 
অসূর্যম্পশ্যার গায়ে যদি এতটুকু অপ্রিয় আঁচড় লাগে !
বিলুপ্ত ব্যসনে বৈরাগ্য জীবন
অভ্যস্ত হয়েছি সেও প্রায় বছর খানেক হবে ।
ধূলি-তাপে গড়াগড়ি খাই মার্জিত পাপে 
গলাধঃকরণ করেছি যত অনীপ্সিত
নীল ব্যথা-লাল ব্যথা-হলুদ ব্যথা !
কুহেলিকায় ঢেকেছো তুমি নিজের মুখ 
কি লজ্জা ! সে যে কি ভীষণ লজ্জা !
কারে বলি ! কিভাবে বলি !
এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ ?
কি জানি হয়তোবা হয়---।
আমাদের কিন্তু একটা হিরন্ময় অধ্যায় ছিল 
অধশ্চৌর যে সিঁধ কেটেছে অবেলায় !
লোভিত শৈলীতে লীন হয়েছো ,হতে পেরেছো 
কেটে গেছে হয়তো মদিরাক্ষীর বুকে প্রণয়ের মদির রাত !
কি অভিধায় বলো অর্চনা করি তোমায় ?
বিমূঢ়... continue reading

১৪ ১২৮৮

রিফাত জাহান চমন

১০ বছর আগে লিখেছেন

শেষ চিঠি

এই শুনো , কি করছো ? কি হল তোমার ?
তুমি তো শুধুই আমার ছিলে, তাই বলে এখন-
না মনে হয় ভুল করছি। বলো না তুমি।
 
সূর্যের তীব্রতায় যেন তুমি আছো,
বাতাসের হাওয়ায় যেন তুমি স্পর্শ করছো
কিন্তু তোমায় আমি দেখতে পাই না কেন?
তুমি কি অনেক দূরে আছো? বলো না তুমি।
 
আজ তোমার জন্য একটা গোলাপ কিনেছি,
রক্ত ঝরছে পাপড়ি দিয়ে, ঠিক যেন আমার মত,
তুমি কি নিবে গোলাপটি? কিন্তু গোলাপ তো
আমার মত, তাও কি নিবে? বলো না তুমি।
 
আমি হলুদ শাড়িটি পরেছি, তোমার প্রিয় হলুদ।
... continue reading

১৬ ৯৩১

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

কবিতা লিখতে চাই

কবিতা লিখতে চাই
 
এই বিশ্ব চরাচরে আমিও একজন মানুষ।
বিত্ত-বৈভব তেমন কিছু না থাকলেও
জীবকূলে নিজের শ্রেষ্ঠত্বের দাবি এখনো ছাড়িনি।
এদেশে জন্ম নিয়ে যারা খুব কষ্টে আছেন,
নানা হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন,
আমিও সেই দলেরই একজন।
আপনার যেমন পেটে ক্ষুধা আছে,
ক্ষুধার জ্বালা আছে, মনে ক্ষোভ আছে,
প্রতিবাদের ভাষা আছে, আমারও আছে।
ঐ যে দেখুন- রুগ্ন হাতে ভিক্ষার থালা যে ধরে আছে,
হাতে কলম ধরার বাসনা তার নেই।
শব্দ গাঁথার কোন উচ্ছাস তার নেই।
তাইতো বলি, আসুন একটা কবিতা লিখি।
মাত্র সামান্য কটা লাইন-
তাতে এই সমাজ হয়তো বদলাবে না,
... continue reading

৬২৬

তাহমিদুর রহমান

১০ বছর আগে লিখেছেন

ঈশ্বর

শিহরনে আমার হৃদয় নেচে উঠল
আমি রাস্তায় নেমে এলাম
তারপর হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে হাঁটতে লাগলাম,
মোহ ছিন্ন হল যখন বুঝতে পারলাম
দামাল সেই দিনগুলোকে কবর দেওয়া হয়েছে,
নিজেকে আবিষ্কার করলাম মোম গাছের নিচে।
তারপর নিজের পরিচয় মনে পড়ল, এমনকি নিজের অস্তিত্বও,
শুধু জায়গাটা অপরিচিত ঠেকল বলে
ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, ঈশ্বর আমি কোথায়?
ঈশ্বর এদিক ওদিক তাকিয়ে হেয়ালি করে বললেন,
যে এসেছে এখানে, সে নিজ ইচ্ছায় এসেছে,
এত প্রশ্ন করার কি আছে?
উত্তরে আমি বললাম, তাহলে ঈশ্বর মাটিতে নেমে এস।
 
১১/০৯/২০১২
prattohik
continue reading

৩৩৭

আনমনা

১০ বছর আগে লিখেছেন

"বোধের অনলে পুড়ি"

বিশ্বাসের মানদণ্ডে ওজন বাড়ছে অবিশ্বাসের,
চেতনার শোক ঘুম হয়ে গেছে স্লিপিং পীলে- 
গভীর উষ্ণ প্রেমেও ফরমালিনের বিষময় স্বাধ,
নিয়ম করেই বর্তমান অতীত হয় আর অতীত দীর্ঘশ্বাস।
 
নিষিদ্ধ বাক্যে বরাবরই স্নায়ুর টান অধিকতর,
শিরায় শিরায় জায়গা করে নিচ্ছে বিষাক্ত নিকোটিন-
মনুষ্যত্বের চিতায় আগুন দিচ্ছে ক্রোধের মশাল,  
তবুও ক্লান্তির সাথে আপোষ করে নেয় নরম বালিশ।
 
গভীর চিন্তাদের ছুটি- একটু সময়চুরি;
আবার সস্তা গল্পে নিয়ম করে মন খারাপ লাইনের পরে লাইন,
পৃষ্ঠা উল্টোতেই যন্ত্রণায় ভারী চারপাশ, আর- দীর্ঘশ্বাসে দীর্ঘ হোক রাত।
X
continue reading

৩৫৮

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

নীরেন্দ্রনাথ চক্রবর্তী'র অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল

অমলকান্তি
অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।

আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
... continue reading

৪০৭

বদরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

ঘুমন্ত নগরী

ঘুমন্ত শিশুর ন্যায় এ শহর আজ ঘুমন্ত
তবুও জেগে আছে রাজপথ, ফ্লাইওভার
রেলগাড়ির ভেপু আর ছিন্নমূল হকাররা
এরা ভালোবাসে এ শহর,
এ শহরের অলি-গলি
তিন বছরের শিশু থেকে যুবা অব্দি
প্রতিটি সময়ের জন্য এ শহর এদের পাশে ছিল
জীবনে প্রথম যৌনতার স্বাদ,প্রথম চুরি
অথবা কুড়িয়ে পাওয়া বিড়িতে টান
আহা! কি সময়-ই না কেটেছে?

ঘুমন্ত শহরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে ছিল এরা
স্বপ্নটাও জমে ছিল বেশ-
পুলিশের লাঠির আঘাতে তাও হলো ছিন্নভিন্ন
এদের মা নেই, বাবা নেই,
নেই কোন পরিবার পরিজন
তাই এদের স্বপ্ন থাকতে নেই,
থাকতে নেই... continue reading

৬৮৩

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

জল দেবে বলেছিলে ..

 
 
 
জীর্ণ থালা হাতে বসে থাকি নিরন্তর
দুফোঁটা নয় ,একফোঁটাও নয় ;
আধফোঁটা জলও যদি পাই
তবে ধন্য এই ভবঘুরে জীবন ।
নিরুত্তাপ হাসিতে কেবল তোমার -আমার অনর্থক আলিঙ্গন ।
তবু অসময়ের গলি পেরিয়ে
সঙ্গমরত নেশা ক্রমশ হায়েনা করে তোলে ।

অভুক্ত হ্রদয় ছুঁয়েছিল একমুঠো আকাশ ;
একটু জল দেবে বলে
তৃষ্ণার্ত প্রতীক্ষা বয়ে চলে অবিরাম ।
মেঘবতীদের ক্লান্ত চোখে
উপচে পড়া আঁচল ;
জলের বানে ভাসতে থাকে কালোকেশী আকাশ ।
চাতক পাখী রূপে নিষ্পলক চেয়ে থাকা
প্রসারিত কংকনহীন দু'হাত
উম্মুখ... continue reading

১২ ৫৮০