পিকে সংবাদ
বলিউডে শুধু ভারতেই ৩০০ কোটি রুপি আয় করা প্রথম ছবি হিসেবে নাম লিখিয়েছে পিকে। এখন শুধু ভারতেই নয়, পুরো বিশ্বেই এই ছবি এখন সমান আলোচিত। কিন্তু মুক্তির পর থেকেই হিন্দু বিশ্ব পরিষদ ও বজরং দল এই মুভি “পিকে” নিষিদ্ধ করার দাবি তুলেছে। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে ভারতের মুসলিম পারসোনাল ল বোর্ড। তাদের একটাই দাবি, ছবিটি নিষিদ্ধ করতে হবে। যদি তা না হয় তবু কিছু কিছু আপত্তিকর দৃশ্য বাদ দেওয়ার জোর দাবি উঠেছে। এমনকি অনেকে ছবির পরিচালক ও প্রধান অভিনেতাকে গ্রেপ্তারের দাবি তুলেছে।
সাংবাদিকদের কাছে ছবিটির বিরুদ্ধে ওঠা বিতর্কিত পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন আমির।
প্রশ্ন : হিন্দুদের মন্দির থেকে পিকে টাকা চুরি করে। কিন্তু মসজিদ কিংবা সমাধি থেকে চাদর চুরি করেননি।
আমির খান : পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের টাকা দরকার, চাদর নয়।
প্রশ্ন : একটি দৃশ্যে লর্ড শিবার দোষ ধরা হয়েছে। মহানবী কিংবা হোসেন নয় কেনো?
আমির : প্রথমত এ ছবিতে কোনো লর্ডকেই অবজ্ঞা করা হয়নি। দ্বিতীয়ত, মুসলিমরা মহানবী কিংবা হুসেনের (আ) কোনো ছবি ব্যবহার করে না। অতএব কোনোভাবেই তাদের ব্যক্তিত্ব মূর্ত করার সুযোগ নেই।
প্রশ্ন : লর্ডস ও হিন্দু দেবীদের পোস্টার হারিয়ে যাওয়া দেখানো হয়েছে এ ছবিতে। কেনো আল্লাহ নয়?
আমির : এ প্রশ্নের উত্তরেও একই কথা বলবো। আল্লাহ কিংবা তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কারও কারণ ইসলাম ধর্মে তার কোনো ছবি দেওয়া হয়নি।
প্রশ্ন : ছবিটিতে সরফরাজ মুসলিম হলেও তার প্রেমিকা জগ্গু হিন্দু। ছবিটির শেষে বলা হয়েছে মুসলিম কিংবা পাকিস্তানিরা প্রতারক নয়, বরং বিশ্বস্ত। আপনার কি মনে হয় না, এই প্রেম জিহাদেরই অংশ?
আমির : না, আমার তা মনে হয় না। ছবিটির শেষাংশে বার্তা দেওয়া...[…]