Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে

দেশের ইতিহাসে চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘মর থেংগারি’ বা মাই বাইসাইকেল। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অং রাখাইন। গত ২৫শে ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ১৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২১’ এ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে।
নির্মাতা অং রাখাইন একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা। তিনি দীর্ঘদিন ধরে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র এবং নাট্য আন্দোলনের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। ‘মর থেংগারি’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি জানান, চলচ্চিত্রটি নির্মিত হয় ২০০২ সালে। কিন্তু বাকি কাজ সম্পন্ন করে প্রথম প্রদর্শনী হয় ২০১৪ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল এ। আদিবাসী মানুষের জীবন ও তাদের যাপনের নানা সংগ্রামচিত্র চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে।
পরবর্তী চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন অং। এবার আদিবাসী সম্প্রদায়কে নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এ বছরই চলচ্চিত্রটির কাজে হাত দিতে যাচ্ছেন তিনি।
‘মর থেংগারি (মাই বাইসাইকেল)’ চলচ্চিত্রের কাহিনিসংক্ষেপ:
শহরে টিকতে না পেরে আবার পাহাড়ের কোলে গ্রামে ফিরে আসে এক প্রান্তিক মানুষ কমল, সাথে একমাত্র সম্বল একটি সাইকেল। কমলের ছোট ছেলেটা বাবা আর সাইকেলে উল্লসিত হয়ে উঠলেও, স্ত্রী তার এই খালি হাতে বাড়ি ফেরা মোটেও ভালভাবে নিতে পারে না। কমল ঠিক করে সে আর শহরে যাবে না। শহরে গিয়েও তো খালি হাতেই ফেরত আসতে হচ্ছে। কিন্তু প্রত্যন্ত এলাকার পাহাড়ে কাজ কোথায়। যেখানে মাটি ছিল সেখানে এখন পানি। এইখানে থাকলে অন্যদের মতো বসে বসে মদ খাওয়া আর গ্যাঞ্জাম হল্লা করা ছাড়া কাজ খুবই কম। কিন্তু কোণঠাসা মানুষই উত্তরণের উপায় খুঁজে নেয়। সে বুদ্ধি করে তার সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা শুরু করে। মানুষদের তার সাইকেলে এগিয়ে দেবার প্রস্তাব দিতে থাকে যাকে পায় তাকেই। প্রথমে তো কেউ সাইকেলে উঠতেই চায় না। দেশের এই কোণায়...
[…]

Entertainment Image
Entertainment Image

সৌদি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নারী নির্মাতা

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়ে গেল সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদির নারীদের নানা প্রতিকূলতার মধ্যেও এবার সেরা নির্মাতা হলেন একজন নারী।
হানা আল-ওমায়ের নামক এই নির্মাতা তার ‘কমপ্লেইন’ সিনেমাটির জন্য এ বছর গোল্ডেন পাম ট্রি পুরস্কার অর্জন করেন। সিনেমার কাহিনিটি একজন হাসপাতাল কর্মীকে নিয়ে যে তার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এভাবেই সিনেমাটি এগিয়ে যায়।
অন্য এক নারী নির্মাতা, শাহাদ আমিন ড্রামা বিভাগেই ‘আই অ্যান্ড মারমেইড’ সিনেমাটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, সৌদি আরব এমন একটি দেশ যেখানে নারীরা সিনেমা পরিচালনা করা দূরে থাক, গত বছরই প্রথম ভোট দেয়ার অধিকার লাভ করে। এমনকি নারীদের পুরুষ অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিতে হয় কোথাও যাবার সময়, তা স্কুল বা হাসপাতালই হোক না কেন।
[…]

Entertainment Image
Entertainment Image

লিওনার্দোর ২৪ ব্যক্তিত্ব

হলিউডের দুর্দান্ত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও যে দারুণ অভিনয় করেন, তা নতুন করে বলার আর কিছু নেই। তবে এই অভিনেতা এবার নতুন ধরনের এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন। আর তা হল, লিওনার্দো এবার বিলি মিলিগানের চরিত্রে অভিনয় করবেন যেখানে তাকে আলাদা আলাদাভাবে ২৪ ধরনের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে।
১৯৮১ সালে প্রকাশিত হওয়া ড্যানিয়েল কিয়েস এর ‘দ্যা মাইন্ডস অব বিলি মিলিগান’ বইটি অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি। ‘দ্যা ক্রাউডেড ম্যান’ নামক এই সিনেমায় অভিনয় করা মোটেও সহজ হবে না ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেতার।
নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারা বিলির চরিত্রে ২৪ ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পেত। তাকে রীতিমত নিজের সঙ্গেই প্রতিনিয়ত যুদ্ধ করতে হত। বিলি মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। তবে লিওনার্দো যে নিজেকে দারুণভাবে উপস্থাপন করবেন, এ কথা তার ভক্তরা সকলেই বিশ্বাস করেন। এখন শুধু সিনেমাটি মুক্তির অপেক্ষা।
[…]

Entertainment Image
Entertainment Image

ছুটির ঘন্টা

ছুটির ঘন্টা ছবিটি ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালা বন্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালা বন্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্যে দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করূন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে।
ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেঃ শিশু শিল্পী সুমন ও অনন্যা চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এবং এ টি এম শামসুজ্জামান।
কাহিনী সংক্ষেপ :
জেলখানায় দুপুরে খাবারের জন্যে ঘন্টা বেজে উঠল আর তখনই একজন বৃদ্ধ “আব্বাস” (রাজ্জাক) চিৎকার করে বলতে লাগল আমি কতো বার বলেছি তোমরা এই ঘন্টা বাজাইও না, আমি এই ঘন্টার শব্দ শুনতে চাই না এই শব্দ আমাকে খোকা সাহেবের কচি মুখের কথা মনে করিয়ে দেয়। এক পুলিশ- কেন আপনি এই ঘন্টার শব্দ শুনে প্রতিদিন পাগলের মতো চিৎকার করে উঠেন। সে বলে আমি খুনী, আমি খোকা সাহেবকে খুন করেছি। পুলিশ সব জানতে চাইলে সে বলেঃ- একটি চঞ্চল উচ্ছল হাসিখুশি ছেলে আসাদুজ্জামান “খোকন” (সুমন) বয়স ১২ বছর। সে স্কুলের খুব ভাল ছাত্র এবং স্কুলের অনন্যা ছাত্র, শিক্ষক সহ সবাই ভালোবাসে ওকে, বিশেষ করে স্কুলের দপ্তরি আব্বাস মিয়া।
ঈদে স্কুল ছুটিতে খোকন নানা বাড়িতে বেড়াতে যাবে, তাই খোকন এর “নানা”ও শওকত আকবর দুদিন আগেই চলে এসেছে, মেয়ে (সুজাতা খোকনের মা) ও নাতিকে নিয়ে যেতে। এসেই মেয়ে ও খোকনকে নিয়ে কেনাকাটায় বেরিয়ে পড়েছে, “জাদুকর” (জুয়েল আইচ) এর জাদু প্রদর্শনী হবে জেনে খোকন বায়না ধরল জাদু...
[…]

Entertainment Image
Entertainment Image

মার্ক জাকারবার্গের বক্তৃতাকালে ঘুমিয়ে পড়লেন শ্রোতারা

স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। আর এই আয়োজনে ইন্টারনেট.অর্গ নিয়ে ছিল একটি বিশেষ আয়োজন। এই আয়োজনে বিনা পয়সার ইন্টারনেট নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতে হাজির হয়েছিলেন মার্ক জাকারবার্গ। তাঁর কথা শুনতে এবং তাকে দেখতে অনেকেই হাজির হয়েছিলেন সেখানে। শুরুর দিকে উপস্থিত শ্রোতারা বেশ মন দিয়েই শুনছিলেন তাঁর কথা। কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে অনেকে সেখানেই ঘুমিয়ে পড়লেন।
জাকারবার্গ আলোচনা করছিলেন তাঁর বিনামূল্যের ইন্টারনেট প্রকল্প ইন্টারনেট.অর্গ নিয়ে। এসময় সবাই খুব মনোযোগ দিয়েই তাঁর কথা শুনছিল। কিন্তু কিছুক্ষণ পরই এই প্রকল্পের সাথে যুক্ত তিনটি ক্যারিয়ারের কর্মকর্তারা এই প্রকল্প নিয়ে তাদের মতামত ব্যক্ত করতে মঞ্চে উঠে আসেন। তারা বিভিন্ন কারিগরি দিক নিয়ে কথা বলতে শুরু করেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে ফেসবুকের সাথে কাজ করে একেবারে প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছানো যায়। আর এবারেই বিপত্তি ঘটলো। অনেকেই আগ্রহ হারিয়ে ফেললেন বক্তৃতা শুনতে।
অনেকেই উঠে চলে যেতে শুরু করলেন। বাকিরা যখন খেয়াল করে দেখল মার্ক জাকারবার্গ চুপচাপ বসে আছেন, তখন তাদের অনেকেই সেখানে আসনে বসেই ঘুমিয়ে পড়লেন।
তবে যারা বসে বসে ক্যারিয়ারের কর্মকর্তাদের কথা হজম করছিলেন, তাদের মধ্য থেকে এক বেরসিক শ্রোতা বিরক্ত হয়ে তাদের নানা প্রশ্ন করতে শুরু করলেন। কারণ তিনি তখন চাইছিলেন আবার যেন জাকারবার্গ বক্তৃতা শুরু করে।
মার্ক জাকারবার্গের এই কীনোট সেশন নিয়ে বেশ আলোচনা চলছে ফেসবুক টুইটারেও।
[…]

Entertainment Image
Entertainment Image

ফেসবুক, টুইটার বিদায় পামেলা

তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগ রক্ষার অন্যতম দুটি মাধ্যম ফেসবুক ও টুইটার। ইনস্টাগ্রামেও ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন অনেক তারকা। ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনও ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এরই মধ্যে তিনি নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ না করলেও এখন থেকে কেবল ব্যক্তিগত কাজেই সেটি ব্যবহার করবেন তিনি।
সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট আর ব্যবহার করবেন না জানিয়ে সম্প্রতি এক টুইটার বার্তায় ৪৭ বছর বয়সী পামেলা লেখেন, ‘বিদায় টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। আমার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো কারণ নেই।’ 
সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো ব্যক্তিগত কারণ নেই দাবি করলেও, কিছুদিন আগেই স্বামী রিক সলোমনের কাছ থেকে তৃতীয় বারের মতো বিচ্ছেদের আবেদন করেছেন পামেলা।
সংগীতশিল্পী টমি লি ও কিড রকের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর ২০০৭ সালে চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনকে বিয়ে করেন পামেলা। মাত্র দুই মাস পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৪ সালের জানুয়ারিতে ফের বিয়ে করেন পামেলা ও রিক। কিন্তু ছয় মাসের মাথায় আদালতে বিচ্ছেদের আবেদন করেন পামেলা। সপ্তাহ না পেরোতেই আবার পুনর্মিলনের পথে হাঁটেন তাঁরা। গত বছরের আগস্টে পামেলা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা আদালতকে জানান। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে আবার বিচ্ছেদের আবেদন করেন তিনি।
[…]

Entertainment Image
Entertainment Image

‘গর্ভধারিণী’ আসছে চলচ্চিত্র রূপে

নাটক বানিয়ে হাত পাকিয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। পাঁচ বছরের ক্যারিয়ারে ২২টির মতো নাটক নির্মাণ করেছেন তিনি। ২০১১ সালে প্রচারিত হয় তাঁর প্রথম নাটক আগামসি লেনের সন্ধ্যায় জয়লতার কাছে কোনো এক আগন্তুক। নাটক বানালেও দিদারের লক্ষ্যই ছিল সিনেমা বানানো। সেই পথটা বুঝি খুলে গেল তাঁর। শুরু করতে যাচ্ছেন প্রথম সিনেমার কাজ। সবকিছু ঠিক থাকলে সামনের জুন থেকে প্রথম ছবির শুটিং শুরু করবেন তিনি।
চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রে দিদারের শুরুটা ভালোই বলতে হয়। কারণ, শুরুতেই পেয়ে গেছেন সমরেশ মজুমদারের গর্ভধারিণীর মতো জনপ্রিয় উপন্যাস থেকে ছবি বানানোর সুযোগ। এরই মধ্যে লেখকের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নিয়ে এসেছেন নির্মাতা।
গর্ভধারিণী নিয়ে কথা হয় লেখক সমরেশ মজুমদারের সঙ্গে। তিনি বলেন, ‘কিছুদিন আগে দিদার আমার কাছে এসেছিল। বয়সে তরুণ হলেও তাঁর চিন্তাভাবনা আমার কাছে বেশ আধুনিক মনে হয়েছে। চরিত্রগুলো ঠিকঠাক তুলে আনতে পারলে ভালো কিছু হবে। আমার বিশ্বাস, গর্ভধারিণী নিয়ে দিদার ভালো একটি সিনেমা বানাতে পারবে।’
গর্ভধারিণী উপন্যাস নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘সব নির্মাতারই স্বপ্ন থাকে ভালো গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের। সমরেশ মজুমদারের গর্ভধারিণী তেমনই ভালো লাগার একটি উপন্যাস।’
দিদার এ-ও বলেন, ‘পরিচিতজনদের যাঁরাই শুনছেন, তাঁরা খুব উৎসাহ দিচ্ছেন। একজন নতুন নির্মাতার জন্য শুরুতে গর্ভধারিণীর মতো উপন্যাস থেকে ছবি বানানোর সুযোগ পাওয়াটা অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।’
নির্মাতাসূত্রে জানা গেছে, এখন গর্ভধারিণী চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা ও অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। আগামী জুনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।
[…]

Entertainment Image
Entertainment Image

রঙে-রঙে হোলি উৎসব

আজ দোল পূর্ণিমা যাকে ইংরেজিতে হ্যাপি হলি বলে শুভেচ্ছা আদান-প্রদান করে থাকি।
সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় উৎসব এটি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরের রঙে রঙিন হওয়ার এই উৎসবে মেতেছে শিশু থেকে বয়স্করা। রঙে রঙে এপার-ওপার বাংলা মেতে উঠেছে। এছাড়া বর্তমানে সকলেই রঙ খেলা নিয়ে মেতে উঠেছেন পাড়ায় পাড়ায়। পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনভর মেতে থাকবেন আনন্দে।
এই উৎসবকে ঘিরে বাংলাদেশে এক রঙিন আমেজ খেলা করছে রঙে-রঙে।
আজকের দিনে ঐতিহ্যবাহী পুরানো ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর সকল এলাকায় দোল উৎসব উদযাপিত হচ্ছে। চলছে বাংলার প্রতিটা প্রান্তে রঙ ছড়াছড়ির এক উল্লাসের খেলা।
ফাল্গুনে প্রকৃতি পরেছে ফুলেল শাড়ি সবার অবয়ব সেজে রঙের বাহারী।।
[…]