আজ দোল পূর্ণিমা যাকে ইংরেজিতে হ্যাপি হলি বলে শুভেচ্ছা আদান-প্রদান করে থাকি।
সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় উৎসব এটি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরের রঙে রঙিন হওয়ার এই উৎসবে মেতেছে শিশু থেকে বয়স্করা। রঙে রঙে এপার-ওপার বাংলা মেতে উঠেছে। এছাড়া বর্তমানে সকলেই রঙ খেলা নিয়ে মেতে উঠেছেন পাড়ায় পাড়ায়। পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনভর মেতে থাকবেন আনন্দে।
এই উৎসবকে ঘিরে বাংলাদেশে এক রঙিন আমেজ খেলা করছে রঙে-রঙে।
আজকের দিনে ঐতিহ্যবাহী পুরানো ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর সকল এলাকায় দোল উৎসব উদযাপিত হচ্ছে। চলছে বাংলার প্রতিটা প্রান্তে রঙ ছড়াছড়ির এক উল্লাসের খেলা।
ফাল্গুনে প্রকৃতি পরেছে ফুলেল শাড়ি সবার অবয়ব সেজে রঙের বাহারী।।