Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Frequently Asked Question
  • Question : ১। ব্লগ সম্পর্কে ধারনা পেতে চাই
  • Answer :নতুন একটি ব্লগ সাইট মানে হচ্ছে নতুন স্পেস, একটি খোলা জানালা। লেখা প্রকাশের নতুন প্লাটফর্ম, অনেক লেখক পাঠকের সঙ্গে মিথস্ক্রিয়া তৈরির সম্ভাবনা। নতুন সেই সাইটটি যদি হয় তথ্যপ্রযুক্তির সর্বশেষ সুযোগ সুবিধা সম্বলিত তাহলে-তো কথাই নেই। নতুন সব কিছুই আমাদের মনে দুর্নিবার আকর্ষণ সৃষ্টি করে। নক্ষত্র তেমন একটি প্লাটফর্ম আপনার জন্য।
  • Question : ২। অন্তর্জালে অনেক ব্লগ থাকতে নক্ষত্র ব্লগ কেন?
  • Answer :নক্ষত্র নো মডারেশন ব্লগ। তাই পোষ্ট প্রকাশের আগে অযথা সময় ক্ষেপণের সম্ভাবনা নেই। নক্ষত্রে আছে ব্যক্তিগত ব্লগিং এর পাশাপাশি পাবলিক ব্লগিং এর সুবিধা। আছে স্ট্যাটাস দেবার সুবিধা। সঞ্চালক নির্বাচিত পোষ্টের পাশাপাশি রয়েছে সুপার স্টিকি অপশন। ধারাবাহিক লেখার জন্য সিকোয়েন্স পোষ্ট লেখার সুবিধা। আছে যুক্তিতর্ক অপশন। তুমুল আলোচনা চালিয়ে যাবার আলাদা সুবিধা। ব্লগ চ্যাটিং। ব্লগার’রা ইচ্ছে করলে একে অন্যের সাথে চ্যাট করতে পারবে। ছবি এলবাম আপলোড। প্রোফাইল ছবি, ব্যানার এর ছবি ছাড়াও আলাদা এলবাম করতে পারবেন সবাই। ফেসবুক শেয়ারিং। এক ক্লিকেই ফেসবুকে ছড়িয়ে দিতে পারেন আপনার লেখাটি। ব্লগ বার্তা। বার্তা আদান প্রদানের সুযোগ রয়েছে। পোষ্ট ওয়াইজ রিপোর্টিং এর অপশন। ব্লগারদের নির্দিষ্ট পরিমাণ রিপোর্টের ভিত্তিতে যে কোন পোষ্ট অটো সাসপেন্ড হয়ে যাবে। ব্লগারদের বন্ধু করার অপশন সহ আকর্ষণীয় আরও কিছু ফিচার। এখানে নিরাপত্তার কথা বিবেচনা করে মোবাইল ভেরিফিকেশানের ব্যবস্থা রেখেছেন ব্লগ কর্তৃপক্ষ। সব মিলিয়ে নতুন এই ব্লগটি অন্যান্য ব্লগের তুলনায় আধুনিক এবং যুগোপযোগী।
  • Question : ৩। আমি বাংলায় লিখবো কিভাবে?
  • Answer :অভ্র বা বিজয় বা অন্য বেশ কিছু কী বোর্ড লে আউট সাপোর্ট করে নক্ষত্র ব্লগ।
  • Question : ৪। আমি কি নক্ষত্র ব্লগের সদস্য হতে পারবো?
  • Answer :সকলের জন্য নীতিমালা মেনে সদস্য হবার সুযোগ রয়েছে নক্ষত্র ব্লগে।
  • Question : ৫। আমি কিভাবে নক্ষত্র ব্লগে রেজিস্ট্রেশন করবো?
  • Answer :http://nokkhotro.com এই ঠিকানায় এসে উইন্ডোর আন দিকে নিবন্ধন বাটনে ক্লিক করলে পেতে যাবেন নিবন্ধন করার সকল অপশন।
  • Question : ৬। নিবন্ধনের পর কি ভাবে একাউন্ট সচল হবে?
  • Answer :নিবন্ধনের পর মোবাইল ভেরিফিকিশেনের জন্য আপনার মুঠোফোনে বার্তায় একটি কোড পাঠানো হবে। সেটি নির্ধারিত জায়গায় দেয়া হলে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেয়া যায়।
  • Question : ৭। কিভাবে বুঝবো আমার নিবন্ধন সম্পন্ন হয়েছে
  • Answer :আপনি যখন পোষ্ট, মন্তব্য, স্ট্যাটাস প্রদান করতে পারবেন তখনই বোঝা যাবে আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত হয়েছে।
  • Question : ৮। আমি কিভাবে লেখা পোস্ট করবো?
  • Answer :লেখা পোষ্ট করতে হলে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে বা সবার উপরে বাটন আছে নতুন পোষ্ট সেটায় ক্লিক করেও লেখা পোষ্ট করতে পারবেন।
  • Question : ৯। আমি কিভাবে অন্যের লেখা পড়বো?
  • Answer :পাবলিক সকল লেখা আপনি পড়তে পারেন যা ব্লগের প্রথম পাতায় থাকে। এ ছাড়া আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব্ব করবেন তাদের স্ট্যাটাস লেখা পোষ্ট পড়তে পারবেন।
  • Question : ১০। আমি কিভাবে অন্যের লেখা মন্তব্য করবো?
  • Answer :প্রতিটি পোষ্টের নীচে বাটন আছে “মন্তব্য করুন” টিতে ক্লিক করলে নীচে টেক্সট বক্স আসে। সেখানেই লিখবেন মন্তব্য তার পর ক্লিক করবেন প্রেরণ করুন বাটনে। ব্যাস হয়ে গেলো মন্তব্য করা।
  • Question : ব্লগ সম্পর্কে ধারনা পেতে চাই।
  • Answer :নতুন একটি ব্লগ সাইট মানে হচ্ছে নতুন স্পেস, একটি খোলা জানালা। লেখা প্রকাশের নতুন প্লাটফর্ম, অনেক লেখক পাঠকের সঙ্গে মিথস্ক্রিয়া তৈরির সম্ভাবনা। নতুন সেই সাইটটি যদি হয় তথ্যপ্রযুক্তির সর্বশেষ সুযোগ সুবিধা সম্বলিত তাহলে-তো কথাই নেই। নতুন সব কিছুই আমাদের মনে দুর্নিবার আকর্ষণ সৃষ্টি করে। নক্ষত্র তেমন একটি প্লাটফর্ম আপনার জন্য।
  • Question : অন্তর্জালে অনেক ব্লগ থাকতে নক্ষত্র ব্লগ কেন?
  • Answer :নক্ষত্র নো মডারেশন ব্লগ। তাই পোষ্ট প্রকাশের আগে অযথা সময় ক্ষেপণের সম্ভাবনা নেই। নক্ষত্রে আছে ব্যক্তিগত ব্লগিং এর পাশাপাশি পাবলিক ব্লগিং এর সুবিধা। আছে স্ট্যাটাস দেবার সুবিধা। সঞ্চালক নির্বাচিত পোষ্টের পাশাপাশি রয়েছে সুপার স্টিকি অপশন। ধারাবাহিক লেখার জন্য সিকোয়েন্স পোষ্ট লেখার সুবিধা। আছে যুক্তিতর্ক অপশন। তুমুল আলোচনা চালিয়ে যাবার আলাদা সুবিধা। ব্লগ চ্যাটিং। ব্লগার’রা ইচ্ছে করলে একে অন্যের সাথে চ্যাট করতে পারবে। ছবি এলবাম আপলোড। প্রোফাইল ছবি, ব্যানার এর ছবি ছাড়াও আলাদা এলবাম করতে পারবেন সবাই। ফেসবুক শেয়ারিং। এক ক্লিকেই ফেসবুকে ছড়িয়ে দিতে পারেন আপনার লেখাটি। ব্লগ বার্তা। বার্তা আদান প্রদানের সুযোগ রয়েছে। পোষ্ট ওয়াইজ রিপোর্টিং এর অপশন। ব্লগারদের নির্দিষ্ট পরিমাণ রিপোর্টের ভিত্তিতে যে কোন পোষ্ট অটো সাসপেন্ড হয়ে যাবে। ব্লগারদের বন্ধু করার অপশন সহ আকর্ষণীয় আরও কিছু ফিচার। এখানে নিরাপত্তার কথা বিবেচনা করে মোবাইল ভেরিফিকেশানের ব্যবস্থা রেখেছেন ব্লগ কর্তৃপক্ষ। সব মিলিয়ে নতুন এই ব্লগটি অন্যান্য ব্লগের তুলনায় বেশ আধুনিক।
  • Question : নক্ষত্র ব্লগে আমি কি বাংলায় লিখতে পারবো?
  • Answer :অভ্র বা বিজয় বা অন্য বেশ কিছু কী বোর্ড লে আউট সাপোর্ট করে নক্ষত্র ব্লগ।
  • Question : আমি কি নক্ষত্র ব্লগের সদস্য হতে পারবো?
  • Answer :সকলের জন্য নীতিমালা মেনে সদস্য হবার সুযোগ রয়েছে নক্ষত্র ব্লগে।
  • Question : আমি কিভাবে নক্ষত্র ব্লগে রেজিস্ট্রেশন করবো?
  • Answer :http://nokkhotro.com এই ঠিকানায় এসে উইন্ডোর আন দিকে নিবন্ধন বাটনে ক্লিক করলে পেতে যাবেন নিবন্ধন করার সকল অপশন।
  • Question : নিবন্ধনের পর কি ভাবে একাউন্ট সচল হবে?
  • Answer :নিবন্ধনের পর প্রথমে আপনার ই-মেইল এক্টিভশন লিংক পাবেন। এবং সেই লিংক এ ক্লিক করার পর মোবাইল ভেরিফিকিশেনের জন্য আপনার মুঠোফোনে বার্তায় একটি কোড পাঠানো হবে। সেটি নির্ধারিত জায়গায় দেয়া হলে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেয়া যায়।
  • Question : কিভাবে বুঝবো আমার নিবন্ধন সম্পন্ন হয়েছে ?
  • Answer :আপনি যখন পোষ্ট, মন্তব্য, স্ট্যাটাস প্রদান করতে পারবেন তখনই বোঝা যাবে আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত হয়েছে।
  • Question : আমি কিভাবে লেখা পোস্ট করবো?
  • Answer :লেখা পোষ্ট করতে হলে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে অথবা সবার উপরে বাটন আছে নতুন পোষ্ট সেটায় ক্লিক করেও লেখা পোষ্ট করতে পারবেন।