Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
গোপনীয়তার নিয়মাবলী

১। আমরা মনে করি

  • ক) নক্ষত্র সম্পূর্ণ বাক-স্বাধীনতায় বিশ্বাস করে। নক্ষত্র মনে করে আপনি একজন সচেতন নাগরিক,সৃষ্টিশীল এবং স্ব-নিয়ন্ত্রিত ব্যক্তি।
  • খ) নক্ষত্র মনে করে আপনি আপনার মেধা মনন, মুক্ত ও যুক্তি-শীল চিন্তাকে অন্যদের মাঝে পৌঁছে দেয়ার জন্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন।
  • গ) আপনি আপনার গঠন মূলক চিন্তা প্রকাশ করবেন এবং সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবেন
  • ঘ) আপনি অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পাশাপাশি সমাজ, ব্যক্তি, তার ব্যক্তিগত ও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন।

    ২। তাই আমরা
  • ক) আমরা আপনার তথ্য ভিত্তিক নিরাপত্তা, এবং আপনার লিখিত যাবতীয় লেখা সংরক্ষণ করতে বদ্ধ পরিকর।
  • খ) আপনাকে আপনার মত প্রকাশের নির্ভরযোগ্য ক্ষেত্র তৈরি করে দিতে চাই তাই আপনার তথ্যগত নিরাপত্তা স্বার্থে আপনার তথ্যাবলী নিবন্ধনের সময় সংরক্ষণ করবো যা আপনি পরিবর্তন পরিবর্ধন করতে পারবেন।
  • গ) যোগাযোগের প্রয়োজনে আপনার ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষণ করবো যা আপনার অনুমতি ব্যতিরেকে কোথাও প্রদর্শন করবো না।
  • ঘ) নিরাপত্তার স্বার্থে আপনার ইমেইল, ঠিকানা এবং মোবাইল নং ভেরিফিকেশনের সাহায্য নেবো।

    ৩। ফলে আপনি
  • ক) সুন্দর গোছানো ও নিরাপদ পরিবেশে আপনার মূল্যবান লেখা আলোচনা সমালোচনার মাধ্যমে নিজেকে দেশ ও সমাজের সাথে সম্পৃক্ত করবেন।
  • খ) আপনার গঠন মূলক লেখা অন্যদের সাথে শেয়ার করবেন। প্রয়োজনে অন্যদের আপনার বন্ধু কিংবা অনুসুরন কারী বানাবেন এবং প্রয়োজনে আপনি নিজে অন্যের বন্ধুর বা অনুসরণ কারী হবেন।
  • গ) অবশ্যই কারো লেখার অনুলিপি, বিকৃতি এবং অশ্লীল ও উস্কানি মূলক লেখা থেকে বিরত থাকবেন।
  • ঘ) অন্যের আপত্তিকর লেখায় আপনি রিপোর্ট করে তাকে নিরুৎসাহিত করতে পারবেন।
  • ঙ) আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবহার করে খুব সহজে বন্ধু বা নিকটজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।
  • চ) এছাড়া রয়েছে অনলাইনে কেনাকাটার এক বিশাল বাজার যেখানে পাবেন সহজবোধ্য শপিং ব্যবস্থা।

    ৪। আপনাকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর জন্য

  • ক) আপত্তি কর, অশ্লীল, আক্রমনাত্নক লেখা, ছবি কিংবা মন্তব্য নির্ধারিত অভিযোগের ভিত্তিতে স্বয়ংক্রিয় ভাবে উক্ত পাতা থেকে সরে যাবে।
  • খ) দেশীয় আইন লঙ্ঘন করে, কাউকে অসম্মান মূলক কোন লেখা স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে।
  • গ) কেউ গালাগালি বা অপ্রীতিকর কাজ করলে আইডি থেকে মন্তব্য করার অপশন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।

    ৫। তাই কেহ

  • ক) দেশীয় আইন লঙ্ঘন করে, কাউকে অসম্মান মূলক, উস্কানি মূলক এবং অশ্লীলতা প্রচার করে এমন কোন লেখা দেন তাহলে তার উক্ত লেখা প্রকাশিত হবেনা।
  • খ) বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কোন লেখা দিলে তা প্রকাশিত হবেনা।
  • গ) ধর্ম বা ধর্মীয় জনগোষ্ঠীকে কটাক্ষ করে এমন কোন লেখা প্রকাশিত হবে না।

    ৬। আমরা

  • ক) কোন ব্যবহার কারীকে চিরতরে নিষিদ্ধ করতে চাই না । তবে কেহ যদি অস্বাভাবিক, কুরুচি পূর্ণ নাম, ইমেইল এড্রেস দেন তাহলে তার নাম প্রকাশিত হবেনা।
  • খ) ব্যবহারকারী একই অপরাধ যদি বার বার করতে থাকেন তবেই শুধু সারাজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন।
  • গ) নক্ষত্র ব্লগটি একটি নো মডারেশন ব্লগ।.

    ৭। শেষ কথা হলো

  • ক) আপনি বিচক্ষণতার সহিত নক্ষত্র পোর্টালটি ব্যবহার করুন।
  • খ) আপনার মতাদর্শ প্রতিষ্ঠা করুন কাউকে অপমান/হেয় না করেই এবং দেশীয় আইনে প্রতি শ্রদ্ধাশীল থেকেই।
  • গ) যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।