Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

তাসকিনের ছুটি


প্রথম বিশ্বকাপ; প্রথম বিশ্বকাপেই নয় উইকেট। বলা যায়, বিশ্বকাপের মত বড় মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিয়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পেসার তাসকিন আহমেদ। সামনে এবার অপেক্ষা করছে পাকিস্তান।

তবে এর আগে তাসকিনদের হাতে এখন বড় একটা ছুটি। পেসার তাসকিন আহমেদ অবশ্য সময়টা দিতে চান পরিবার আর বন্ধুদেরকেই।

তিনি বলেন, ‘না, আলাদা কোন পরিকল্পনা নেই। ছুটিতে আমি পরিবারের সঙ্গেই আছি। বন্ধুদেরকে সময় দিচ্ছি। আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি। তাদের সঙ্গে আড্ডা দিয়েই কাঁটাতে চাচ্ছি।’

পরক্ষণেই কণ্ঠ থেকে ঝরে পড়লো হতাশা। কারণ বিশ্বকাপ দলের সদস্য হওয়াতে তাকে নিয়ে এখন আগ্রহের শেষ নেই। বললেন, ‘চাইলেও নিজের মতো করে সময় কাঁটাতে পারছি না। কারণ বাসায় সারাদিনই অনেক লোক আসছে।’

এর আগে শাহজালাল বিমানবন্দর থেকে নিজ বাড়িতে ফেরার সময় স্থানীয়দের কাছ থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। এতোটা প্রত্যাশা নাকি তাসকিনের ছিলো না।

তাসকিন বলেন, ‘এটা অনেক পাওয়া আমার জন্য। প্রথমে জাতীয় দলে খেলা। তারপর বিশ্বকাপ। হ্যাঁ, একথা বলতে বাঁধা নেই, বিশ্বকাপ খেলে এসে এলাকা থেকে যে রেসপন্সটা পেয়েছি, সেটা এর আগে কোথাও পায়নি।’