Entertainment Image

মা হওয়ার খবরে মন খারাপ‘সন্তান’ হওয়ার খবরে সব মা-ই উচ্ছ্বাস প্রকাশ করেন, আর তা যদি হয় প্রথম সন্তান তাহলেতো কথায় নেই! মা হওয়ার খবরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও উচ্ছ্বসিত, কিন্তু তার মন খারাপ!
এক বছর হল অভিষেক সাহার সাথে বিয়ে হয়েছে এই গুণী অভিনেত্রীর, আর মাত্র ক’দিন হলো তিনি পেয়েছেন মা হওয়ার সুখের সংবাদ।

জানা গেছে, মা হওয়ার খবরে সুদীপ্তা আনন্দিত হলেও কিছুটা মন খারাপ তার। কারণ সন্তানসম্ভবা হওয়ায় পছন্দের নির্মাতা ছন্দা দত্ত ও অঞ্জন দত্তের ‘দ্য থ্রিপেনি অপেরা’ নাটকে কাজ করতে পারছেন না তিনি। শুধু ‘দ্য থ্রিপেনি অপেরা’ নয়, চলতি বছরে আর কোনো নাটক কিংবা ছবিতেই দেখা যাবে না সন্তানসম্ভবা ‘অপেন্টি বায়োস্কোপ’-এর এই খ্যাতিমান অভিনেত্রী।

উল্লেখ্য, টলিউডের খুবই পরিচিত মুখ সুদীপ্তা চক্রবর্তী। ২০০০ সালে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অর্জন করেছিলেন তিনি।