আগের ম্যাচে শতভাগ ফিট না হয়েও ছয় ওভার বল করেছেন। তাতে, মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। তারপরও ম্যাচ শেষে নিজের শতভাগ দিতে না পারার হতাশা ছিল তার কণ্ঠে।
মাশরাফি বিন মুর্তজা নিজে যতোই বলুন না কেন যে, পরিসংখ্যান অবশ্য বলছে ভিন্নটা। অধিনায়ক ও বোলিং এই দুইয়ের সমন্বয়ে বছরের সেরা অধিনায়ক এই ‘নড়াইল এক্সপ্রেস’।
জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে চামু চিবাবাকে বোল্ড করার মধ্য দিয়ে ২০১৫ সালে ওয়ানডেতে নিজের ২০ তম উইকেট পেলেন মাশরাফি। আর চলতি বছর আর কোন বোলারই এতো উইকেট পাননি।
মাশরাফির পরেই ১৯ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ১৫ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।