কিছুদিন পর পর নতুন নতুন প্রযুক্তি এনে সবাইকে চমকে দেওয়াই যেন গুগলের কাজ। আর এরই ধারাবাহিকতায় গুগল এবার নিয়ে এলো 'টোন' নামক একটি ক্রোম এক্সটেনশন। একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে লিংক শেয়ার করাই এই এক্সটেনশনের কাজ।
তবে শেয়ার করার পদ্ধতিতে থাকছে চমক। অন্যান্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে গুগল এক্ষেত্রে লিংক শেয়ার করতে ব্যবহার করবে শব্দ।
এই সুবিধা পেতে প্রথমেই গুগল ক্রোমে 'টোন' এক্সটেনশনটি যুক্ত করে নিতে হবে। এরপর যে ওয়েবসাইটের লিংক শেয়ার করা প্রয়োজন, সে ওয়েবসাইটে গিয়ে উপরে থাকা টোন আইকনে ক্লিক করলে একটি সাউন্ড ক্লিপ বাজাবে ক্রোম।
আর নির্দিষ্ট দূরত্বে থাকা অন্য যে ব্যবহারকারীর কম্পিউটারে টোন ইন্সটল করা থাকবে, তার কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটটি চালু হবে। তবে কাঙ্ক্ষিত কম্পিউটারে মাইক্রোফোন চালু থাকতে হবে।
এই এক্সটেনশন ব্যবহার করে সব ধরণের ওয়েবসাইট লিংক শেয়ার করা গেলেও যে ওয়েবসাইট বা নির্দিষ্ট ওয়েব পেইজ দেখার ক্ষেত্রে পাসওয়ার্ড প্রয়োজন হয়, সেটি কাঙ্ক্ষিত কম্পিউটারে খুলবে না। গুগল ক্রোমের পাশাপাশি হ্যাংআউটেও ব্যবহার করা যাবে এটি।