Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

শত্রুকে নজরদারি করতে রোবট মাছি



মার্কিন গবেষকেরা হুবহু মাছির মতো দেখতে একটি রোবট তৈরি করছেন। তাদের উদ্দেশ্য এটি দিয়ে তাঁরা শত্রুপক্ষের ঘাটিতে গোপনে নজরদারি চালাবে। এর আগেও এমন উদ্যোগ বহুবার নেয়া হয়েছিলো তবে সেটি ছিল গোপনে। এবার সবার সামনেই তাঁরা ঘোষণা দিল এই রোবটের কথা। তাদের বক্তব্য অনুযায়ী এর আগে যে গোয়েন্দা রোবট গুলো তৈরি করা হয়েছিলো সেগুলোর থেকে এটি বেশি কার্যকরী হবে। এটি গোপনে শত্রুর ঘরে গিয়ে তাদের কার্যকলাপ রেকর্ড করে নিয়ে আসবে তাঁরা সেটি ঠিকও পাবে না। রোবটিক মাছির শরীরে থাকছে কিছু উন্নত মানের সেন্সর, এবং হাই রেলুশেনর ক্যামেরা যেটি দিয়ে শত্রুর ঘড়ের সব গোপন কার্যকলাপ ধারন করবে। কোন রাডার যন্ত্র যাতে এটিকে ট্র্যাক করতে না পারে সে জন্য এটি আরও উন্নত করার চিন্তা ভাবনা চলছে। বর্তমানে যে পরিমান জঙ্গি হামলা বেড়ে গেছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
মার্কিন সেনার অনুসন্ধান গবেষণাগারের ডক্টর রোন পোল্কাবিচ ও তার দল মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার উচ্চতার দুটি ছোট বোরট বানিয়েছেন। রোবটগুলো তৈরি করতে লেড ডিরকোনিয়ম টাইটেনেট ব্যবহার করা হয়েছে। পোল্কাবিচ জানিয়েছেন, তারা এই রোবট মাছিকে ওড়াতে সক্ষম হয়েছেন৷ সে কারণেই তারা নিশ্চিত এই আকারের রোবট উড়তে পারবে। যদি তাদের কথা সত্যি হয় তবে “বিজ্ঞান” রোবট আবিস্কারে আরও একধাপ এগিয়ে যাবে। এখন দেখার বাকি তাদের তৈরি রোবট সত্যি সত্যি আকাশে উরতে পারে কিনা।