Entertainment Image

আগামী বছর আসছে গ্যাংস অব ওয়াসিপুর থ্রি
গ্যাংস অব ওয়াসিপুর, ভারতীয় সিনেমার এক উজ্জল নক্ষত্র। সিনেমাটি যখন পরিচালনা করে এডিট করা হয় তখন প্রায় ৫ ঘন্টা হয়ে যায়। শেষে দুই ভাগে সিনেমাটিকে মুক্তি দেয়া হয়। কিন্তু সিনেমাটি দেখলে তারপরও মনে হয়, যেন শেষ হয়নি। আর তাইতো এর তৃতীয় পর্ব নির্মান হতে যাচ্ছে।

তবে এবার অনুরাগ ক্যাশপ এটি পরিচালনা করবেন না। পরিচালনা করবেন ছবিটির ডেফিনিট চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন তিনি। জিশান কাদরি তার নাম। তিনি বলেন, ‘‘আমার এ পর্যন্ত যা তা সবই অনুরাগ স্যারের।’’

অনরাগ বলেন, “জিশান অনেক মেধাবি। চলচ্চিত্র বিষয়ে না পড়েও ও সেটে এমন কিছু করে ফেলে যা সবাইকে আশ্চর্য করে দেয়। ও নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভাল করবে।”