Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

কলকাতায় বিয়ের পিড়িতে বসছেন আরিফিন শুভ

এ পর্যন্ত অনেকের সাথেই প্রেম করলেও এবার খুজে পেয়েছেন নিজের স্বপ্নের নায়িকা। আর তাই হাজারো তরুণীর হৃদয় ভেঙে এবারই বিয়ের পিড়িতে বসছেন আরিফিন শুভ। বিয়ে করতেই আগামী ৬ ফেব্রুয়ারী কলকাতায় ছুটে যাচ্ছেন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।
রূপালি পর্দায় দর্শকদের একঘেঁয়েমি কাটাতে ইতমধ্যেই সক্ষমতার পরিচয় দিয়েছেন সুদর্শন আরিফিন শুভ। এ পর্যন্ত অনেকের সাথেই প্রেম করেছেন তিনি। কিন্তু সে শুধুই রুপালি পর্দায়। কিন্তু বাস্তবে কি কারও সঙ্গে প্রেম করেন জনপ্রিয় এই অভিনেতা?
এ বিষয়ে জানতে চাইলে মাত্র কিছুদিন আগেও শুভর রসিক উত্তর ছিলো, 'প্রেম তো আমার সকালে হয়, দুপুরে ভাঙে! আবার দুপুরে হয় বিকেলে আর একটা হয়। আমি অনেক প্রেমে পড়ি।
শুভ বলেছিলেন, তার স্বপ্নের নায়িকা নাকি হবে ঠিক তার উল্টোটা। অনেক স্থির। সহজেই কোনো বিষয়ে কষ্ট পাবে না। মনের দিক দিয়ে শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হবে।
যাক এতদিন পর গুঞ্জন কাটিয়ে অবশেষে সেই স্বপ্নের নায়িকা বাস্তবেই খুজে পেয়েছেন শুভ। হাজারো তরুণীর হৃদয় ভেঙে শেষ অবধি বিয়ে করছেন চলচ্চিত্রের এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা আরিফিন শুভ।
পাত্রী কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দার। এরই মধ্যে কয়েক দফা দেখা আর মন বিনিময়ও হয়ে গেছে। আর অপেক্ষা চাননা দুজনেই তাই ভালোবাসা দিবসের মাত্র দুদিন পরেই আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
একটি সূত্র জানিয়েছে, অর্পিতা কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় অর্পিতার পরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আজ কলকাতায় যাচ্ছেন শুভ। তার সঙ্গে আরো যাচ্ছেন বড় ভাই মাহমুদুল আরিফিনসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন।
[…]

Entertainment Image
Entertainment Image

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে হাবিবের নতুন গান

‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে’ শিরোনামে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গান করলেন হাবিব ওয়াহিদ
গ্রামীণফোনের জন্য গ্রে অ্যাডভারটাইজিংয়ের সহায়তায় গানটিতে কথা দিয়েছেন অ্যাডভারটাইজিংয়ের ক্রিয়েটিভ দলের সদস্য আল আমিন ও মেহেদী আনসারী।
সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব।
এরই মধ্যে গানটির কাজ শেষ করেছেন হাবিব। সম্মিলিত কণ্ঠে গাওয়া গানটিতে হাবিবের সঙ্গে গেয়েছেন শূন্য ব্যান্ডের এমিল ও নেমেসিস ব্যান্ডের জোহাদ।
অমিতাভ রেজার পরিচালনায় শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
গ্রে অ্যাডভারটাইজিংয়ের গাউসুল আলম শাওন বলেন, ‘আমরা এমন একটা গান করতে চেয়েছি, যে গানে সবাই একাত্ম হতে পারবেন। বাংলাদেশ দলের ভালো সময়ে আমরা থাকব, বাংলাদেশ দল খারাপ খেললেও আমরা তাঁদের সঙ্গে থাকব। এমন একটা ভাবনা নিয়েই গানটি বানানো হয়েছে। গানের কথায় সেভাবেই পুরো ব্যাপারটি ফুটে উঠেছে।’
[…]

Entertainment Image
Entertainment Image

যৌনতা নেই ‘জিরো ডিগ্রি’তে!

আগামী ৬ ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে নন্দিত নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’। রাস্তায় চোখ মেললেই চোখে পড়ছে জিরো ডিগ্রির উত্তেজক পোষ্টার, আর ট্রেইলারে রুহি আর জয়ার আবেদনময়ী দৃশ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন জিরো ডিগ্রির দিকেই। কিন্তু নির্মাতা অনিমেষ আইচ বলছেন জিরো ডিগ্রিতে কোন যৌনতা নেই! আহমেদ জামান শিমুল’র সঙ্গে অনিমেষ আইচ’র কথপোকথন প্রকাশিত করা হল-
আপনার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি মুক্তি পাচ্ছে, অনুভূতি কি?
আমি অনেক উত্তেজিত, আনন্দিত। একইসাথে শঙ্কিত দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে। যদি পরিস্থিতি ভাল থাকে তাহলেই দর্শক ছবি দেখবে।
দর্শক কেন ‘জিরো ডিগ্রি’ দেখবে?
ছবির গল্পটা টান টান উত্তেজনার। গল্পটা সমসাময়িক, এ সময়ের গল্প।
ট্রেইলার ও পোস্টারে যৌনতাকেই প্রধান করে তোলা হয়েছে। ভেতরেও কি তাই?
প্রশ্নই আসে না যৌনতার। আমাদের গল্প বাংলাদেশের বর্তমান যে পরিপ্রেক্ষিত তার গল্প। স্বপরিবারে দেখার মত ছবি। আমার ছবিতে যৌনতার কোন নাম গন্ধ নেই।

আপনারা থ্রিলার গল্পের ছবি বলছেন একে। এটা কি আপনার প্রিয় পরিচালক হিচকক তাই?
না, একদমই না। এটা কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে বানাই নি। একদমই আমাদের নিজেদের গল্প।
নাটক থেকে যারা চলচ্চিত্র নির্মাণে আসেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে – তাদের সিনেমা বড় নাটক হয়ে যায়। জিরো ডিগ্রীর ক্ষেত্রেও কি তাই ঘটবে?
এটা তো এখন বলতে পারছি না। ছবি মুক্তির পর দর্শকের মতামত জানতে পারব।
রুহি, মাহফুজ আহমেদ কিংবা জয়া আহসানকে কাস্ট করার কারণ?
চরিত্র অনুযায়ী তাদেরই আমার প্রয়োজন ছিল।
যদি তাই হয়, তাহলে রুহির জায়গায় প্রথমে আপনারা কলকাতার পাওলি দামকে চাইলেন। এরপর মৌসুমিকে প্রায় নিশ্চিত করলেন। পরে উনি রাজী না করায় রুহিকে নিলেন। তাহলে এতজনের কাছে কেন যাওয়া?
সবকিছুর একটা নিয়তি বা পরিনিতি থাকে। একটা ছবিতে শাহরুখকেও আমি অফার করতে পারি। কিন্তু...
[…]

Entertainment Image
Entertainment Image

কাজল ও শাহারুখ খানকে এক সাথে দেখবে বলিউড

পর্দায় তাঁরা একসঙ্গে এলেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ ৷ দর্শক জানেন যত প্রতিবন্ধকতাই থাক, সিনেমায় তাঁরা থাকা মানেই ‘দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ৷ ম্যান্ডোলিনের সুরে আবার পর্দায় জমে উঠবে সেই রোম্যান্স । কাজলের ‘কালে কালে আঁখে…’র প্রেম পড়বে বলিউডের ‘বাজিগর’ । ‘মাই নেম ইজ খান’ ছবির পর আবার একসঙ্গে সিনেদুনিয়ায় আসছেন বলিউডের মোস্ট রোম্যান্টিক জুটি শাহরুখ-কাজল ।
পরিচালক রোহিত শেঠির পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ-কাজল জাদু । ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে ছবিতে এই জুটি ছাড়াও থাকছেন বরুণ ধাওয়ান ও কীর্তি সোনান । আপাতত ছবির প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন রোহিত । সব ঠিকঠাক চললে আগামী মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং ।
হাতে গুনে মাত্র ছয়টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কাজল । আর প্রতিটি ছবিতে তাঁদের কেমিস্ট্রি দর্শকদের মাতিয়ে দিয়েছে । আব্বাস মুস্তানের ছবি ‘বাজিগার’-এ প্রথম জুটি বাঁধতে দেখা যায় এই যুগলকে । আর তারপর নয়ের দশকের বলিউডের সেলুলয়েডের প্রেমকাহিনির রাজকন্যা-রাজপুত্র তাঁরাই । তাঁদের ছবি ‘দিলওয়ালে দুলহ্যানিয়া লে জায়েঙ্গে’ বলিসিনেমার ইতিহাসে এক মাইলস্টোন । তাইতো দেড় দশক পরে আজও ইয়াং জেনারেশনের মুখে শোনা যায় ‘তুঝে দেখা তো হ্যায় জানা সনম…’ । ‘মারাঠা মন্দিরে’ টানা হাজার সপ্তাহ চলার রেকর্ড করেছে এই ছবি ৷ তাছাড়া ভালোবাসার আরেক নাম বন্ধুত্ব সে তো তাঁদেরই শেখানো ।
একটা সময় ছিল যখন কাজল-শাহরুখ মানেই বক্স-অফিস হিট । পরিচালক থেকে শুরু করে প্রযোজক সবার প্রথম পছন্দ এই জুটি । কিন্তু এখন সময় বদলেছে,পরিবর্তন এসেছে সিনেপ্রেমীদের চাহিদায় । তাই যে জুটি একসময় পর্দায় প্রেমের জোয়ার তুলেছিল সেই জুটি কি পারবে বলিউডে বসন্ত আনতে? তারই অপেক্ষায় আছেন ফ্যানরা ।
[…]

Entertainment Image
Entertainment Image

চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা অস্কারের

৮৭তম অস্কারে লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে। সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘বার্ডম্যান’ ও ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। কমপক্ষে ছয়টি বিভাগে মনোনীত হয়েছে ‘দ্য থিওরি অব এভরিথিং’, ‘বয়হুড’ এবং ‘আমেরিকান স্নাইপার’।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৭তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো ১৫ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ৪০০ সাংবাদিকের উপস্থিতিতে এ তালিকা ঘোষণা করেন পরিচালকদ্বয় আলফনসো কুয়ারন ও জে.জে. অ্যাবামস এবং ক্রিস পাইন ও অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন ইসাকস।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবারের অস্কারে সেরা ছবির লড়াই হবে মোট ৮টি ছবির মধ্যে। মনোনয়ন পাওয়া ছবিগুলো হলো ‘আমেরিকান স্নাইপার’, ‘বার্ডম্যান’, ‘বয়হুড’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘দ্য ইমিটেশন গেম’, ‘সেলমা’, ‘দ্য থিওরি অব এভরিথিং’ এবং ‘হুইপ্ল্যাশ’।
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন স্টিভ ক্যারেল (ফক্সক্যাচার), ব্র্যাডলি কুপার (আমেরিকান স্নাইপার), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য ইমিটেশন গেম), মাইকেল কিটন (বার্ডম্যান) এবং এডি রেডমেইন (দ্য থিওরি অব এভরিথিং)। আর সেরা অভিনেত্রীর খেতাব জয়ের লড়াইয়ে আছেন ম্যারিয়ন কটিয়ার (টু ডেজ ওয়ান নাইট), ফেলিসিটি জোন্স (দ্য থিওরি অব এভরিথিং), জুলিয়ান মুর (স্টিল অ্যালিস), রোসামুন্ড পাইকি (গন গার্ল) এবং রিজ উইদারস্পুন (ওয়াইল্ড)।
সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে মনোনয়ন পেয়েছেন আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতু (বার্ডম্যান), রিচার্ড লিঙ্কলেটার (বয়হুড), বেনেট মিলার (ফক্সক্যাচার), ওয়েস অ্যান্ডারসন (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল) এবং মর্টেন টিলডাম (দ্য ইমিটেশন গেম)।
সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন রবার্ট ডুভাল (দ্য জাজ), ইথান হক (বয়হুড), এডওয়ার্ড নর্টন (বার্ডম্যান), মার্ক রাফালো (ফক্সক্যাচার) এবং জে.কে. সিমন্স (হুইপ্ল্যাশ)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন প্যাট্রিসিয়া আর্কেট (বয়হুড), লরা ডার্ন (ওয়াইল্ড), কিরা নাইটলি (দ্য ইমিটেশন...
[…]

Entertainment Image
Entertainment Image

বলিউড সুপারহিরোর পারিশ্রমিক

হৃতিক রোশন বিশেষত্ব: বলিউডের প্রথম সুপারহিরো। দর্শকদের নজর অসামান্য নাচের প্রতিভায়। কাজের ধরন: অনেকেই হয়তো জানেন না, বছরে মাত্র একটা ছবি করে হূত্বিক। ফলে দর্শকদের একটা চাহিদা থেকে যায় তাঁকে দেখার। অভিনয় থেকে নাচ কিংবা অ্যাকশন, কোনও ক্ষেত্রেই হূত্বিকের কমতি নেই, ফলে অকের পর এক সুপারহিট। পারিশ্রমিক কত: প্রতি ছবিতে ১৫ থেকে ২৫ কোটি টাকা নেন তিনি। পাশাপাশি আছে এনডোরসমেন্ট ফি। সেটার অঙ্কটাও দেড় কোটি টাকার কাছাকাছি। ‘কৃষ থ্রি’-এর জন্য ২৫ কোটি পেয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
অক্ষয় কুমার বিশেষত্ব: মূলত অ্যাকশন হিরো। মার্শাল আর্টে বলিউডে তাঁর জুড়ি মেলা ভার। পাশাপাশি অ্যাকশন কমেডি ঘারাণার ছবিতেও তিনি খুব সফল। বলিউডে তিনি পরিচিত ‘খিলাড়ি কুমার’ নামে। কাজের ধরন: ইন্ডাস্ট্রিতে তিনিই একমাত্র নায়ক, যিনি নিজের স্টান্ট নিজেই করেন। ফলে তাঁর পারিশ্রমিক যে একসময় বেড়েছিল তাতে আর আশ্চর্য কী! পারিশ্রমিক কত: প্রতি ছবিতে দর ১৮ থেকে ২২ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করে তার পারিশ্রমিক। আর বিজ্ঞাপনের কাজ করলে ১.৫ থেকে ২ কোটি টাকা। ‘বস’ ছবির জন্য শোনা যাচ্ছে তিনি ১৪ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছেন।
শাহরুখ খান বিশেষত্ব: চলতি বছরে টাকার অঙ্কে তিনি আছেন তিন নম্বরে। যে কোনও রকম চরিত্রেই তিনি অভিনয় করতে পারেন। কাজের ধরন: ছবিতে শাহরুখ খান থাকা মানে, পয়সা উশুল হওয়ার অম্যতম গ্যারান্টি। তাঁর ‘চেন্নাই এক্সপ্রেস’ সুপারহিট। কারণ কমেডি থেকে রোমান্স, সবেতেই শাহরুখ স্বচ্ছন্দ। পারিশ্রমিক কত: ছবি পিছু ৩৫ থেকে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নেন শাহরুখ খান। পাশাপাশি ছবির মুনাফায় একটা অংশীদারিত্বও তাঁর থাকে। বিজ্ঞাপনের ক্ষেত্রে ২ থেকে ৩ কোটি টাকা নিয়ে থাকেন শাহরুখ খান।
আমির খান বিশেষত্ব: অনস্ক্রিন পারফরমেন্স দুর্দান্ত। ইন্ডাস্ট্রির কাছেও খুবই জনপ্রিয়। তিনি এমন একজন নায়ক যাঁকে দর্শক থেকে ফিল্ম...
[…]

Entertainment Image
Entertainment Image

সবচেয়ে বাজে পরিচালকের বাজে সিনেমা, ট্রান্সফর্মার্স

মাইকেল বের ‘ট্রান্সফর্মার্স: এইজ অফ এক্সটিঙ্কশন’ বক্স-অফিসে যতোই ব্যবসা করুক না কেন, সমালোচকরা বুড়ো আঙ্গুলই দেখিয়েছেন এই অ্যাকশন থ্রিলারটিকে।
আর তাই ‘সবচেয়ে বাজে সিনেমা’, ‘সবচেয়ে খারাপ পরিচালনা’, ‘পার্শ্ব-চরিত্রে জঘন্য অভিনয়’, ‘সবচেয়ে খারাপ সিকুয়াল’, ‘বাজে চিত্রনাট্য’, আর ‘পর্দায় সবচেয়ে খারাপ জুটি’- এই সাতটি বিভাগে মনোনয়ন জুটেছে সিনেমাটির।
মাইকেল বের আরেকটি সিনেমা ‘টিনএইজ মিউট্যান্ট নিনজা টার্টেলস’ও উঠে এসেছে খারাপ সিনেমা এবং খারাপ সিকুয়েলের তালিকায়। মেগান ফক্স এতে অভিনয় করে জুটিয়েছেন পার্শ্ব-চরিত্রে খারাপ অভিনেত্রীর মনোনয়ন।
‘কার্ক ক্যামেরনস সেভিং ক্রিসমাস’ এবং ‘দ্য লেজেন্ড অফ হারকিউলিস’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। সিনেমা দুটির দুই অভিনেতা কার্ক ক্যামেরন এবং কেলান লাটজের কপালে জুটেছে সবচেয়ে খারাপ অভিনয়ের মনোনয়ন।
এই বিভাগে ‘ব্লেন্ডেড’ সিনেমার জন্য দশমবারের মতো মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছেন অ্যাডাম স্যান্ডলার। সিনেমায় তার সহ-অভিনেত্রী ড্রিউ ব্যারিমোরও মনোনীত হয়েছেন বাজে অভিনেত্রী হিসেবে।
সবচেয়ে খারাপ অভিনেত্রীর তালিকায় ব্যারিমোরের শক্ত প্রতিদ্বন্দ্বী অবশ্য ক্যামেরন ডিয়াজ। এ বছরে মুক্তি পাওয়া তার অভিনীত দুটি সিনেমা ‘দ্য আদার উইমেন’ এবং ‘সেক্স টেপ’-এর জন্য দুটি মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়াও ‘অ্যানি’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন পার্শ্ব-চরিত্রে সবচেয়ে খারাপ অভিনেত্রী হিসেবে।
এই বিভাগে তাকে সঙ্গ দিচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন, ‘আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’- এর জন্য।
‘আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’-এ অভিনেতা কিংবা পরিচালনা- কোনটিতেই সুবিধা করতে পারেননি সেথ ম্যাকফার্লেন। আর তাই দুই বিভাগেই সবচেয়ে খারাপের মনোনয়ন জুটেছে তার কপালে।
বরারবই সিনেমায় খারাপ পরিবেশনার জন্য তারকাদের দুয়ো দিয়ে আসা রেজি কর্তৃপক্ষ এবারই চালু করেছে ‘রিডিমার’ নামে নতুন এক বিভাগ। এই বিভাগে সাবেক মনোনীতদের মধ্য থেকে দর্শকদের বেছে নিতে হবে এমন একজনকে যিনি নতুন সিনেমায় ভাল অভিনয়ের মাধ্যমে কলঙ্কমোচন করেছেন আগের খারাপ অভিনয়ের।
এই বিভাগে লড়ছেন বেন অফ্লেক, জেনিফার অ্যানিস্টন, মাইক মেয়ার্স, কিয়ানু রিভস এবং...
[…]

Entertainment Image
Entertainment Image

অনন্তের নতুন রূপ দ্য স্পাই

মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দ্য স্পাই’-এ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে সময়ের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে। এরই মধ্যে ছবিটির স্ক্রিপ্টসহ যাবতীয় প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবির শুটিং শুরু করবেন বলে তিনি জানিয়েছেন।
ছবিটিতে তিনি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন। রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদেশী শক্ররা নিয়ে যেতে চাইছে। এসব শত্রুদের মোকাবিলার দায়িত্ব তাকে দেয়া হয়। একের পর এক দুর্ধর্ষ অভিযানে শত্রুদের ধ্বংস করে দেশকে রক্ষা করেন তিনি। মূলত এমন চরিত্রেই দেখা যাবে তাকে।
এ ছবি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার প্রতিটি ছবির মতো এ ছবিতেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে। তবে আগের চেয়ে আরও বেশি নজর দিয়ে ছবিটি তৈরি করব। কারণ দর্শকদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সেরাটা দেয়াই আমার লক্ষ্য। পাশাপাশি বরাবরের মতো কিছু মেসেজও থাকছে ছবিতে। সব মিলিয়ে দর্শকদের আরও একটি উপভোগ্য ছবি আসছে।’
‘দ্য স্পাই’ ছবিতে অনন্তর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। থাকছে দেশী-বিদেশী আরও কিছু অভিনেতা।
[…]