Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

২০১৫ আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যান-বোলার



গত ২৪শে মে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় লীগ আইপিএলের ২০১৫ আসরের সমাপ্তি ঘটল। প্রতিবারের মতো এবারো কিছু কিছু ম্যাচ বাদে বেশির ভাগ ম্যাচেই ছিল ব্যাটসম্যানদের দাপট। এবারের আইপিএল দর্শকদের ও নিরাশ করেনি। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল,ম্যাক্সওয়েল, পোলার্ড , মিলার এদের প্রত্যেকে দানবীয় ব্যাটিং এবং চার-ছক্কার ফুল ঝরি দ্বারা পুরো আসর জুড়ে দর্শকদের বিনোদন দিয়েছেন।দিয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার কে কতো ব্যাটের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়েছেন, মানে এবারের আসরের সর্বোচ্চ দশ জন রান সংগ্রাহক ব্যাটসম্যান-


শীর্ষ ১০ ব্যাটসম্যান–
১.ডেভিড ওয়ার্নারঃ টিম-সানরাইজারস হায়দ্রাবাদ রান-৫৬২
২.অজিঙ্কিয়া রাহানেঃ টিম-রাজস্থান রয়েলস রান-৫৪০
৩.এবি ডিভিলিয়ারসঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু রান-৫১৩
৪.বিরাট কোহলিঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু রান-৫০৫
৫.ক্রিস গেইলঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু রান-৪৯১
৬.লেন্ডল সিমন্সঃ টিম-মুম্বাই ইন্ডিয়ান্স রান-৪৭২
৭.স্রেয়াস আইয়েরঃ টিম-দিল্লি ডেয়ারডেভিলস রান-৪৩৯
৮.ব্রেন্দন ম্যাককালামঃ টিম-চেন্নাই সুপার কিংস রান-৪৩৬
৯.রোহিত শর্মাঃ টিম-মুম্বাই ইন্ডিয়ান্স রান-৪৩২
১০.জেপি ডুমিনিঃ টিম-দিল্লি ডেয়ারডেভিলস রান-৪১৪

২০১৫ আইপিএলের সেরা দশ বোলার:
টি২০ ক্রিকেটে এবি ডিভিলিয়ারস কিংবা ক্রিস গেইলের সুনামি ব্যাটিং এর মতো মিচেল স্টার্ক কিংবা মি. ইয়র্কার খ্যাত লাসিথ মালিঙ্গার অসাধারণ ইয়র্কার গুলো ও সমান কার্যকরী। দ্রুত রান তুলার জন্য ব্যাটসম্যানরা যেমন নতুন নতুন শর্ট খেলেন তেমনি বোলাররাও ব্লক হোল, ওয়াইড ইয়র্কার কিংবা স্লোয়ার ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের ঠিকই বেঁধে রাখেন। সুতরাং বোলারাও টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের থেকে কম যায় না। চলুন এক নজরে সদ্য সমাপ্ত আইপিএলের ২০১৫ আসরের সেরা ১০ বোলারের তালিকা-


১.ডুয়েন ব্রাভোঃ টিম-চেন্নাই সুপার কিংস উইকেট-২৪
২.ইয়াজবিন্দ্র চাহালঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু উইকেট-২৩
৩.লাসিথ মালিঙ্গাঃ টিম-মুম্বাই ইন্ডিয়ান্স উইকেট-২২
৪.আশিস নেহ্রাঃ টিম-চেন্নাই সুপার কিংস উইকেট-২২
৫.মিচেল স্টার্কঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু উইকেট-২০
৬.ভুবনেশ্বর কুমারঃ টিম-সানরাইজারস হায়দ্রাবাদ উইকেট-১৮
৭.হারশাল প্যাটেলঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু উইকেট-১৭
৮.হরভজন সিং- টিম-মুম্বাই ইন্ডিয়ান্স উইকেট-১৬
৯.ডেভিড ভিসেঃ টিম-রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু উইকেট-১৬
১০.নাথান কাউন্টার-নাইলঃ টিম-দিল্লি ডেয়ারডেভিলস উইকেট-১৫