Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

অদ্ভুত মজার কিছু গ্যাজেট



প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি হরেক রকম গ্যাজেট। প্রযুক্তির এই যুগে যেন আমরা ডিভাইস-গ্যাজেট-ইন্টারনেট এগুলো ছাড়া চলতে অক্ষম। তবে, আজকে আমাদের আলোচনার বিষয় শুধুই 'গ্যাজেট'। আপনি কি জানেন আমাদের চারপাশে কত রকম অদ্ভুত অদ্ভুত গ্যাজেট পাওয়া যায়? কিছু গ্যাজেট হয় খুবই প্রয়োজনীয় আবার কিছু গ্যাজেটের কাজ সম্পর্কে জানলে আপনি হয়তো হাসতে হাসতে গড়িয়ে পরবেন! যাই হোক, আজ কিছু অদ্ভুত গ্যাজেট নিয়ে এই ব্লগপোষ্টটি সাজাতে চেষ্টা করেছি। সবগুলো প্রযুক্তির সাথে সম্পর্কিত না হলেও আপনাদের ভালো লাগবে আশা করছি। চলুন, শুরু করা যাক তাহলে।

PowerLine PowerCup Inverter
আপনাকে যদি প্রায় সবসমই গাড়ির মধ্যে থাকতে হয়, যেমন ধরুন - আপনি একজন ড্রাইভার; তো, আপনাকে যদি সবসময় গাড়ির মধ্যে থাকতে হয় এবং আপনি যদি একজন ডিভাইস ফ্রিক হয়ে থাকেন তবে এই গ্যাজেটটি আপনার অনেক কাজে আসবে। কীভাবে? ধরুন, আপনি যেহেতু বেশির ভাগ সময়ই রাস্তায় থাকেন তাই আপনার স্মার্টফোনে চার্জ ধরে রাখা কিছুটা কষ্টকর হয় নিশ্চয়ই? বা ধরুন, আপনি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্যাবলেটের চার্জ বড় স্ক্রিন এবং সেই তুলনায় কম ব্যাটারির কারণে দ্রুত ফুরিয়ে যায়। এই সব কেসে আপনাকে সাহায্য করবে পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার নামের এই গ্যাজেটটি।

এটি আপনি চাইলে আপনার গাড়ির কাপ-হোল্ডারের মাঝেও সুন্দর করে রেখে দিতে পারবেন। পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার গ্যাজেটটি মূলত আপনার গাড়িতে থাকা সিগারেট লাইটারের সাথে যুক্ত হয়ে সেখান থেকে বিদ্যুৎ নিয়ে তা সঞ্চালন করে দুই অথবা তিন পোর্টের আউটলেটে। অনেক মডেলে আবার ইউএসবি পোর্টও দেখা যায়। আপনি মোটামুটি ২৫ ডলারেই মাঝেই (কিছুটা কম বেশি হতে পারে) গ্যাজেটটি কিনতে পারবেন।

Buncho o Balloons
চমৎকার এই গ্যাজেটটি সম্পর্কে প্রথম যখন জেনেছি তখন খুব মজা পেয়েছিলাম। গ্যাজেটটির লুক থেকে শুরু করে কার্যকারীতা স্মপুর্নই অদ্ভুত। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি এক প্রকারের বেলুন।

স্কোয়াডের মত দেখতে এই বেলুনগুলো শুধু যে ব্যবহার করে মজা তাই নয় বরং এটি পরিবেশবান্ধব। যেমন, এই বেলুনগুলোর সাথে যে স্টিক গুলো দেখতে পাচ্ছেন তা রিসাইকেল করা খুবই সহজ। এমনকি বেলুনগুলোও নষ্ট হবার পরে পরিবেশের সাথে মিশে যায়, পরিবেশ দূষিত করেনা। মাত্র তিনটি প্যাকেটেই আপনি প্রায় একশরও বেশি বেলুন পাবেন এবং এগুলো কিন্তু ওয়াটার বেলুন নামেও পরিচিত।

BikeCharge Dynamo
বেশ কয়েকবছর ধরেই বাংলাদেশে সাইক্লিং বিল্বব শুরু হয়েছে। মোজাম্মেল হক ভাইয়ের গ্রামীনের বিজ্ঞাপনটাই হয়তো আমাদের দেশের মানুষদের সাইক্লিং-এ প্রেরণা দিতে শুরু করেছিলো। এরপর আস্তে আস্তে বিডিসি গ্রুপ তৈরি এবং এখনতো দিনে দিনে সাইকেলের ব্যবহার বাড়ছেই। তো আপনাদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করেন তারা নিশ্চয়ই সেফটি গিয়ার হিসেবে ইলেক্ট্রনিক বেল/হর্ন, হেড লাইট এবং টেল লাইট ব্যবহার করে থাকেন?এবং আপনারা ভালো করেই জানেন যে এগুলোর বেশিরভাগই চলে রিচার্জেবল ব্যাটারিতে। আমি ছোটবেলায় আমার নানার সাইকেলে ডায়নামো দেখেছিলাম, যার ফলে উনি যখন সাইকেলের প্যাডেল মারতেন তথা চাকা ঘুরতো তখন চাকার ঘুর্ননে ডায়নামো বিদ্যুৎ উৎপন্ন করে সেই শক্তিতেই সাইকেলের হেড লাইটকে জ্বলতে সাহায্য করতো। বাইকচার্জ ডায়নামো গ্যাজেটটাও অনেকটা সেরকমই, তবে কিছুটা অ্যাডভান্স।

এই গ্যাজেটটি আপনার প্রতিদিনের কমিউটার বাইককে আস্ত একটা ইউএসবি ডিভাইস চার্জারে পরিণত করতে সক্ষম। চলার পথেই আপনি ইচ্ছা মত আপনার স্মার্টফোন, ক্যামেরা বা ইউএসবির মাধ্যমে চার্জ করা সম্ভব এমন যে কোন ডিভাইস চার্জ দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে, সাইকেলের বেশিরভাগ এক্সেসরিসের মত এই ডিভাইসটির ইন্সটলেশন প্রসেস মোটেও ঝামেলার নয়। আপনি নিজেই খুব সহজে এটি সাইকেলের স্পোকে ইন্সটল করতে পারবেন।

USB Powered Light

এই গ্যাজেটটি আহামরি কোন গ্যাজেট না হলেও ভালোই কাজে আসে। এটি একটি ইউএসবি পাওয়ার্ড লাইড যা আপনি যেকোন স্থানে রেখে আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ৮টি এলইডি বাল্বের সাহায্যে নির্মিত এই গ্যাজেটটি ১৫ ডলারের মধ্যেই আপনি কিনতে পারবেন ইবে বা অ্যামাজন থেকে।

Soda Saver

ছবির এই গ্যাজেটটি আপনি ইদানীং নিশ্চয়ই ফেসবুকে বিভিন্ন গ্যাজেট স্টোরে দেখেছেন। আমার ঠিক খেয়াল নেই কিন্তু আমাদের দেশেই মোটামুটি ৫০০-৬০০ টাকায় সম্ভবত এই গ্যাজেটটি পাওয়া যায়। গ্যাজেটটি অনেকে উদ্ভট বললেও এই গ্যাজেটটি কিন্তু মূলত টাকা এবং কিছুটা হলে সময়ও বাচায়, এছাড়া কোল্ড ড্রিংকসের ঝাঁজটাও ধরে রাখে। কীভাবে?
টাকা সাশ্রয় করে এই অর্থে যে, অনেক সময় বাসার ছোট বাচ্চারা কোল্ড ড্রিংসের ছিপি খুলতে গিয়ে অনেকটুকুই ফেলে দিয়ে থাকে। সময় বাঁচায় এই অর্থে, আপনার বার বার বোতলের ছিপি খুলতে হচ্ছেনা!আর, ঝাঁজ ধরে রাখে কেননা যেহেতু আপনি পরিমাণ মত নিচ্ছেন এবং আপনার নেয়া শেষ হলে সাথে সাথেই বোতলের মাথা বন্ধ হয়ে যাচ্ছে তাই অযথাই এর ঝাঁজ ফুরিয়ে যাচ্ছেনা। দেখলেনতো? অদ্ভুত হলেও গ্যাজেটটি কিন্তু বেশ কাজে দেয়।

Survive ReStore Solar Panel
সোলার টেকনোলোজি যে চমৎকার একটি আবিষ্কার তা আর বলার অপেক্ষা রাখেনা। অনেক গ্রাম গঞ্জেই যেখানে এখনও বিদ্যুৎ সংযোগ গিয়ে পৌছায়নি সেখানেও অনেকে সোলার টেকনোলোজি ব্যবহার করে বেশ সহজ এবং স্বাভাবিক ভাবেই তাদের দৈনন্দিন প্রয়োজন গুলো মিটিয়ে নিচ্ছেন। যাই হোক, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গ্যাজেটটিও সোলার প্রযুক্তির সাথে সম্পর্কিত।

এই গ্যাজেটটি মূলত সোলার টেকনোলোজি যুক্ত একটি ফোল্ডিং প্যানেল যা আপনি ভাঁজ করে যেকোন স্থানে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এর আউটপুট হিসেবে আছে একটি ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনি স্মার্টফোন অথবা এক্সটার্নাল ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। ভাঁজ করা যাওয়ার সুবিধার ফলে এই গ্যাজেটটি ব্যবহার করা অত্যন্ত সুবিধাজনক।

Hutzler 551 Banana Slicer
আপনার যদি কলা একটি পছন্দের ফল হয়ে থাকে তাহলে আপনার জন্য এই গ্যাজেটটি কাজে আসবে। যদিও কলা আমরা সাধারণত ছিলে খাই তবে বিশেষ ক্ষেত্রে পরিবেশন বা অন্যান্য প্রয়োজনে কলা স্লাইসের জন্য এটি সবচাইতে ভালো একটি গ্যাজেট।

এই গ্যাজেটটি নিখুঁত ভাবে সমান মাপে কলা স্লাইস করতে সক্ষম। ছুর-চাকু কিছুই আপনাকে ব্যবহার করতে হবেনা, হবে শুরু ৪ ডলার দিয়ে এই গ্যাজেটটি কেনা।

শেষকথাঃ
আগেই বলেছি শুধুমাত্র টেক নয় বরং আমাদের জীবনের সাথে সম্পর্কিত কিছু অদ্ভুত গ্যাজেট নিয়েই আজকের আলোচনা, আশা করি তাই কেই ব্যানানা স্লাইসার বা বেলুনের গ্যাজেটগুলো দেখে হতাস হবেন না। গ্যাজেটতো গ্যাজেটই, আর যখন তা অদ্ভুত তখন সেটা শেয়ার না করে কি আর থাকা যায় বলুন?