একটি সস্তা স্মার্টফোনের মূল্য কত হতে পারে? ৫০ ডলার? নাকি তার থেকেও কম? ওয়ালমার্টের কোন কর্মীকে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সে উত্তর দেবে মাত্র ১০ ডলার। অবাক হওয়ার কিছু নেই। মাত্র ১০ ডলারেই স্মার্টফোন বিক্রি করছে বিশ্বের এই সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি।
এলজি ১৬ মডেলের এই স্মার্টফোনটি ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে মাত্র ৯.৮২ ডলারে। এখন পর্যন্ত কোন রিটেইল স্টোরে বিক্রিত এটিই সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন।
ফিচারের দিক থেকে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ফোন থেকে পিছিয়ে থাকলেও সাধারণ ব্যবহারের জন্য এটি হবে দারুণ একটি স্মার্টফোন। ৩.৮ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই সহ অন্যান্য সাধারণ সব ফিচার। অপারেটিং সিস্টেম হিসেবে এলজি'র এই স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।
৫০ ডলারের বেশি কেনাকাটার ক্ষেত্রে ওয়ালমার্ট বিনামূল্যে বাসায় পৌঁছে দেবে স্মার্টফোনটি।