Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

নতুন রূপে এলো গুগল প্লাস




ধুঁকে ধুঁকে চলতে থাকা গুগল প্লাসের নতুন সংস্করণ চালু করল গুগল। ফেসবুক থেকে প্রতিযোগিতায় বহুগুণে পিছিয়ে থাকা যোগাযোগ মাধ্যমটিতে ‘কমিউনিটিজ’ নামে ইন্টারেস্ট গ্রুপের নামকরণ করা হয়েছে। আর গ্রুপ পোস্টগুলোকে ‘কালেকশনস’ নামে নামকরণ করা হয়েছে।

গুগল জানায়, নতুন সাইটটির ইউজার ইন্টারফেস অনেক সাধারণ এবং ব্যবহারকারীরা সদৃশমনা মানুষদের সহজে খুঁজে পাবেন। তাছাড়া তারা নিজেদের পছন্দের কন্টেন্টগুলোও সহজেই খুঁজে পাবেন।

গুগল প্লাসের প্রোডাক্ট ম্যানেজার লুক রবলেওস্কি গুগল প্লাসে এক বার্তায় লেখেন, ‘কালেকশনস আপনাকে কন্টেন্টে নিবিষ্ট করবে। আর কমিউনিটিস সদৃশমনা ব্যক্তিদের একই গ্রুপে নিয়ে আসতে সহায়তা করবে। এটি ব্যবহারকারীদের গেম অব থ্রোনস থেকে শুরু করে পেইন্টিং সবকিছুই খুঁজে পেতে সহায়তা করবে।’

গুগল প্লাসের ফটো প্রোডাক্ট বিভক্তিকরণ এবং সেগুলোকে ইউটিউব থেকে সরিয়ে ফেলার পর পরই গুগল এমন উদ্যোগ নিল।

গুগল গ্লাসের নেতৃস্থানীয় নেতা ব্রাডলি হরোউইটজ টেকক্রাঞ্চকে জানান, সামাজিক নেটওয়ার্কটিকে বিভক্তিকরণ করে প্রতিষ্ঠানটি আবারেও এটিকে নতুনরূপে দিল। এখানে গুগল প্লাসের কয়েকটি নতুন ফিচারের সংগ্রহ দেখানো হলো:


গুগল প্লাসের কমিউনিটিজ



এখন আপনাকে অপশন-ইন্টুর মাধ্যমে নতুন সংস্করণ চালাতে হবে। পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।