Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ভারতের ই-কমার্স বাজার দখলের পরিকল্পনা করছে আলিবাবা



চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা এবার ভারতের ই-কমার্স বাজার দখলের পরিকল্পনা করছে। আর এজন্য দেশটির শীর্ষস্থানীয় কোন ই-কমার্স ওয়েবসাইট কিনে নেওয়ার জন্য কাজ শুরু করেছে আলিবাবা।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, বড় অংকের গ্রাহক সংখ্যা আছে, এমন কোন ই-কমার্স ওয়েবসাইট অধিগ্রহণের চিন্তাভাবনা করছে আলিবাবা। যদিও আলিবাবা কোন ওয়েবসাইটের সাথে আলোচনা করছে কিনা, এমন কোন খবর জানায়নি সংবাদমাধ্যমটি। তবে অন্য একটি ওয়েবসাইট থেকে জানা গেছে, শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করছে আলিবাবা।

বর্তমানে ভারতে আলিবাবার দুটি অফিস রয়েছে। সীমিত আকারে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ভারতের পরামর্শক সংস্থা পিডব্লিউসি’র দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর ভারতের ই-কমার্স বাজার ৩৪ শতাংশ বেড়ে ২২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।