Entertainment Image

অনন্তের নতুন রূপ দ্য স্পাই
মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দ্য স্পাই’-এ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে সময়ের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে। এরই মধ্যে ছবিটির স্ক্রিপ্টসহ যাবতীয় প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবির শুটিং শুরু করবেন বলে তিনি জানিয়েছেন।

ছবিটিতে তিনি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন। রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদেশী শক্ররা নিয়ে যেতে চাইছে। এসব শত্রুদের মোকাবিলার দায়িত্ব তাকে দেয়া হয়। একের পর এক দুর্ধর্ষ অভিযানে শত্রুদের ধ্বংস করে দেশকে রক্ষা করেন তিনি। মূলত এমন চরিত্রেই দেখা যাবে তাকে।

এ ছবি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার প্রতিটি ছবির মতো এ ছবিতেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে। তবে আগের চেয়ে আরও বেশি নজর দিয়ে ছবিটি তৈরি করব। কারণ দর্শকদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সেরাটা দেয়াই আমার লক্ষ্য। পাশাপাশি বরাবরের মতো কিছু মেসেজও থাকছে ছবিতে। সব মিলিয়ে দর্শকদের আরও একটি উপভোগ্য ছবি আসছে।’

‘দ্য স্পাই’ ছবিতে অনন্তর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। থাকছে দেশী-বিদেশী আরও কিছু অভিনেতা।