ঘামের দুর্গন্ধের মত আরেকটি বিরক্তিকর সমস্যা হল কাপড়ে ঘামের দাগ পড়ে যাওয়া। ঘাম শুকিয়ে গেলে কাপড়ে হলদেটে একটি দাগ পড়ে যায়। যা দেখতেই শুধু খারাপ হয় না, অনেকটা বিব্রতকরও বটে। এই ঘামের দাগ দূর করার সহজ কিছু ঘরোয়া উপায় আছে। আসুন জেনে নিই উপায়গুলো।
১। লেবু
কাপড়ে ঘামের দাগ দূর করতে লেবুর জুড়ি নেই। লেবুর রসের সাথে সমান পরিমাণ পানি মিশিয়ে ঘামের দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
২। ভিনেগার
কাপড়ে যেখানে ঘামের দাগ দেখা যাবে সেখানে কয়েক ফোঁটা ভিনেগার লাগান। তারপর হালকা হাতে ঘষুণ। পরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ঘামের দাগ দূর হয়ে গেছে।
৩। বেকিং সোডা
ঘামের দাগ দূর করে আরেকটি উপায় হল বেকিং সোডার ব্যবহার। ১/৪ কাপ কুসুম গরম পানি, ৪ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার পেস্টটি ঘামের দাগের ওপর লাগান। এভাবে ২ ঘণ্টা রেখে দিন। ২ ঘন্টার পর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ে কোন দাগ আর নেই।
৪। ঠান্ডা পানি
ঘামের দাগ পড়া কাপড়টি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ঘষে ডিটারজেন্ট দিয়ে কাপড় দিয়ে ধুয়ে ফেলুন। যদি কাপড়ে হলুদ দাগ পড়ে যায় তবে কখনও কাপড় ধোয়ায় গরম পানি ব্যবহার করবেন না।
৫। লবণ
ঘামের জেদি হলুদ দাগ দূর করতে লবণ অনেক কার্যকরী। ৪ টেবিল চামচ লবণ ১ লিটার গরম পানিতে মিশিয়ে নিন। এবার ঘামের দাগ লাগা কাপড়টি মিশ্রণে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। আর দেখুন ঘামের দাগ গায়েব হয়ে গেছে।