Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

কোথায় কোথায় ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে



আপনারই সমবয়সী বা সহকর্মী। আজ সকাল থেকেই বলছিলেন চোয়ালে সামান্য ব্যথা। বিকেল গড়াতেই বুকে যন্ত্রণায় ঢলে পড়লেন। ডাক্তার দেখেই বললেন হার্ট অ্যাটাক! সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় তিনি বেঁচে গিয়েছেন।

তবে এই ঘটনা ভয় ধরিয়ে দিয়েছে মনে। তবে কি বুকে ব্যাথা, ঘাম হওয়া ছাড়াও হার্ট অ্যাটাকের অজানা লক্ষণও রয়েছে? চিকিত্সকরা জানাচ্ছেন অবশ্যই রয়েছে। কাজেই কোনও অদ্ভুত যন্ত্রণা, অস্বস্তিকর অনুভূতি অবহেলা করবেন না।



ঠিক কী কী ধরনের ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে?

১। মাথা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা।

২। বুকের ডান দিক, চোয়াল, গলা, কাঁধ, হাতে চিনচিনে ব্যথা বা অদ্ভুত অস্বস্তি।

৩। কোমর বা পিঠের দুই হাড়ের মাঝখানে ব্যথা।

৪। পেটে অসহ্য যন্ত্রণা।

৫। কবজিতে যন্ত্রণা।

৬। হাতের তালু ও পায়ের পাতায় জ্বালার অনুভূতি।

এর কোনােটা যদি আপনার বা আপনার পরিবারের হয় তাহলে এক মুহূর্তও দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যান বা বাড়িতে বিশেষজ্ঞ ডাক্তার ডাকুন। সতর্ক থাকলে বড় বিপদ এড়াতে পারবেন।