Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

২০১৫ সালের সুদর্শন ক্রিকেটারেরা



ক্রিকেট মাঠে তারা ব্যাট কিংবা বল হাতে প্রতিপক্ষের ঘাম ঝরিয়ে দেন। দলের জন্য নিজের সামর্থের সবটুকু করেন। মাঠের বাইরে এরা নিজেদের সৌন্দর্য আর স্মার্টনেসের কারণে জনপ্রিয়। ২০১৫ সালের সবচেয়ে সুদর্শন ১০ ক্রিকেটারের তালিকা করা হয়েছে।


মাশরাফি বিন মুর্তজাঃ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বর্তমান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে আছেন। জাতীয় দল ছাড়াও খেলেন বিপিএল ও আইপিএল টুর্নামেন্টে। দলে প্রধান বোলার হিসেবে খেলেন। পেস বোলার হিসেবে বাংলাদেশের প্রধান ভরসার নাম মাশরাফি। মাশরাফির পাশাপাশি পরিবার ও দলে কৌশিক নামেও পরিচিত। ৩১ বছর বয়সী এই পেসার ১৯৮৩ সালের পাঁচ অক্টোবর বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। একজন দারুন ক্রিকেটার হওয়ার বাংলাদেশ ক্রিকেটের সব চেয়ে সুদর্শণ বলা হয় তাকে।

এবি ডি ভিলিয়ার্সঃ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলা ছাড়াও আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার পেত্রনিয়াতে ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি ভিলিয়ার্সের জন্ম। ৩০ বছর বয়সের এই ক্রিকেটার দলে উইকেট রক্ষক ও ডান হাতি ব্যাটসম্যান হিসেবে খেলেন। তাকে তার খুনে চাহনির জন্য অনেকেই পছন্দ করেন।

ফাফ ডু প্লেসিসঃ দক্ষিন আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিস বর্তমান দলের একজন নির্ভর যোগ্য ব্যাটসম্যান। তিনি জাতীয় দলের পাশাপাশি মেলবোর্ণ রেনেগারড দলেও খেলেন। ৩০বছর বয়সী এই ক্রিকেটার ১৯৮৪ সালে ১৩জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন। দলের মিডল অর্ডারে ব্যাটিং করেন তিনি তবে দলের প্রয়োজনে মাঝে মাঝে বোলিংও করেন। শুধু ক্রিকেট না তার ঠান্ডা চোখের কারণে মাঠের বাইরেও বেশ জনপ্রিয় তিনি।

এলিস্টার কুকঃ ২৯ বছর বয়সি এলিস্টার কুক ১৯৮৪ সালের ২৫ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম গ্রহন করেন। প্রধানত তিনি দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেললেও মাঝে মাঝে মিডিয়াম পেস বোলিং করেন। ক্রিকেট মাঠে কুককে সবচেয়ে আবেদনময় ক্রিকেটার বলা হয়।

বিরাট কোহলিঃ ক্রিকেটার বিরাট কোহলি ভারত জাতীয় দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)রয়েল চ্যালেঞ্জারসের অধিনায়ক।২৬ বছরের এই ক্রিকেটার ভারতের দিল্লিতে ১৯৮৮ সালের পাঁচ নভেম্বর জন্ম নেন। মূলত তিনি দলে ব্যাটসম্যান হিসেবে খেললেও মাঝে মাঝে ডান হাতি মিডিয়াম পেসারের কাজও করেন। বর্তমান ক্রিকেট জগতে বিরাট সব থেকে ফ্যাশনাবল ক্রিকেটার হিসেবে পরিচিত।