Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

হিউজের শোকেই জনসনের অবসর



গেলো সপ্তাহে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিশেল জনসন। কারণ হিসেবে বলেছেন বয়স হয়ে যাচ্ছে। কিন্তু পুরোটাই কি সে কারণেই? প্রতিপক্ষকে বাউন্সারে ধরাশয়ী করা এই ক্রিকেটার যখন বাউন্সার দিতেই ভয় পান তখন অবসরের কারণ অন্য কিছু বলাই যায়। তবে নিজেই সে কারণ জানালেন।




সতীর্থ ফিল হিউজের মৃত্যু নাকি তাকে অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। হিউজের মৃত্যুর সময়ে ভারতের সাথে সিরিজ চলছিলো অস্ট্রেলিয়ার। শুধু জনসন না, পুরো অস্ট্রেলিয়া দলই যেন বাউন্সার ফোবিয়ায় আক্রান্ত হয়ে যায়। হিউজের মৃত্যুর কথা মনে করে জনসন বলেন, ‘ফিলের মৃত্যু এখনো পুরো বিশ্বের ক্রিকেটারদের কস্ট দেয়। সে সময়ের পরে আমি খেলার ধরনে পরিবর্তনের চেষ্টা করেছি। অ্যাশেজেও আক্রমণাত্মক বল করেছি, আবার ভেবেছি ঠিক করছি তো? এসব বিষয় আমার মনে অনেক প্রভাব ফেলেছে।’

একদিকে নিজের সহজাত খেলতে না পারা আবার প্রতিপক্ষের সুস্থতা, এ দুই কারণকেই ক্রিকেট বিশেষজ্ঞরা জনসনের অবসরের কারণ বলে মনে করছেন।