Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

বিশ্ব ভালোবাসা দিবস মানে যৌনতা দেওয়া-নেওয়া ফ্রি\\\'তে

আজ ১৪ ই ফেব্রুয়ারী “বিশ্ব ভালোবাসা দিবস”। সারাবিশ্বের অনেক দেশের মতই আমাদের দেশে (কিছু ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে একটু বেশিই) মহাসমারোহে দিনটি পালন করে যাচ্ছে লাখো বাঙ্গালী। আমরা বাঙ্গালীরা উৎসব প্রিয় ।
তবে দুঃখজনক ব্যাপার হল নিজের সংস্কৃতি আর ঐতিহ্য ভুলে বরাবরই পশ্চিমা বিশ্বের অনুকরণে নিজেদের বিলিয়ে দিতে একটু বেশিই উৎসাহী আমরা। এর সবচেয়ে বড় কারণ আমরা বড় বেশি অনুকরণ প্রিয়।
যাই হোক নিজেও এই সংস্কৃতি ও কৃষ্টির অংশ হিসেবে অন্যের দোষ গুন খুঁজে সমালোচনা করার উদ্দেশ্য আমার নয়। শুরুতেই বলেছিলাম আধুনিকতার সংজ্ঞা কিছুতেই অশ্লীলতা নয় । বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন সম্পর্ককে মুল্যায়ন করে একজন আরএকজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, এতে কোন বাধা বা সমালোচনার সুযোগ নেই । কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন যদি হয় প্রশ্নবিদ্ধ (?)তাহলে একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে । ভালোবাসা দিবস নিয়ে আপনাদের জন্য আজকের এই ফিচার । নিজে জানুন এবং অন্যকেও জানান প্রয়োজনীয় সতর্কতা এবং একটি সুস্থ্য সুন্দর সমাজ নিশ্চিত করনে হয়ত কার্যকর একটি ফিচার ।
ভালোবাসা দিবসের ইতিকথা
ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে (ইংরেজি: Valentine’s Day) (সংক্ষেপে ভ্যালেন্টাইন’স ডে নাম পরিচিত একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে উদযাপিত করা হয়।এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিনটি উদযাপন করে থাকে।
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে...
[…]

Entertainment Image
Entertainment Image

চুরি হয়েছে বন্ডের নতুন ছবির চিত্রনাট্য

নতুন মিশন নিয়ে মাঠে নামার আগেই আক্রমণের শিকার হলেন জেমস বন্ড! গত বছরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছে বিশ্বখ্যাত এই স্পাই থ্রিলার সিরিজের নতুন ছবির নাম। কিন্তু শুটিং শুরুর আগেই 'স্পেকটার' নামের সেই ছবির চিত্রনাট্য চুরি হয়ে গেছে। আর তাই এই বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নাকি, পিছিয়ে যেতে পারে নতুন ছবিটি মুক্তি পাওয়ার তারিখ। 

গত বছরের ১৩ই ডিসেম্বর শনিবার সকালে চিত্রনাট্য চুরির বিষয়টি ইয়ন প্রোডাকশনসের নজরে আসে। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় নির্মিত হয় বন্ডে ছবি।

প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, ছবির পরিবেশক সংস্থা সনি পিকচারসের কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে চিত্রনাট্য চুরি করা হয়েছে।

তিনি জানান,সনি পিকচারসকে জেমস বন্ড সিরিজসহ সব ধরণের সিনেমার কাজ থেকে সরে দাঁড়াতে হুমকি দেয় অজ্ঞাত হ্যাকার দল। তারাই সনি স্টুডিওর কম্পিউটারে অনুপ্রবেশের মাধ্যমে 'স্পেকটার' ছবির প্রাথমিক চিত্রনাট্য ও কিছু গুরত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে।

চুরি করা চিত্রনাট্য কোনো তৃতীয় পক্ষের হাতে যাবে এবং তা প্রকাশ করা হবে- সে বিষয়ে সতর্কাবস্থায় আছে ইয়ন প্রোডাকশনস। তারা জানিয়েছে, চিত্রনাট্যটি যুক্তরাজ্যের কপিরাইট আইনের আওতাভুক্ত।

তবে এ ঘটনায় এখনো পুলিশে অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি।

জেমস বন্ড সিরিজের ২৪তম সিনেমা 'স্পেকটার'। এবারও বন্ডের ভূমিকায় থাকছেন ডানিয়েল ক্রেগ। খলচরিত্রে ক্রিস্টোফার ওয়ালৎজ। আছেন লি সেডুক্স ও মনিকা বেলুচি। পরিচালক স্যাম ম্যান্ডেস।
এই বছরের ৬ নভেম্বর মুক্তি পাওয়া কথা ছিল ছবিটির। কিন্তু চিত্রনাট্য চুরির কারণে এই তারিখ পেছাতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউ।
[…]

Entertainment Image
Entertainment Image

‘রাত্রির যাত্রী’তে প্রবাসী শিল্পী রুবাইয়েত জাহানের গান

হাবিবুল ইসলাম হাবিবের নতুন চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’তে এবার যুক্ত হলেন লণ্ডনে অবস্থিত প্রবাসী শিল্পী রুবাইয়েত জাহান। বাংলাদেশের মেয়ে হলেও রুবাইয়েত জাহান ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন প্রবাসী শিল্পী হিসেবে লণ্ডনে। ইংরেজী পপসহ নানা ধরনের গানের সুর তরঙ্গ সাবলিল ও অবলিলায় তার কণ্ঠ থেকে নি:সৃত হয় এবং অকাট্য বিনোদনে উদ্বেলিত হয় তার শ্রোতারা। রাত্রীর যাত্রী সিনেমার ‘আমি সুন্দরী মেয়ে’ শিরোনামের একটি গানে গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। তার গানে পারফর্ম করবেন নায়লা নাঈম।
গানটি কম্পোজ করেছেন লন্ডনের গায়ক ও কম্পোজার রাজা কাসিফ, কথা লিখেছেন ‘রাত্রির যাত্রী’ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, গানটি লন্ডনের হাই-স্ট্রিট স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। এটির সম্পাদনা করেছেন অমি ইসলাম এবং মারো ক্যাসিলেনজা, বাঁশিতে বাকির আব্বাস, অস্টিক গিটারে অমি ইসলাম, ম্যান্ডোলিন যন্ত্রে ছিলেন কামরান আখতার। এই গানের কোরিওগ্রাফিতে রয়েছেন তানজিল। সিনেমাতে মৌসুমির বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। এ ছাড়া আরও অভিনয় করবেন এ টি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সাদিয়া আফরিন, সোনিয়া হোসেন, প্রতিভা শাওনসহ আরও অনেকে। যুক্তরাজ্যের প্রবাসী সংগীত শিল্পী রুবাইয়েত জাহান জন্মেছেন বন্দর নগরী চট্টগ্রামে। আর শৈশব-কৈশোরে তিনি বেড়ে ওঠেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। মায়ের আগ্রহে ছোটবেলা থেকে তালিম নিয়েছেন অনেকে বিখ্যাত সংগীতজ্ঞের কাছে। রুবাইয়েত বর্তমানে যুক্তরাজ্যের মঞ্চ মাতাচ্ছেন কণ্ঠের মুর্চ্ছনায়। সেখানে বাংলার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উর্দু, হিন্দি ও ইংলিশ গান পরিবেশন করেন।
সেখানকার বাংলা চ্যানেলগুলোতে নিয়মিত তার গান প্রচার হয়। এণ্ডু কিশোর, বাপ্পী লাহিড়ী ও কুমার শানুর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডুয়েট গান করার অভিজ্ঞতা রয়েছে তার। কিছু দিন আগে ‘মনে পড়ে রুবি রায়’ নামে বাংলা গানের অ্যালবাম বের করেছেন। এটি লণ্ডনে বাজারজাত হচ্ছে। অ্যালবামটি বাজারজাত করছে সারেগামা নামে একটি প্রতিষ্ঠান। বাংলায় আরও নতুন নতুন গান দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছা আছে...
[…]

Entertainment Image
Entertainment Image

মোদির ‘আলোচিত’ স্যুট নিলামে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচিত একটি দামি স্যুট আজ বুধবার নিলামে উঠছে। নিলাম হবে গুজরাটের সুরাটে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ১০ লাখ রুপি মূল্যের ওই স্যুটটি পরেন।
ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে চা-চক্র এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদির গায়ে ওই স্যুটটি দেখা যায়। স্যুটটিতে সোনালি হরফে প্রধানমন্ত্রী মোদির পুরো নাম লেখা রয়েছে। এই স্যুট পরার পর সমালোচনার মুখে পড়েন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। সেই স্যুটটিই আজ নিলামে উঠছে।
আজ আরও নিলামে উঠছে উপঢৌকন হিসেবে বিভিন্ন সময়ে মোদির পাওয়া ৪৫৫টি উপহারসামগ্রী। নিলাম চলবে তিন দিন।
সুরাটের পৌর কমিশনার মিলিন্দ তোরাভানে গতকাল মঙ্গলবার জানিয়েছেন, নিলামে পাওয়া অর্থ গঙ্গা শোধনের কাজে ব্যবহার করা হবে।
[…]

Entertainment Image
Entertainment Image

বলিউডের পাঁচ তারকা-অভিনেত্রীর একই বদ-অভ্যাস

আর দশজন সাধারণ মানুষের মতো বলিউডের অনেক তারকাই ধূমপানে আসক্ত। তাঁদের কেউ কেউ নিজ চেষ্টায় এই আসক্তি থেকে বের হতে পারলেও, এখনও ধূমপানের মরণজালে আটকে আছেন নামীদামি বেশ কয়েকজন তারকা।

এমনকি ধূমপানে আসক্ত বলিউডের অভিনেত্রীদের সংখ্যাটাও নেহাতই কম নয়। এমন পাঁচজন অভিনেত্রীর হাঁড়ির খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। মজার বিষয় হল, এই পাঁচজনের মধ্যে তিনজনই বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী।

ধূমপান ছাড়ার চেষ্টা করে যাচ্ছেন সুস্মিতা সেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ‘আই অ্যাম সি: মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রোজেক্টসহ বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মহলের প্রশংসা কুড়ালেও ধূমপানে আসক্তির কারণে অত্যন্ত সমালোচিত হয়েছেন।

এই বদ-অভ্যাসের কারণে অনেক কটুবাক্য শুনতে হয় ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রীকে। বহুবার জনসমক্ষে ধূমপান করতে দেখা গেছে তাঁকে। অবশ্য সুস্মিতা দাবি করেছেন, ধূমপান ছাড়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। দ্রুত তাঁর এই চেষ্টা সফল হবে, এমনটাই প্রত্যাশা সবার।

দিনে কয়েক প্যাকেট সিগারেট লাগে রানী মুখার্জির। বাঙালি বংশোদ্ভূত বলিউডের আরেক তারকা অভিনেত্রী রানী মুখার্জি তাঁর অনবদ্য অভিনয় নৈপুণ্য উপহার দিয়ে জয় করে নিয়েছেন অগণিত ভক্ত ও দর্শকের হৃদয়। কিন্তু ধূমপানের বদ-অভ্যাস ত্যাগ করতে ব্যর্থ হওয়ায় হরহামেশাই অনেক তির্যক মন্তব্য হজম করতে হয় তাঁকে। রানীর ধূমপানে আসক্তি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তাঁর পরিবারের সদস্যদের। তাঁরা বহুবার রানীকে ধূমপান ছাড়তে বলেছেন।

অনেক হইচইও করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারও কথাই আমলে না নিয়ে দিনে কয়েক প্যাকেট সিগারেট সাবাড় করে চলেছেন ৩৬ বছর বয়সী রানী। অন্তত পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে হলেও রানী মুখার্জির ধূমপান ছেড়ে দেওয়া উচিত। কবে তাঁর ভেতর এই বোধোদয় হয়, সেটাই এখন দেখার...
[…]

Entertainment Image
Entertainment Image

দেব-প্রসেনজিৎ কেন্দ্রীয় শহীদ মিনারে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব ও প্রসেনজিৎ। একুশের প্রথম প্রহরে গত রাত ১২ টায় ১০ মিনিটে শহীদ মিনারে হাজির হন এই দুই সুপারস্টার।এ সময় উপস্থিত জনতার মাঝে হাজারো ক্যামেরা বন্দি হন তারা। উপস্থিত গণমাধ্যম এবং জনতার মাঝে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল বুম্বা দা ও খোকাবাবু কে।
মধ্যরাতে দেব তার ফেসবুকে প্রসেনজিৎ সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘আজ ২১ শে ফেব্রুয়ারি/ মনের মাঝে নতুন দিনের আশা ../ তোমার দেশ, আমার দেশ সঙ্গে বাংলা ভাষা’।মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতার প্রথম বাংলাদেশ সফর। দেব, প্রসেনজিৎ ছাড়াও মমতার সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন গৌতম ঘোষ, মুনমুন সেন, নচিকেতাসহ পশ্চিববঙ্গের রাজনীতিক, ব্যবসায়ীদের ৩৬ সদস্যের একটি দল।
[…]

Entertainment Image
Entertainment Image

আমার ভাষার চলচ্চিত্র উৎসব শুরু

প্রতিবছরের মতো এবারও ভাষাশহীদদের স্মরণে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই উৎসব শুরু হয়েছে।
বাংলাদেশের দর্শকদের কাছে দুই বাংলার স্বর্ণালি ও সমকালীন যুগের চলচ্চিত্রকে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলা ভাষার চলচ্চিত্রকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই উৎসব শুরু হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ১৪তম আয়োজন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে। ছয় দিনব্যাপী এই উৎসবের প্রতিদিন সকালবেলার প্রদর্শনীটি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদকে উৎসর্গ করা হয়েছে।
উৎসবের প্রথম দিনে গতকাল দিনের বিভিন্ন সময়ে মাটির ময়না, নরসুন্দর, পরশপাথর, মেঘে ঢাকা তারা ও জাতিস্মর চলচ্চিত্র
প্রদর্শিত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রদর্শিত হবে তারেক মাসুদের মুক্তির কথা, সোনার বেড়ি ও ইউনিসন। দুপুর সাড়ে ১২টায় ঋত্বিক ঘটকের অযান্ত্রিক, বেলা সাড়ে তিনটায় শহিদুল ইসলাম খোকনের ঘাতক ও সন্ধ্যা সাড়ে ছয়টায় কৌশিক গাঙ্গুলীর অপুর পাঁচালি প্রদর্শিত হবে।
[…]

Entertainment Image
Entertainment Image

এপার-ওপার সিনেমা বিনিময়

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসেন টালিগঞ্জের একঝাঁক তারকা। তাদের কয়েকজন ২১ ফেব্রুয়ারি বিএফডিসিতে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক,শিল্পীসহ কলাকুশলীদের সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন।এতে জানা গেছে তাদের মধ্যে ঢাকা-কলকাতার চলচ্চিত্র বিনিময়সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে।
আরো জানা গেছে,কলকাতার শিল্পীদের পক্ষ থেকে ঢাকা-কলকাতার মধ্যে সিনেমা আদান-প্রদানের বিষয়ে একটি প্রস্তাবনা আসে । এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এখনো বাংলাদেশের চলচ্চিত্র কারিগরিভাবে পুরোপুরি ডিজিটাল হয়নি, এখনো যেহেতু বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই এখনই চলচ্চিত্র বিনিময় সম্ভব নয়।
তবে এখন পরীক্ষামূলকভাবে বছরে দুটি সিনেমা বিনিময় করবে ঢাকা-কলকাতা। এ বিষয়ে একটি মনিটরিং কমিটি কাজ করবে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদের নেতৃত্বে।
আলোচনাসভায় আরো বলা হয়, দুই দেশে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করা হবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রতি বছর দুই বাংলায় দুটি চলচ্চিত্র উৎসবের আয়োজনের বিষয়েও একমত হয়েছেন।
বাংলাদেশের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সহসভাপতি সোহানুর রহমান সোহান,পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান,চিত্রনায়ক জায়েদ খানসহ বাংলাদেশ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকই। আরও উপস্থিত ছিলেন বিএফডিসির এম ডি হারুন অর রশিদও । অন্যদিকে কলকতার উপস্থিত ছিলেন প্রসেনজিৎ,চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষসহ আরো অনেকে।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এ প্রসঙ্গে বলেন,‘তারা আমাদের দেশের অতিথি। তাই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। এ সময় বছরে দুটি সিনেমা আদান-প্রদান করার কথাও বলা হয়েছে। এ ছাড়া দুই দেশে বছরে দুটি উৎসবও হবে।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন,‘প্রাথমিকভাকে ওদের সঙ্গে আলাপ করেছি। তবে আমরা সর্বত্র চেষ্টা করব আমাদের ঢাকাই চলচ্চিত্রের উন্নয়নের। আমাদের চলচ্চিত্রের মান ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ আমরা করব না।...
[…]