দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়ে গেল সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদির নারীদের নানা প্রতিকূলতার মধ্যেও এবার সেরা নির্মাতা হলেন একজন নারী।
হানা আল-ওমায়ের নামক এই নির্মাতা তার ‘কমপ্লেইন’ সিনেমাটির জন্য এ বছর গোল্ডেন পাম ট্রি পুরস্কার অর্জন করেন। সিনেমার কাহিনিটি একজন হাসপাতাল কর্মীকে নিয়ে যে তার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এভাবেই সিনেমাটি এগিয়ে যায়।
অন্য এক নারী নির্মাতা, শাহাদ আমিন ড্রামা বিভাগেই ‘আই অ্যান্ড মারমেইড’ সিনেমাটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, সৌদি আরব এমন একটি দেশ যেখানে নারীরা সিনেমা পরিচালনা করা দূরে থাক, গত বছরই প্রথম ভোট দেয়ার অধিকার লাভ করে। এমনকি নারীদের পুরুষ অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিতে হয় কোথাও যাবার সময়, তা স্কুল বা হাসপাতালই হোক না কেন।