Entertainment Image

শাহরুখ খান অর্থ উপার্জন করেছেন যে নয় উপায়েবলিউডের বাদশাহ শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা হিসেবে ধরা হয়। আসুন জেনে নেই তিনি যে নয় উপায়ে অর্থ উপার্জন করেছেনঃ

১। উদ্ভাবনী ধারনা:

-একটি নতুন চলচ্চিত্র যখন মুক্তি দেওয়া হয়, প্রচারমূলক কার্যক্রম বাজেটের একটি বিশাল অংশ রেখে দেন।
-ছুটে বেড়ান শহর থেকে শহরে। উপস্থিত হোন সংবাদ সম্মেলনে।
-এই প্রচারমূলক কার্যক্রম তাঁর ফিল্ম এর সাফল্যের জন্য অন্যতম মূলমন্ত্র।

২। নামের উপস্থাপনাঃ

-যতদিন গিয়েছে নিজেকে তিনি একজন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
-কোন পণ্যের এ্যাড করলে সেটির নাম হয়ে গিয়েছে "ব্র্যান্ড শাহরুখ"।
-ট্যালকম পাউডার থেকে ফেয়ারনেস ক্রিম এমনকি কোমল পানীয় কিছুতেই এ্যাডভারটাইজমেন্ট জগতে তাঁকে কেউ হারাতে পারে নি।

৩। স্যাটেলাইট স্বত্ব বিক্রীঃ

ব্র্যান্ডিং আর মার্কেটিং জিনিসটা সম্ভবত তাঁর কাছে থেকেই শেখা উচিত। কারণ তিনি ভালভাবেই জানতেন একটি বিরাট অংশ ম্যাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পারে না। কিন্তু এটি যদি টিভিতে প্রচারিত হয় তবেঁ সব মানুষই দেখবে। অনেক শর্ত দিয়েও এই স্যাটেলাইট স্বত্ব থেকে বেশ মুনাফা করেন তিনি। 

৪। বিয়েতে নাচানাচিঃ

কোন একটি ফ্যামেলি অনুষ্ঠানে কোন ফিল্ম স্টার নাচবেন এটা সহজে কল্পনা করা যায় না। অথচ শাহরুখ খান এ থেকে অনেক অর্থ উপার্জন করেছেন।

৫। মার্কেটিং কৌশলঃ এখানে তিনি সবসময় অদ্বিতীয়। ছবি মুক্তির আগে ও পরে তিনি এত সংবাদ সম্মেলন, টিভিতে স্বাক্ষাতকার দেন যে সবার আকর্ষণ পেতে সমর্থ হোন। 

৬। বুদ্ধিমান বিনিয়োগকারীঃ এখানেও তিনি অতি সুচতুরভাবে বিনিয়োগ করেন। আইপিএল টিম বা প্রোডাকশন হাউজ রেড চিলিস এর প্রকৃষ্ট উদাহরণ।

৭। লাভের শেয়ারঃ

অনেক ফিল্মের লাভের শেয়ারও তিনি পেয়ে থাকেন। গুজব আছে বিশাল ভরদায়াজ এর সিনেমার লাভের ৬০% তিনি পেয়ে থাকেন। 

৮। টিভি শোঃ

যার শুরুটাই টিভিতে তিনি তো টিভি শো থেকেই কোটি কোটি টাকা কামাবেনই।

৯। জ্ঞানের তৃষ্ণাঃ

তিনি প্রচুর বই পড়তে ভালোবাসেন। এমনকি তিনি নিজ ছেলেমেয়েদেরকে নিজে পড়ান। তাঁর এই জ্ঞান বিভিন্ন কাজে ব্যবহার করে অর্থ উপার্জন অনেক সহজ হয়েছে।