Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন চৌধুরী

১০ বছর আগে

সবুজ ব্যথা

 

এদ্দিন- একটি বারের জন্য ও বাড়ির পথটা মাড়াইনি 
অসূর্যম্পশ্যার গায়ে যদি এতটুকু অপ্রিয় আঁচড় লাগে !
বিলুপ্ত ব্যসনে বৈরাগ্য জীবন
অভ্যস্ত হয়েছি সেও প্রায় বছর খানেক হবে ।
ধূলি-তাপে গড়াগড়ি খাই মার্জিত পাপে 
গলাধঃকরণ করেছি যত অনীপ্সিত
নীল ব্যথা-লাল ব্যথা-হলুদ ব্যথা !

কুহেলিকায় ঢেকেছো তুমি নিজের মুখ 
কি লজ্জা ! সে যে কি ভীষণ লজ্জা !
কারে বলি ! কিভাবে বলি !
এত সহজেই কি সংক্রামিত হয় জীবনের যত পাপ ?
কি জানি হয়তোবা হয়---।

আমাদের কিন্তু একটা হিরন্ময় অধ্যায় ছিল 
অধশ্চৌর যে সিঁধ কেটেছে অবেলায় !
লোভিত শৈলীতে লীন হয়েছো ,হতে পেরেছো 
কেটে গেছে হয়তো মদিরাক্ষীর বুকে প্রণয়ের মদির রাত !
কি অভিধায় বলো অর্চনা করি তোমায় ?
বিমূঢ় হই ,মিইয়ে যাই অবিমৃষ্য অভিসন্তাপে 
যবনিকা টেনেছিলাম সে হিরন্ময় অধ্যায়ের 
সে কি নির্ভেজাল ক্ষোভে ক্ষোভে !

তোমার আঙ্গিনা আবার সুশোভিত আজ 
নীল বাতি-লাল বাতি –হলুদ বাতি 
কেন জানি ওরা আমায় জিভ দেখায় ---।
অবিশ্রুত আমি ,অজাগল স্তনের মতো 
বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল !  

০ Likes ১৪ Comments ০ Share ১২৮৮ Views

Comments (14)

  • - মাঈনউদ্দিন মইনুল

    জীবন ও স্বপ্নের সাবলীল কাব্যিকতায় সুন্দর একটি লেখা।

    দৃষ্টান্তগুলো সুন্দর.....

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    অনেক অন্নেক ধন্যবাদ আপনাকে মাইনুল ভাই, কবিতাটি পড়ে আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য। বেশ ভালোও লাগলো আপনাকে আমার ব্লগ ঘরে পেয়ে। ভালো থাকুন ভাই সতত।

    - সনাতন পাঠক

    আপনার লেখা খুব পজেটিভ, ভালো লেগেছে

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      আপনার ভালো লেগেছে জেনে আমারও বেশ ভালো লাগছে। অশেষ ধন্যবাদ আপনাকে ভাই/আপু রোদ ছায়া, কবিতাটি পড়ার জন্য। অনেক অনেক ভালো থাকুন।

    Load more comments...