Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

ক্যামন ভালবাসা খোঁজ !

 
ক্যামন ভালবাসা খোঁজ তুমি
রক্ত মাংসের নোনা শরীরে !
অস্থির কামনার অদ্ভূত বিষ ঢেলে ঢেলে
রোয়ে দিয়ে যাও যত বিশুদ্ধ ক্লেদের বীজ।
ঝাঁপি খুলে দেখো
বার বার দেখো
শ্রাবণে'র রঙে ভিজে যায় কিভাবে
অন্তঃসলিলা নদী'র আবেগী আঁচল !
কি অনীপ্সিতভাবেই না গিলে ফেলি যত উৎপীড়ন
অনেকটা বিচ্ছিরি বিস্বাদে !
 
তোমার ছাঁচের আদলে জৌলুস ছড়াতে পারিনা
একটুও না ,
তাইতো গ্রাস করে আমায় অবিরাম
অস্বস্তির কাল গ্রীবা ।
মনের যত উদ্বেলিত সুখ
ওরা আজ ভীষণ ম্রিয়মাণ প্রায়।
তুমি ঝাঁপি খুলে দেখো
বার বার দেখো
অন্তর্মাধুর্যে ভরপুর ভালবাসার আকাশটা
কতটা নীল ছিল !
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ঘাস ফুল

    আপনার মহেশখালী যাওয়ার ভ্রমণ কাহিনী পড়লাম আর জানলাম কেন আপনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারেন নাই। বিজয়ী হওয়ার জন্য আবারও অভিনন্দন বাসুদেব দা। 

    • - বাসুদেব খাস্তগীর

      ধন্যবাদ ঘাসফুল। আপনাকে ও অভিনন্দন  শুভেচ্ছা।

    - সকাল রয়

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

কিশোরে'র বস্ত্রহরন ও হ্যামিলিওনের বাঁশিওয়ালা

 
চারিদিকে পুলিশ আর সংবাদকর্মীদের ভিড় ।সেই সাথে উৎসুক জনতা লোকটাকে ঘিরে রেখেছে। কেউ বলতে পারছেনা কিভাবে কি হল। দু'ঘন্টা আগেও লোকটাকে পার্কে'র ভেতরে অনেকেই দেখেছে। লোকটা'র নাম ডেভিড। বয়স চল্লিশোর্ধ হবে। ইটালিয়ান বংশোদ্ভূত ডেভিড বছর দশেক আগে জার্মানীর বার্লিনে এসে বাস করছে। পরিবার বলতে তার কেউ ছিল কিনা কে জানে তবে বেশ অমায়িক ,আন্তরিক এবং প্রিয়ভাষী। কথার যাদুতে সহজেই বশ করে ফেলত মানুষকে। বিশেষ করে কিশোর'দের কাছে বেশ প্রিয় হয়ে উঠল ডেভিড । প্রতিদিন পার্কে ডেভিডের সাথে গল্পের আসর জমতো কিশোর'দের । বিকেলে'র সময়টা কেটে যেতো মন্ত্রমুগ্ধের মত। এভাবে প্রতিদিন'ই বাড়তে লাগল কিশোরদে'র সংখ্যা। প্রথম প্রথম ওরা বাবা বা মা'র সাথে আসত ডেভিডের গল্প শুনতে।কিছুদিন পর একাই আসতে শুরু করলো ওরা।
 
কাইজার ষ্ট্রীটের ৮৭ নম্বর বাড়ীতে পাঁচ তলায় থাকে ডেভিড। পাশেই টেম্পেলহোফ পার্ক। তার ফ্লাট থেকে পুরো পার্কটাকে'ই দেখা যায়। ডেভিড তার নিজের ফ্ল্যাটে একাই থাকে। সে কখনও ধূমপায়ী বা মদ্যপায়ী ছিলনা বিধায় সব বাবা মা'রাও আশ্বস্ত ছিল যে ডেভিডের সংস্পর্শে ছেলেদে'র নষ্ট হবার সে রকম কোন সম্ভাবনা নাই। ওরা ওদের সকল সমস্যা অনায়াসে তার সাথে শেয়ার করতে পারত। ডেভিড কিভাবে জানি সব সমস্যা'র একটা সহজ সমাধান বের করে দিত। কিশোরদের মধ্যে যারা নিয়মিত ছিল তারা হলো মাইকেল ,স্টিভ ,রোলান্ড ,জন ,মাটিন ও পিটার।ওরা সবাই প্রায় সমবয়সী ,আনুমানিক চৌদ্দ থেকে পনের হবে। সেন্ট জোসেফ স্কুলে ক্লাস এইটে পড়ে।
 
এভাবেই কেটে যাচ্ছিল দিন। হঠাৎই একদিন ডেভিড বলল ,
আমার বাসায় আমি তোমাদের দাওয়াত করতে চাই।
বালকরা বলল ,
তাহলেতো খুব মজা হয়
ডেভিড বলল,
কিন্তু সমস্যা হলো আমার বাসায় জায়গা খুব কম।... continue reading
Likes ২১ Comments
০ Shares

Comments (21)

  • - ঘাস ফুল

    রাখে আল্লাহ্‌ মারে কে। সৎ মা গ্রেটেল এবং হ্যানসেলকে মারার ফন্দি করে তাদের বাবার অনিচ্ছা সত্ত্বেও বনে রেখে এলো। প্রথমবার হ্যানসেলের বুদ্ধিতে আবার বাড়ি ফিরে এলেও দ্বিতীয়বার আসতে পারলো। ডাইনির হাতে ধরা খেল তার গ্রেটেলের বুদ্ধিতে সেখান থেক রক্ষা পেল। ফিরে এলো ডাইনীর ওখানে রাখা বেশ কিছু মণিমুক্তা নিয়ে। তাই দিয়ে এখন তারা সুখের জীবন কাটাচ্ছে। সৎ মা নিজে সুখি হতে যেয়ে বাচ্চা দুটোকে মারার ফন্দি করেছিল অথচ সে নিজেই মরে গেলো। স্বার্থপরতার শিক্ষা আল্লাহ্‌ হাতে নাতেই তাকে দিয়েছে। 

    আপনার গতবারের অনুবাদের চেয়ে এটা ভালো হয়েছে। তবে আরও ভালো হতে পারতো যদি পানি বাক্য গঠনে এবং শব্দের গাঁথুনিতে আরও একটু বেশী মুন্সিয়ানা দেখাতে পারতেন। তবে অনুবাদের বিষয়বস্তু ভালো লাগলো। ধন্যবাদ সোহেল। 

    • - শেফালী সোহেল

      গুরুত্বপূর্ন উপদেশ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ।

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

বাসন্তী পূর্ণিমায় নক্ষত্রদল

 
 
কোথায় আছিস তোরা?
মনে আছে তোদের
সেই বাসন্তী পূর্ণিমা'র উতলা আহ্বানে
এলোমেলো অনুভূতিগুলোর অদ্ভূত আলোড়ন?
জোছনার প্লাবনে ভেসে ভেসে যেতো
দুর্বিনীত নক্ষত্রদলের চন্দ্রভুক খেয়ালী মন।
কি এক অজানা আকর্ষণে স্পষ্টভাবে দাগ কেটে যেত বিবাগী স্বপ্নেরা!
 
আমি কবিতার খাতা খুলে কি বিপর্যস্তই না হতাম
তোদের সূচালো হাসির দাপটে আমার আর কবি হওয়া হয়নি!
তবে আমার পাঁশুটে মুখখানা দেখে দেখে
কেউ একজন নিপুণ কবি হয়ে গিয়েছিল
মনে আছে তোদের?
অনীপ্সিত ভাবেই আমি সেই কবি'র নির্গলিত প্রেমে
একটু একটু করে ঘনীভূত হচ্ছিলাম!
কিন্তু আচম্বিতে'ই আদৃত হলাম সোনার চাবির গোছায়
নাহ কিছুই হলোনা আমাকে দিয়ে!
 
সেই থেকেই কোথায় যে ছিটকে গেলো সবাই 
কোথায় যে ছিটকে গেলাম আমি!
 
আজও আমার হৃদয় কপাটে খুব সচেতনভাবে কড়া নাড়িস তোরা
বাসন্তী পূর্ণিমাগুলোতে এখনও আমি স্মৃতির প্রদীপ জ্বালাই
খুঁজি ফিরি প্রতিভাসিত সেই প্রিয় নক্ষত্রগুলো'কে
বলতো কোথায় আছিস তোরা?
আমারেও কি এভাবে ভাবিস?
 
 
continue reading
Likes ১৬ Comments
০ Shares

Comments (16)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    অসাধারণ সুন্দর লাগল কবিতা/ গানের কথা

    একুশের শুভেচ্ছা রইল-

     

     

    • - বাসুদেব খাস্তগীর

      আপনাকে ও শুভেচ্ছা ,অভিনন্দন। ভালো থাকুন।

    - সুখেন্দু বিশ্বাস

    শাপলা ফোটা দীঘির জলে
    দোয়েল ডাকা গাছের ডালে-
    আমার দু:খের বর্ণমালারে । এ আমার বাংলাদেশ-

     

    দেশের গান দারুণ লেগেছে দাদা।

     

    শুভকামনা সতত   

    • - বাসুদেব খাস্তগীর

      আপনার ভালো লাগাতেই আমার পরিতৃপ্তি দাদা।

    - কে এম রাকিব

    বেশ লিখেছেন।

    ভালা লাগা জানবেন।

    শুভকামনা

    • - বাসুদেব খাস্তগীর

      আপনার জন্যও রইলো আমার শুভ কামনা। একুশের অভিনন্দন।

    Load more comments...

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

একটি ভ্রুনের আর্তনাদ

তোমার সবুজের তলে শীতল হতে চেয়েছি পৃথিবী,ভীষণ চেয়েছি ।সকালের সোনারোদ মেখে মেখে ভেবেছি সোনেলা হবো ,গোধূলী'র রঙে নিজেরে বিলাবো। চাঁদের গন্ধে আমি উতলা হবো ,ভীষণ উতলা। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে নরোম মৃত্তিকার কোলে সুখের নিচোল ভাসাবো, তোমার কানে কানে এমনটাই বলেছিলাম পৃথিবী। তুমি আমাকে স্বাগত জানাবে বলে নিজেরে অবিমিশ্র আবেগে প্রস্তুত করছিলাম। কিন্তু তোমার বুকের জমিনে'র ক্ষুদ্রতা আমি টের পাইনি ,টের পাইনি আমি ,যে তোমার বুকে বাস করে অনুভূতিহীন কিছু জীব।
 
আমাকে পৃথিবীতে আনবে কিনা এনিয়ে প্রতিনিয়ত দুটো মানুষের কি সুতীব্র লড়াই। আমি কত বার কেঁপে কেঁপে ওঠেছি কিন্তু ওরা কি আমায় উপলব্দি করেছে? মা'র সাফ কথা সে আমাকে ,আমার অস্তিত্বকে মেনে নেবেনা কোনভাবেই না। তার ক্যারিয়ারে'র দাপটে ,আর ফিগার সচেতনতা'র দাপটে আমার উপস্থিতি বড্ড ম্লান হয়ে গেছে। আজ বিপরীত লিঙ্গ হলে হয়ত মা তার সিদ্ধান্ত বদলাতো এমটাই উপলব্দি করেছি। সম লিঙ্গের হয়েও মা আমার লিঙ্গকে সচেতনভাবে ঘৃণা করছে ।আমার লিঙ্গ আজ বড় বেশি লজ্জিত ,বড় বেশি অপমানিত পৃথিবী। দেখলাম আমার বিদায়ে'র ছাড়পত্র নিয়ে এসেছে ,আমার বলি চড়ানো হবে বলে।
 
মা কি সত্যিই এমন হয় ?আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে পৃথিবী। গুমরে মরা কান্নার শব্দ মা কি শুনতে পায়না? আমি কি তার আকাশটাকে আলোয় আলোয় ভরে দিতাম না? তার সকল ক্লান্তি মুছে আমি কি তাকে শীতল করে দিতাম না ?কি জানি অনুভূতির আলিঙ্গনে এতটুকু জড়ায়নি সে আমায়। কত রাত আমি ভেবেছি এই বুঝি সে আমায় একটু আলতো করে ছুঁয়ে দিলো! না সে আমাকে সহ্যই করতে পারেনি। প্রতিটা মুহুর্তে মনে হয়েছে আমি বুঝি গলার কাঁটা হয়ে বিঁধে আছি। না, আমি চাই না --এভাবে আমি তোমার বুকে আসতে... continue reading
Likes ১৮ Comments
০ Shares

Comments (18)

  • - ঘাস ফুল

    বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু সহ সকল গুণীজনের মৃত্যুদিবসে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। 

    এটা খুবই দুঃখ জনক সত্যেন্দ্রনাথ বসু নোবেল পান নাই আর স্যার জগদীশ চন্ত্র বসু বেতার আবিস্কারকের স্বীকৃতি পান নাই। অনেক ধন্যবাদ নুরু ভাই। 

    • - নূর মোহাম্মদ নূরু

      ধন্যবাদ ঘাস ফুল ভাই
      শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
      কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক এবং
      বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ
      সত্যেন্দ্রনাথ বসুর ৪০তম মৃত্যুবার্ষিকীতে
      শ্রদ্ধা নিবেদনের জন্য

    - পিপীলিকা
    • - নূর মোহাম্মদ নূরু

      অসংখ্য ধন্যবাদ পিপিলিকা
      বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ
      সত্যেন্দ্রনাথ বসুসহ  অন্যান্য সকল
      গুণীজনের মৃত্যুবার্ষিকীতে
      শ্রদ্ধা নিবেদনের জন্য

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

তোমাতে আমি অন্তর্লীন

 
ঘন সন্ধ্যার বুক চিরে
নেমেছে নিভাঁজ জ্যোৎস্না'র আগুন
পুড়েছি আমি
উহ্ কি ভীষণ পুড়েছি !
স্বর্গের শৈলী যেন পরতে পরতে ছড়িয়ে দিয়েছো তুমি
ঊষর বুকের জমিনে আঁচড় কেটে যায় যত
সবুজের নির্লিপ্ত খোয়াব ।
 
হেলায় যদি ভেসে যায় কখনও হেঁয়ালি চাঁদ
যদি মুষড়ে যাই কখনও বিদগ্ধ যাতনায়
আমি জানি ,
ঠিক সেদিনও তুমি আপন অভিধায়
জড়াবে আমায় সুখের আলিঙ্গনে ,
মুছে দেবে যত বিশুদ্ধ বেদনার দাগ ।
 
কি জানি ,
ধরা'র যত জরা কেন জানি স্পর্শ করেনা তোমায় !
ঘুরপাক খাওনা কোন অস্বস্তির ধুম্রকুন্ডলীতে ,
প্রেয়সী'র খোলা চুলের গন্ধে
নীল প্রজাপতিগুলো সময় -অসময়ে কড়া নাড়ে 
গোপন অভিমানের আলোড়নে কতটা ঝলসে যাও তুমি প্রিয়
ভেবেছি দেখবো !
না পারিনি
তুমি কেমন যেন ধ্রুব
কেমন যেন স্নিগ্ধ
কেমন যেন তুমি !!!!!!!
 
সুখের প্রতিভাসে আমি নির্বিঘ্নে ভাসি
কখনও হাসি
কখনও কাঁদি ----।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - ইকবাল মাহমুদ ইকু

    ভালো লিখেছেন্‌,... ভালো লাগলো 

    মানুষের তরে মানুষই আমরা প্রত্যেকে আমরা পরের তরে

Load more writings...