Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

ক্যামন ভালবাসা খোঁজ !

 

ক্যামন ভালবাসা খোঁজ তুমি

রক্ত মাংসের নোনা শরীরে !

অস্থির কামনার অদ্ভূত বিষ ঢেলে ঢেলে

রোয়ে দিয়ে যাও যত বিশুদ্ধ ক্লেদের বীজ।

ঝাঁপি খুলে দেখো

বার বার দেখো

শ্রাবণে'র রঙে ভিজে যায় কিভাবে

অন্তঃসলিলা নদী'র আবেগী আঁচল !

কি অনীপ্সিতভাবেই না গিলে ফেলি যত উৎপীড়ন

অনেকটা বিচ্ছিরি বিস্বাদে !

 

তোমার ছাঁচের আদলে জৌলুস ছড়াতে পারিনা

একটুও না ,

তাইতো গ্রাস করে আমায় অবিরাম

অস্বস্তির কাল গ্রীবা ।

মনের যত উদ্বেলিত সুখ

ওরা আজ ভীষণ ম্রিয়মাণ প্রায়।

তুমি ঝাঁপি খুলে দেখো

বার বার দেখো

অন্তর্মাধুর্যে ভরপুর ভালবাসার আকাশটা

কতটা নীল ছিল !

 

Likes Comments
০ Share

Comments (4)

  • - ঘাস ফুল

    আপনার মহেশখালী যাওয়ার ভ্রমণ কাহিনী পড়লাম আর জানলাম কেন আপনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারেন নাই। বিজয়ী হওয়ার জন্য আবারও অভিনন্দন বাসুদেব দা। 

    • - বাসুদেব খাস্তগীর

      ধন্যবাদ ঘাসফুল। আপনাকে ও অভিনন্দন  শুভেচ্ছা।

    - সকাল রয়