Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

বাসন্তী পূর্ণিমায় নক্ষত্রদল

 

 

কোথায় আছিস তোরা?

মনে আছে তোদের

সেই বাসন্তী পূর্ণিমা'র উতলা আহ্বানে

এলোমেলো অনুভূতিগুলোর অদ্ভূত আলোড়ন?

জোছনার প্লাবনে ভেসে ভেসে যেতো

দুর্বিনীত নক্ষত্রদলের চন্দ্রভুক খেয়ালী মন।

কি এক অজানা আকর্ষণে স্পষ্টভাবে দাগ কেটে যেত বিবাগী স্বপ্নেরা!

 

আমি কবিতার খাতা খুলে কি বিপর্যস্তই না হতাম

তোদের সূচালো হাসির দাপটে আমার আর কবি হওয়া হয়নি!

তবে আমার পাঁশুটে মুখখানা দেখে দেখে

কেউ একজন নিপুণ কবি হয়ে গিয়েছিল

মনে আছে তোদের?

অনীপ্সিত ভাবেই আমি সেই কবি'র নির্গলিত প্রেমে

একটু একটু করে ঘনীভূত হচ্ছিলাম!

কিন্তু আচম্বিতে'ই আদৃত হলাম সোনার চাবির গোছায়

নাহ কিছুই হলোনা আমাকে দিয়ে!

 

সেই থেকেই কোথায় যে ছিটকে গেলো সবাই 

কোথায় যে ছিটকে গেলাম আমি!

 

আজও আমার হৃদয় কপাটে খুব সচেতনভাবে কড়া নাড়িস তোরা

বাসন্তী পূর্ণিমাগুলোতে এখনও আমি স্মৃতির প্রদীপ জ্বালাই

খুঁজি ফিরি প্রতিভাসিত সেই প্রিয় নক্ষত্রগুলো'কে

বলতো কোথায় আছিস তোরা?

আমারেও কি এভাবে ভাবিস?

 

 

Likes ১৬ Comments
০ Share

Comments (16)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    অসাধারণ সুন্দর লাগল কবিতা/ গানের কথা

    একুশের শুভেচ্ছা রইল-

     

     

    • - বাসুদেব খাস্তগীর

      আপনাকে ও শুভেচ্ছা ,অভিনন্দন। ভালো থাকুন।

    - সুখেন্দু বিশ্বাস

    শাপলা ফোটা দীঘির জলে
    দোয়েল ডাকা গাছের ডালে-
    আমার দু:খের বর্ণমালারে । এ আমার বাংলাদেশ-

     

    দেশের গান দারুণ লেগেছে দাদা।

     

    শুভকামনা সতত   

    • - বাসুদেব খাস্তগীর

      আপনার ভালো লাগাতেই আমার পরিতৃপ্তি দাদা।

    - কে এম রাকিব

    বেশ লিখেছেন।

    ভালা লাগা জানবেন।

    শুভকামনা

    • - বাসুদেব খাস্তগীর

      আপনার জন্যও রইলো আমার শুভ কামনা। একুশের অভিনন্দন।

    Load more comments...