Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

বদরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

নাগরিক জীবন

 
এই নগরীর চেনা রাস্তা আজ বদলে গেছে
নতুনত্বের আবহ আজ চারিদিকে
উঁচু উঁচু দালান-কোঠা আর ফ্লাইওভার
নিয়ন লাইটের আলো-
ফাইভ স্টার হোটেলের থার্টি ফার্স্ট না্ইট
জমকালো কর্পোরেট লাইফ।।
জীবন সংগ্রামে আজ সবাই মরিয়া
সোসাইটি, ক্লিন ইমেজ আর আভিজাত্যের লোভে পড়ে
মানুষকে করছে মানুষ টার্গেট??
continue reading

৪১৭

আনমনা

১০ বছর আগে লিখেছেন

"অহর্নিশি ভালবাসি"

শেষ কবে মেঘের পালক দেখে হেসেছিলাম বলোতো?
অথবা একরাশ কাশফুল হাতে দাড়িয়ে ছিলে আমার জন্য। 
তোমায় কাছে যাব বলে প্রখর রোদে এক ছুটে-
শেষ যে কবে ১১টার বাস টা ধরেছিলাম তাও ঠিক মনে পড়ছেনা। 
 
আমার অভিমান তো সেই কবেই ভেঙে গেছে,
তবু অধিকার ফিরে চাই কি করে বল?
ভুলের বোঝার চেয়ে দুখের বোঝাটাই আজ বেশী ভারী লাগছে।
বর্তমান টাকে কিছুতেই সামলাতে পারিনা, খুব ক্লান্ত লাগে।
ভবিষ্যৎ ফেলে আবার কেন যে অতীতের দিকে ছুটছি- কে জানে?
 
আজ আবার সেই ১১টার বাসে চেপে শহর ছাড়ছি,
ভাবছি একবার শেষ বারের মত তোমার কাছে যাব।
কিন্ত,... continue reading

২১ ৪৬৩

আলভিনা চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

চন্দ্রকথা

তুমি ঠিক জানতে,
এক আকাশ জ্যোৎস্না তোমার চোখে মেখে দিতে
চন্দ্রের কোন আপত্তি ছিলো না!
অথচ তুমি ফিরে তাকাওনি সেদিকে...
অহেতুক দাম্ভিকতায় নির্লজ্জের মত চেয়ে বসেছিলে পূর্ণ চন্দ্রটাকেই!
আজ দ্যাখো, নিস্তব্ধ রাত্রির প্রতিদিনকার আনাগোনা তোমার চোখের তারায়।
অনন্ত অভিমানী চাঁদ তোমার উঠোন মাড়ায় না ব হু কা ল !
continue reading

৩১ ৪১৬

শ্রেয়সী

১০ বছর আগে লিখেছেন

ব্যক্তিগত জীবন

আমি জানি, তুমি শুধুই আমার জন্য এসেছিলে।
আমিও।
অথচ, সম্পর্কের নিরিখে ‘ব্যক্তিগত’ শব্দটা-
আভিধানিক হওয়াই উচিৎ ছিলো।
অজান্তেই তুমি-আমি-আমাদের স্বপ্ন-প্রেম-শরীর
পাশাপাশি অস্পৃশ্যের মত হেঁটে গেছে।
আমাদের মরণ নেই। মালিন্য নেই। শুধু সত্যের ধূসরতা।
মিথ্যের আবরণ।
পরস্পরকে ছোঁয়ার ছুতোয় আমাদের জন্ম।
তারপর থেকে, শুধুমাত্র নিজেদের জন্যই
আমরা পরস্পরকে ছাড়া অনেক নক্ষত্র যুগ বেঁচে আছি।।
continue reading

১৮ ৪৬১

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

শুরু করে দিও

আমি ঘুমিয়ে গেলে
আমায় ডেকোনা
তুমি ই না হয় শুরু করে দিও।
সেই সুর সেই গানে ভুবন মাতিয়ে দিও।
বেহুলা লক্ষ্মীন্দরের নিভে যাওয়া দ্বিপ
তুমি জ্বালিয়ে দিও।
তবু আমার অপেক্ষায় থেকো না।
হয়তো আমি ঘুমের ভান করে চলে গেছি
সেই অনন্ত প্রশান্তিলোকে ,
যেখান থেকে আর কেউ ফেরেনা, ফেরা যায়না।
আমি ভোরের তাঁরা হয়ে তোমাকে
পথ দেখাবো, পুকুর ধারের হাস্না হেনায় সুবাস ছড়াবো
উর্বশী তোমার টলমলে ছায়া হবো।
তুবুও আমার অপেক্ষায় থেকো না
তুমি শুরু করে দিও…
মার্চ ২১, ২০১৩
continue reading

১০ ৪২৪

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

খুনশুটির রোমন্থনে

বহুদিন পরে 
অনুভবের খোয়াবে নয়,  
স্পর্শের কথামালায়    
তোমার চিবুকে ভোরে   
খেলেছে কানামাছি ভোঁ ভোঁ   
দ্বিধাহীন প্রেমে প্রত্যাশিত প্রজাপতি।       
নির্জন করিডোরে ঢেউ উঠে    
অপরূপ খুনশুটির রোমন্থনে;   
ছুঁয়ে যায় ব্যাকুলতা নিশ্চুপে    
নির্মল মুগ্ধতার রেশমী চুলে   
অর্ধেক আভাসে পূর্ণতার উপকূলে।  
১১ নভেম্বর, ২০১৩ ইং
continue reading

১১ ৪৫৮

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

১০ বছর আগে লিখেছেন

কবি তুমি শাস্ত্র ছাড়ো!

কবি তুমি শাস্ত্র ছাড়ো!
ধরতে চাইলে নিজেকে ধরো।
শাস্ত্রের কথায় করো না বন্ধ
মুক্ত চিন্তার নিত্য খোঁড়াক
শাস্ত্রের শিকলে হয়ো না বদ্ধ
ঐ যে নতুন চেতনা-ডাক।
তোমার ভেতর আরেক তুমি
সেখানেই আসল সত্য ভূমি
জীবন যেখানে গোলক ধাঁধাঁ
সেখানে আবার কিসের বাধা
উপেক্ষা করো হুমকি ধমকি
জুজুর ভয় বৈ এ সব আর কি।
কবির কলম লাঙ্গল হয়ে
কাগজ জমিনে ফলায় সোনা
কবির কথাই সত্য ধরে
তৈরি সকল শাস্ত্র-খানা
কবি তুমি শাস্ত্র ছাড়ো
ধরতে চাইলে নিজেকে ধরো।
continue reading

৩৮৬

মাসুম বাদল

১০ বছর আগে লিখেছেন

অপেক্ষমান

বুঝিবা শান্তির দিন আরো সামনে অপেক্ষমান
আরো কিছুদিন পরে-
হয়তোবা সত্যিই শান্তি আমরা পাবো
সেই দিন যে আরো কতোদিন পরে 
আরো কতোখানি সামনে
কতো আগুন আর রক্ত-নদী পেরোলে 
সত্যিই ঠিকঠাক পেয়ে যাবো তার দেখা-
হাতের নাগালে; আমরা তা’ জানিনা 
তবু জানি – সত্যি বলেই জানিয়াছি-
আমরা আলোর পথে চলিয়াছি
জানি –
সামনে আলো রেখে হাঁটলে
পেছনে ছায়ার সারি দীর্ঘ হতে থাকে ...   continue reading

১৪ ৩৬৮

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

আমি এবং শুন্য শহর ..

শুন্য শহর
একলা আমি ঘুরছি কেবল এদিক-ওদিক ,
তিন চাকার এই বিরান পথে
খুঁজছি তারে প্রানান্তরে ,
শুন্য শহর
হেসেই পড়ে লুটোপুটি ;
ডাক দিয়ে কয়-
আয়রে সখি, দুজন মিলে এলে বেলে
পথের মাঝেই হারিয়ে থাকি।
আমার বুকেই জিরিয়ে নিবি,
আমার বুকেই ঘুমিয়ে নিবি নিরিবিলি।
শুন্য শহর সেদিন থেকেই আমার হলো,
অন্তরালের আঁধার চিরে রয়েই গেলো,
তার বাহুতেই গড়ছি তাসের বসত-বাড়ী।
continue reading

২৩ ৪৯২

জামান একুশে

১০ বছর আগে লিখেছেন

পাতা ঝরার আস্ফালন

তুমি বলেছিলে
ঝরে পড়া পাতাকে দেখো
আর মনে করো আমাকে;
পথ যতই মসৃণ হোক না কেন
পাবে অনেক শুস্ক-খসখসে নিশানা।
অথচ ঝরে পড়া শুকনো পাতাকে
আমি উপেক্ষা করতাম প্রতিনিয়তই।
ভাবতাম, এমন কী আছে পাতা ঝরার আস্ফালনে!
আজ সকালে শীতের দৈন্যদশা দেখে
মনে পড়ল
এসেছে বুঝি পাতার ঝরার দিন
শুস্ক বিলাসে ফেটে পড়ার দিন
আর আয়েশ ভরে তোমাকে ভাবার দিন।
মনে পড়ে
এমনই কোন এক ঠোঁট ফেটে যাওয়া শুস্ক ফাগুনে
তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে ছিলে অনলে
আমি বেমালুম উড়িয়ে দিয়েছিলাম
বাড়তি আবেগের ঝরে পড়ার মগ্নতা।
হেলাভরে উপহাসে ম্নান করেছিলাম
আর অবিমিশ্র গৌণ কাতরতায়
ক্ষত-বিক্ষতের বাসা বেঁধেছিলাম
তোমার সুকোমল মননে।
কী অসীম আবেগে নিমজ্জিত করেছিলে নিজেকে!
আর আমি?
ছলছল আর্তনাদে... continue reading

১৫ ৫১৬