Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

আজ যখন হরতাল

চল অবিরাম হাঁটি
হাতটি ধরে পিচঢালা পথে
গুনগুন করে গান গেয়ে
কিংবা কানে হেডফোন লাগিয়ে এফএম শুনে।
চল আজ বাঙ্গালীর পরিচয় দেই
টি-স্টলে চায়ের কাপে ঝড় তুলি
গুষ্টি উদ্ধার করি দেশের রাজনীতির।
চল ক্লান্ত দুপুরে বটবৃক্ষের ছায়ায় বসে
গালগল্পে মাতি।
continue reading

১৪ ৩৭৩

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

সত্তাবিহীন

আজ আমার কোনও সত্তা নেই।।
আমি আজ সত্তাহীন।
আমার রাস্তার আলোয় হুটপুটি করে
হার না মানা সুখ,
আমি তাদের কাছেই সপেছি আমার বুক
হয়ে ভয়হীন।

আজ আমার কোনও সত্তা নেই,
আমি নিরব রাতের পাঁজর কেটে
ডুবে যাই তার ভেতর।
আমার মনটা যে আজ হয় বারে বার নিথর।
আজ আমার কোনও সত্তা নেই
আজ আমার সুখগুলোকে ঘুড়ি করে
দিচ্ছি উড়িয়ে নীল আকাশে।
আমার কষ্টগুলোর নীল প্রকাশে।
আবোল তাবোল লেখার ভেতর
আর তো কিছুই নেই।

আজ আমার সত্তা বিহীন রাতে
আমি কষ্টগুলো এমনি বেঁচে দেই।
আজ আমার কোনও সত্তা নেই।
আজ আমার মনটা... continue reading

৫১৬

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

নিয়তি আমার ...

 
আমি আমাকে ছেড়ে গেলেও নিয়তি আমায় ছেড়ে যায়না ।
আমি কষ্টে নুয়ে গেলেও দুঃখ আমায় সান্তনা দেয়না
আমি উল্লাস করলেও আনন্দ আমায় বুকে টেনে নেয়না।
আমি অপেক্ষায় থাকলেও সময় আমাকে প্রশ্রয় দেয়না
অতএব আমি–
মৃত্যুর সাথে দুরত্ব কমিয়েছি
কেউ না থাক মৃত্যু আমার সব চেয়ে আপন জন
যে আমার জন্য অপেক্ষা করে আজীবন।
জানুয়ারি ১৫, ২০১৩
নোটঃ এটিকে কবিতা ভেবে কবিদের অপমান করার মানে হয়না। অনার্থক চেষ্টা মাত্র।
 
continue reading

১৪ ৬৪৭

আনমনা

১০ বছর আগে লিখেছেন

"সুখের জন্ম যন্ত্রণায়"

 
 
"সুখের জন্ম যন্ত্রণায়"
 
ভাবনাগুলো যদি ঠিক ঠাক ডানা মেলত,
একটা কবিতার জন্ম নিত বহু আগেই।
আমার শব্দেরা যখন কবিতা হতে চায়,
ঠিক তখনই শব্দের ঝড়ে হয় বাক্য বিনাশ।
লিখতে গেলেই বোকা হয়ে যাই,
বাড়তে থাকে প্রসব বেদনার তীব্রতা;
এইতো- আর একটু!
আর একটু পরেই হয়তো জন্ম নিবে একটা কবিতা।
কিন্তু, কোথায়? কবিতার খাতা আমার সাদাই রয়ে যায়,
আর, আমিও আবার বোকা হয়ে যাই।
জন্মদানের সুখ মধুর করে দেয় ভয়ঙ্কর সব যন্ত্রণা,
এমন সুখের আশায়, আমি বার বার বোকাই হতে চাই।
continue reading

১৪ ৩৭৫

নাসরিন চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

এ বেলায় তোমায় জাগাবো না আর !

 
পরখ করতে চাও ? কর তবে
এ বেলায় তোমায়  জাগাবো না আর !
চিরতার বীজ বুনে দিয়ে যেও
সবুজ উর্বর জমিতে
তিক্ত স্বাদে –স্বাদে বুঝে নেবো আমি
ভালবাসা -আহ্ সে যে কি অমৃত !
 
কেটে যাক প্রিয় যত পোষালি প্রহর
আবেগী ঝাঁজে –ঝাঁজে কাঁপবো না একটু ও আমি
মৌন আকাশ এত দুর্বল ভাবো কি ?
গেড়ে বসে পূজবো বুঝি তোমার চরণ !
না,কখনোই না ।
অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবীরে আমি চিনেছি
অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা ,একাকী ।
বুঝেছো কি ? বা বুজতে চেয়েছো কি ?
ঈর্ষায় জ্বলতে চাও ?... continue reading

১৪ ৩৯৪

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

আমি মুগ্ধ মুসাফির ডাকাত হয়েছি!



তোমার গ্রীবাদেশে মুক্তো দানার মত ছড়িয়ে আছে
বিন্দু বিন্দু ঘামের জলকণা
কামুক চোখ সেখানে থেমে আছে অনেকক্ষণ হল,
অস্ফুটে তুমি কিছু বলতেই
চোখ এবার তোমার ঠোট স্পর্শ করল আলতো করে
ময়ূরাক্ষী নদী পেরিয়ে
চোখ তোমার গোপন গহীন বুকে এলিয়ে দিয়েছে তার ক্লান্ত শরীর
তুমিও অবুঝ বালিকার মত খামচে খামচে কামনার শিশিরস্নাত
ভোরের শিউলিগুলো তোলায় ব্যস্ত হয়ে পড়লে,
শিউলির গন্ধ এমন মদির গন্ধ!

পেলব স্বর্ণলতা হয়ে দু হাতে জড়িয়ে
ডাহুক পাখীর মত মুখ গুজে
তুমি নিয়েছ লোনা ঘামের গন্ধ;
... continue reading

২৪ ৪৬৪

ইখতামিন

১০ বছর আগে লিখেছেন

হারিয়েই যাবে যদি.. তবে কেনো এসেছিলে

নাহ..
এখন আর আমাদের চলার পথে দেখা হয়না। আচমকা
ফোনে বা স্কাইপে কথা বলা হয়না এখন আর
আমরা এখন আর চিঠি চালাচালি করিনা
পরোক্ষ ভাবে কেউ কারও খবরও নিইনা আমরা
ফেসবুকে মেসেজ দিয়ে রাখিনা আর
 
এমনটাই যদি চেয়েছিলি.. তবে বন্ধু বেশে হাতটা ধরেছিলি কেনো
ইচ্ছে থাকলেও জানার হয়তো সুযোগ নেই
হয়তো নেই কোনও অধিকার
আমি কি তোর কিছু ছিলাম? ছিলাম কেউ একজন? নাহ..
continue reading

১২ ৬০৫

মাসুম বাদল

১০ বছর আগে লিখেছেন

নদী

আমারই সাথে
হেসে খেলে বেড়ে ওঠা
সোমত্ত মেয়েটির মতো
নদীকেও আসতে
এবং
বইতে দেখেছি
উত্তাল ঢেউয়ে কলতানে
জোয়ারের উদ্দামতায় উচ্ছাসে
আর
বাক দুলিয়ে অন্য গায়ের দিকে মিলিয়ে যেতে
যেমন -
মেয়েটিও আচমকা পালিয়ে গেলো
অন্য পাড়ায় ;
মনে পড়ে কতো ডুব
হাবুডুবু
ডুবে জল খেয়ে নাকানি - চুবানি
অবশেষে শিখেছি সাতার ;
সেই নদী আজ
মরে গেছে
মিশে গেছে চরে,
শুনেছি -
মেয়েটিও ...
continue reading

৩১৫

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

যৌতুক কাব্য

এই যে ভাই, শুনলাম আজকে নাকি আপনার বিয়ে?
টাকা-পয়সা কি নিচ্ছেন কিছু হবু শ্বশুড়কে ফাঁদে ফেলে?
না, না ভাই, কি যে বলেন শিক্ষিত মানুষ আমি
যৌতুকের ধারে কাছেও যে নাই
যৌতুক নিলে মান যাবে যে তখনি।
তাই নাকি! ভালোই বলেছেন, এমন মানুষ কজনেই বা আছে
কনের একখান কপাল বটে আপনার মতো বর পাচ্ছে।
তা বটে, বলেছেন ঠিক বুদ্ধিমানের মতন কথা।
আসলেই ভাই নিচ্ছেন না কিছুই? বিশ্বাস হচ্ছে না কোন মতে
শ্বশুড়ের হাতে দাবী-দাওয়ার ফর্দী দেননি তুলে?
না, না ভাই ও সব লাগে না এ যুগে
শ্বশুড় আমার দিল দরিয়ার মানুষ
কথার আগেই কথা যান যে বুঝে।
শুধু মেয়ের সুখের জন্য তিনি লাখ পাঁচেক টাকা... continue reading

৩৬৩

আনমনা

১০ বছর আগে লিখেছেন

“নীলখাম”

 
“নীলখাম”
 
শক্ত খোঁপায় অনুভূতি গুলো বেঁধে নিলাম,
বুঝতে চাইলে আমার খোঁপার বাঁধন খুলে দিস।
ভুল রেখায় নীল টিপ, মায়ার খেলায় স্পষ্ট।
দেখতে চাইলে টিপের রেখা ঠিক করে দিস।
 
হ্যাঁ- তোর চিঠি পেয়েছি।
এবার ভুল করে সাদা খামে পাঠিয়েছিস;
একটুও অভিমান করিনি, আমি আসছি।
 
তোর দেয়া সেই পুরনো নীল শাড়ীটা পরেছি।
বকের মত সাদা কতগুলো কাঁচের চুড়ি-
একটা নীল খামে চিঠিটা পাঠালেই পারতি।
 
খুব রোদ পড়েছে,
আর কতক্ষণ লাগবে তোর?
তারিখটা ঠিক আছেতো! আমি কী খুব অস্থির?
আচ্ছা- একটা নীল খাম কেনার সময় ছিলোনা বুঝি?
 
সন্ধ্যা নেমে... continue reading

১৭ ৪০৫