Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

একটি নতুন কবিতা জন্মাবে বলে...

জানালার গ্রীল ছোঁয়া ভাঙা -চোড়া রোদ ,গড়িয়ে পড়া সোনালী আলোর বিচ্ছুরণ মায়াবী মেলায় মাতে অস্বচ্ছ কাঁচের উপর । মুগ্ধ চোখে চেয়ে দেখি আলোর মাতলামী । কবিতা -আমি তোমাকে সেই কবেই ভুলে গেছি ।বিশ্বাস হচ্ছে না ?আমি সত্যিই লিখতে ভুলে গেছি । খোলা বারান্দায় গা এলিয়ে দাঁড়ালে উঁকি মারে ঐ দূরের বুড়ো অশ্বথ । খুব নিঃসঙ্গ আর একা দেখায় তাকে । বহুবার জানতে গিয়েছি তার একাকীত্বের কারন , কিন্তু তার গা ঘেঁষে বেড়ে ওঠা বিস্তৃত মনূষ্য জনপদ উত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে । ওভারব্রীজের উপর থেকে তাকিয়ে চোখ বিস্ফোরিত হতে থাকে -এত্তো মানুষ ! সূর্য যখন ঢোলে পড়ে পশ্মিমাকাশে ,কই... continue reading

১২ ৭৬৮

মাসুম বাদল

১০ বছর আগে লিখেছেন

আহত সময়

হে আহত সময়!
আমাকে অন্ধ, মূক ও বধির করে দাও
স্মৃতিরও বিলোপ ঘটাও আমার –
মন ও মগজে
আমি আর স্বপ্ন দেখেও
বিক্ষুব্ধ হতে চাইনা
আমাকে অবসাদ দাও
অবসন্ন মনেও-
আমি আর কোন প্রলাপ
উচ্চারণ করতে চাইনা
জীবন্ত শবের মতো-
আজব জীবন নিয়ে আমি এই বাংলায়
উদ্ভ্রান্ত ঘুরে বেড়াবো দিগ্বিদিক ...
continue reading

৩৩৪

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

ফিরে আসার কাব্য

আকাশ ছুঁয়ে দেখবো বলে স্বপ্ন দেখেছিলাম একদিন
কিন্তু আমি আকাশ ছুঁতে পারিনি
কেননা আকাশ ছুঁয়ে দেখার মতো লম্বা হাত ঈশ্বর আমাকে দেয়নি।
রাতের তারাদের সাথে মিতালী করতে গিয়েও পারিনি
বোবা তারারা শুধু মিটমিট করে জ্বলতেই জানে কিন্তু মিতা কি জিনিস সেটা বোঝে না।
ফুটফুটে এক জ্যোৎস্না রাতে চাঁদকে ভালোবাসতে গিয়েছিলাম কিন্তু দেখি
চাঁদ শুধু আমাকে নয় পরকীয়া করে সে আরও অনেক রাতজাগা মানুষের সাথে
তাই চাঁদকেও আমি আর ভালোবাসতে পারিনি।
তাই আমি আবার ফিরে এসেছি তোমার কাছে
মানবী, তুমিই পার তৃষ্ণার্থ এ বুকটা একটু ভিজিয়ে দিতে।
continue reading

১১৭৬

ইকবাল মাহমুদ ইকু

১০ বছর আগে লিখেছেন

স্তব্ধ রাত্রির রুপোলী চোখে

আমি আর হারাবোনা কোন
স্তব্ধ রাত্রির রুপোলী চোখে
বিরামহীন কোন বর্ষণ মুখর রাত
কেড়ে নিতে চেয়েছিল
আমার সহস্র রজনীর ঘুম।
আমার চোখের পাপড়ি বেয়ে
অনবরত লোনা জল গুলো
হাত বাড়িয়ে স্পর্শ করেছিল
আমার তন্দ্রালু চোখের গভীরতা। 
এই যে এখানে, ঠিক এই
বনের মাঝেই নেমেছিল রোদ,
এই ঘাসহীন ম্রিত্তিকার রুড় কোলে।
বলেছিল বিলিন হয়ে যাওয়া
জোছনা গুলো স্মরণ করে ।
" আবার ফিরে এসো তুমি
এই ছায়াময় বিষাদ বনে " 
বলেছিল, আমার পদচিহ্নে নাকি
আঁকবে সে নক্ষত্র রাতের 
তারা জ্বলা আকাশের মূর্ছনা ।
এই লবণাক্ত চোখের বিষণ্ণতা 
উপলব্ধি করতে চেয়েছিল ।
তবু, আমি আর ফিরবনা এই 
নিরব রাত্রির বিষাদ বনে ।
আমার শুন্যতা মন্থন করে
যদি নিরব অবেলায়,
উদাসী বনের চোখে নেমে... continue reading

৩৭১

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

|| ভালোবাসা হয়তো তোমার নখের ডগায় ! ||

প্রিয় বালিকা,
যাবে কি আমার সাথে?
দেবে কি অনেকটা পথ পাড়ি?
যতোটা পথ পাড়ি দিয়ে
ছুঁতে চেয়েছি তোমায়
অন্তত ততোটা পথ ! 
প্রিয় বালিকা,
ভালোবাসবে কি আমায়?
যতোটা আমি বাসি তোমায় !
ঠিক ততোটা না হলেও তার অর্ধেক !
প্রিয় বালিকা,
আমি তোমার ভিঞ্চি হবো।
তুমি কি ক্যানভাস হবে?
তুমি আমার ক্যানভাস হলে
সেখানে আঁকবো আমার মোনালিসাকে !
প্রিয় বালিকা,
যদি ভালোবাসো তবে হাতটা বাড়াও
আর যদি নাও বাসো তবুও হাতটা বাড়াও
আমি একবার তোমার ও আঙ্গুল ছুঁয়ে দিতে চাই।
প্রিয় বালিকা,
তোমার ঐ আঙ্গুলেই
আমার শেষ ইচ্ছেদের বসবাস।
কারণ
এরপর হয়তো কোন এক ভোরে
সবাই আবিস্কার করবে নশ্বর আমাকে !
কিন্তু আমি বেঁচে রইবো continue reading

৮৬৬

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

কুর্চি এবং শিশিরের গল্প ..

... বুনো শালিকেরা ফিরে আসে না কোনদিন!

পৃথু ভাবে কোন এক সকালে রোদ উঠার সাথে সাথে সে বুনো শালিক হয়ে যাবে;
দুটি পাখা
একটি ঝুটিতে
আমূল বদলে নেবে নিজেকে!
একলা একলা জলডূবি বিলে উড়ে উড়ে
শেষ বিকেলে মিলিয়ে যাবে নৈশব্দে!

কুর্চির আছে এক আকাশ জল
তবু শিশিরস্নাত ভোর প্রতিদিন তাকে নতুন করে কাঁদায়!

... একলা শিশির
শীত হেমন্তে ফোটা ফোটা হয়ে ঝরে যায় অযুত নিযুত লক্ষ বছর ...

কুর্চি এবং শিশিরের গল্প ..
continue reading

৬৮০

রুদ্র আমিন

১০ বছর আগে লিখেছেন

জীবনের গল্প-কবিতা

ভাল লাগা আর ভালবাসার কথা মনে হলেই
কেন জানি চোখের লোনা জল সমুদ্রের জলের মতো
ঢেউ তুলে বেড়ায়……..
কবিতা লিখব মনে হলেই ভাল লাগা আর কষ্টের কথা মনে হয়
চোখের ঘুম হারিয়ে যায় দূর অজনায়,
নিঃসঙ্গ হয়ে যাই, ভুলে যাই নিজেকে নিজের অজান্তে।
ছোট একটি গল্প লিখব তোমায় নিয়ে
কেন জানি সত্য আর মিথ্যার আশ্রয় খুঁজে বেড়াই,
চির সত্য আলো আর আঁধারকে ভুলে।
দেশকে নিয়ে লিখতে চাই
চারিদিক শুধুই আঁধার নেমে আসে,
আমি যে নিজেই দেশকে মায়ের মতো
ভালবাসে পারিনি আজও।
নিজেকে লিখব
কি লিখব ভুলে যাই, আমার তো কোন স্মৃতি নেই,
শুধুই যে... continue reading

৭০০

মিশু মিলন

১০ বছর আগে লিখেছেন

একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা

একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
তখন নদীটি যুবতী, তখন নদীটির মুখে দুকূল ছাপানো লাস্যময়ী হাসি!
মানুষের পূর্বপুরুষেরা নদীটির পুরুষ্টু বুকে
ডুবসাঁতার খেলতে খেলতে থুতু ছিটিয়েছিল!
মানুষের পূর্বপুরুষেরা সীমাহীন কামনার বর্জ্য 
সেঁধিয়ে দিয়েছিল নদীটির কোমল যোনিপথে! 
মানুষের পূর্বপুরুষেরা ভালবাসার কথা বলে
নদীটির গলা টিপে ধরেছিল!
এখন নদীটির মুখে বলিরেখা, এখন নদীটির বুকে বলিরেখা,
এখন নদীটির সারা শরীরে অসংখ্য বলিরেখা!
অথচ স্বর্গের কথিত অন্সপরাদের মতো নদীরও কখনও বুড়ি হবার কথা ছিল না!
এখন এই জনপদে কোন মানুষেরা এসে নদীর কথা শুনলে-
নদীর কাছে ছুটে যাবার জন্য উদগ্রীব হয়।
নদীর পাড়ে হাওয়া খেতে, নদীর বুকে ডুবসাঁতার কাটতে, 
নদীর মায়া সান্নিধ্য পাবার জন্যে-তাদের ভেতরটা আকুলি-বিকুলি করে... continue reading

৫৪৫

‍মোঃ মোসাদ্দেক হোসেন

১০ বছর আগে লিখেছেন

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায়
-মোঃ মোসাদ্দেক হোসেন

ভালবাসি তোমায় তাই নিশ্চুপ প্রহর গুনি
ভালবাসি তোমায় তাই স্বপ্নের বীজ বুনি।
রঙ খুজি ভালবাসার রক্তিম রাঙা গোলাপের, কিংবা জবার-
অনন্ত ঘাসের সবুজ রঙে স্বপ্ন জাগে ফের;
প্রত্যাশার প্রতিটি ক্ষণ জাগ্রত করে আবার।
তুমি আসবে বলেই কত সব করি আয়োজন
তুমি আসবে বলেই এতসব কিছুর প্রয়োজন।
যদি হারিয়ে যাও মেঘের আড়াল হওয়া তারার মত
তুমি আসবে বলেই আমি স্বপ্নে হই রত:; আয়োজন করি ভাবনার
ভালবাসার রঙে রাঙিয়ে দেই আল্পনার আঁকা কল্পনার।
মনের গোপন ব্যথাগুলো উঁকি দেয় তুমি আসবে বলেই
আমের শুকনো মুকুল কুড়িয়ে নেই, খুজি... continue reading

৫২০

শামস রাসিদ শাওন

১০ বছর আগে লিখেছেন

বৃষ্টি এসেছিল

বৃষ্টি এসেছিলো,তবু আমার মন ভিজে নি।
বাসি ভালবাসা,পুরানো উষ্ণতা তোমার ভাল লাগেনি।
থেমে গেছ কাছে আসার আগেই,ভালবাসার আগেই,
বৃষ্টির পরের থেমে থাকা প্রকৃতির মত।
ঝরে যাওয়া মেঘের বোবা কান্না,
মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের অসামর্থ্য টা
ধীরে ধীরে গ্রাস করেছে আমায়।
লুকিয়ে থেকেছি বাধ্য হয়ে, তোমায় বোঝাতে চাইনি।
 
ভালবাসার দাবি নিয়ে কখনও হবনা মুখোমুখি তোমার।
বন্ধু হয়েই পাশে থাকব তোমার-
বৃষ্টির সাথে যেমন বন্ধুত্ব সোঁদা মাটির।
শুধু এই তো সম্ভব আমার দ্বারা,
কারন তুমি যে আমায় বুঝতে পারনি।
continue reading

৫৯৯