Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

স্তব্ধ রাত্রির রুপোলী চোখে

আমি আর হারাবোনা কোন
স্তব্ধ রাত্রির রুপোলী চোখে
বিরামহীন কোন বর্ষণ মুখর রাত
কেড়ে নিতে চেয়েছিল
আমার সহস্র রজনীর ঘুম।
আমার চোখের পাপড়ি বেয়ে
অনবরত লোনা জল গুলো
হাত বাড়িয়ে স্পর্শ করেছিল
আমার তন্দ্রালু চোখের গভীরতা। 

এই যে এখানে, ঠিক এই
বনের মাঝেই নেমেছিল রোদ,
এই ঘাসহীন ম্রিত্তিকার রুড় কোলে।
বলেছিল বিলিন হয়ে যাওয়া
জোছনা গুলো স্মরণ করে ।
" আবার ফিরে এসো তুমি
এই ছায়াময় বিষাদ বনে " 
বলেছিল, আমার পদচিহ্নে নাকি
আঁকবে সে নক্ষত্র রাতের 
তারা জ্বলা আকাশের মূর্ছনা ।
এই লবণাক্ত চোখের বিষণ্ণতা 
উপলব্ধি করতে চেয়েছিল ।
তবু, আমি আর ফিরবনা এই 
নিরব রাত্রির বিষাদ বনে ।

আমার শুন্যতা মন্থন করে
যদি নিরব অবেলায়,
উদাসী বনের চোখে নেমে আসে সিক্ততা ।
তবে ভেবে নিবো, এই ছিল আমার প্রাপ্তি 
আমার বিলিন হয়ে যাওয়া স্বপ্ন গুলোর পূর্ণতা ।

০ Likes ৭ Comments ০ Share ৩৭১ Views