Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

‍মোঃ মোসাদ্দেক হোসেন

৯ বছর আগে লিখেছেন

লাশ নড়ে

লাশ নড়ে
-মোঃ মোসাদ্দেক হোসেন
মর্গে গিয়ে গেলো দেখা
লড়ছে লাশের দেহ
এ কি হালে হচ্ছে শিক্ষা
বলতে পারো কেহ।
চিকিৎসাটা বাণিজ্যকি কি
চলে টাকার কথায়
কেন নড়ে লাশের দেহ
কেমনে এমন ঘটায়!
চিকিৎসকে জানেনা যে
কোনটি বাঁচা মরা
ফলাফলে সেই ছাত্ররা
কেমনে হতো সেরা!
একি হালে শিক্ষা দেশে
প্রতি প্রশ্ন ফাঁসে
বন্ধ কর এসব নীতি
দেশকে ভালোবেসে।
continue reading
Likes Comments
০ Shares

‍মোঃ মোসাদ্দেক হোসেন

৯ বছর আগে লিখেছেন

শাপলা

শাপলা
- মোঃ মোসাদ্দেক হোসেন
শাপলা ফোটে রূপে রসে
পুকুর ডোবা জলে
শাপলা পাতায় লাফায় লাফায়
ব্যাঙে নাচে খেলে।
সাদা সাদা শাপলা ফোটে
হরেক মাছের দেশে
তুলতে যাই শাপলা মোরা
পুকুর জলে হেসে।
শাপলা ফুলে জলে দুলে
হাত বাড়িয়ে দেই
মুঠোয় পরে শাপলাগুলো
হাতে তুলে নেই।
continue reading
Likes Comments
০ Shares

‍মোঃ মোসাদ্দেক হোসেন

৯ বছর আগে লিখেছেন

ফাঁকি

ফাঁকি
-মোঃ মোসাদ্দেক হোসেন
ফাঁকি মানেই পড়ছে বাঁকি
হোকনা সেটা পড়া
হোকনা সেটা কাজে কাজে
কিংবা টাকার তোড়া।
ফাঁকি মানেই বিলম্বতে 
ধ্বংস হচ্ছে সবে
ফাঁকির ফাঁকে জড়িয়ে পড়ে
মুক্তি পাবে কবে?
ফাঁকি মানেই নষ্ট সময়
ডেকে আনা কষ্ট
ফাঁকিটাকে আনলে ডাকি
জীবনটা হয় নষ্ট।
ফাঁকি থেকে উঠরে ডাকি
শপথ নিয়ে মনে
আজি হতে গর্জে ওঠো
প্রতি কাজে ক্ষণে।
যা গেছে তা ফিরবেনা আর
পাবি কেন কষ্ট
নতুন করে কররে শুরু
হবি কেন নষ্ট?
কররে শুরু শেষ সময়ে
বলুক তারা যাতা
দেখবি সেদিন পারবি যে দিন
দিবেনা আর ব্যথা।
তাইতো আজি কররে শুরু
বন্ধ করে ফাঁকি
আলোর মশাল হাতে নিয়ে
উঠরে আজি ডাকি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বাহ ছন্দময় ছড়া বেশ ভাল লাগল

‍মোঃ মোসাদ্দেক হোসেন

৯ বছর আগে লিখেছেন

অভিনন্দন বাংলাদেশ

থামলো না বাঘের 
তীব্র সে গর্জন
এক এক করে প্রতিটিতে
করলো অর্জন।
হুংকারেতে বাঘের দলে
জয়ের মাতা-মাতি
অনেক দিনের পরে এমন
জয় হলো সাথী।
বাংলাজুড়ে জয়ের মিছিল
ডিসেম্বরের শুরু
প্রমাণ হলো আরেকবার
নই মোরা ভীরু।
অভিনন্দন মাশরাফিদের
সাবাস বাংলাদেশ
বিজয় মাসে লাল-সবুজে
গড়বো সোনার দেশ।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/345581.html#sthash.3u5yYRyz.dpuf continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - রব্বানী চৌধুরী

    সুখি থাকার চমৎকার সব টিপস গুলি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ,  তবে কত খানি আমরা সুখি হতে পরেছি !!  শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।

    • - Azimul Haque

      অতি প্রয়োজনীয় টিপসগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    আপনার লিখাগুলো ফিচার ধাচের। কিছুদিন পরে নক্ষত্রে ফিচার আসছে; আশা করি দেখা হবে আপনার সাথে। :)

    শুভ কামনা...

    • - ডাক্তার দ্যা বৈজ্ঞানিক

      emoticons

    - টোকাই

    বাহ্

‍মোঃ মোসাদ্দেক হোসেন

৯ বছর আগে লিখেছেন

রামসাগর

রামসাগর
-মোঃ মোসাদ্দেক হোসেন
 
ইতিহাসে ঠায় নিয়েছে
কথা রামসাগরের
প্রজাদেরই কষ্টে রাজা
পেত ব্যথা ঢের।
 
বৃষ্টিহীনে রাজ্যখানা
দু্র্ভিক্ষতে পড়ে
রাজা রামনাথ করতে লাঘব
ওঠে নড়ে চড়ে।
 
সতেরশ পঞ্চাশেতে
শুরু করে খনন
পঞ্চান্নতে হলে শেষে
রাজা দেখে স্বপন।
 
রাজকুমারে দিলে জীবন
ভরবে দীঘি জলে
নয়ত শূণ্য  রবে এমন
যুগান্তরে কালে।
 
তাইতো রাজা করে হুকুম
রাজকুমারে প্রতি
পিতাকে সে শ্রদ্ধা জানায়
দিতে জীবন ব্রতী।
 
তৈরি হলো দীঘি মাঝে
বাড়ি রাজকুমারের
নিদ্রাগেলে পুরো দীঘি
জলেতে ভরে ঢের।
 
ঘটল সলিলে সমাধি
ভরল জল রাশি
মোচন হলো কষ্ট প্রজার
ফুঠলো মুখে হাসি।
 
কথিত সে ঘটনাটি 
পেল অমরত্ব
দীঘিখানা নামে রাজার
স্বপ্ন হলো সত্য।
 
পনের হাজারে লোকে
হলো দীঘি খনন
ত্রিশ হাজারে খরচে
স্মৃতি কাড়ল মনন।
 
দীঘি কথা ছড়ায় গেল
সারা বিশ্বময়
দিনাজপুরে ভূমিটিতে
হলো বিশ্বজয়।
 
দীঘিখানা ঘুরতে আসে
দেশ-বিদেশি লোকে
ইতিহাসে চিহৃখুঁজে
জলে থই থই লেকে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মিশু মিলন

    বাহ্ সুন্দর!

    শুভেচ্ছা....

    - টোকাই

    অনেক ধন্যবাদ মিশু ভাই । আপনি সময় বের করে কমেন্ট করেছেন । ভাগ্যের ব্যাপার ।

    শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।emoticons

    - রব্বানী চৌধুরী

    দুটি পাখি কিচির মিচির কথামালা বেশ ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।

    • - টোকাই

      ধন্যবাদ রব্বানী ভাই । শুভেচ্ছা রইলো ।

    Load more comments...
Load more writings...