Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

অমরত্বের অমৃত সুধা

বিপদজনক সীমানা পেরিয়ে কবির ভালোবাসা ঢুকে গ্যাছে তোমার বুকের ভিতর। স্মৃতির রেড সিগন্যালে তাই জ্বলে ওঠেনি আতঙ্কের লালবাতি। অমরত্বের আশায় মোহের বৃত্তে বিকল্প সংসার গড়ে তুলে ইতিহাস করবে বলে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষমান কবি নশ্বর জীবন ত্যাগ করতেও আজ রাজী। তীরন্দাজের তীরের মাথা ভোতা হয়ে যেতে পারে,লক্ষ্যভ্রষ্ট হতে পারে তার গতিবিধি । অমরত্বের অমৃত সুধা পান না করলে কবির বুভুক্ষু বুক আজ হয়ে যাবে মরূভূমী। শুধু তোমাকে একবার ছুঁতে পারলেই অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। তুমি বিশ্বাস করো কবিমানুষের ভালোবাসার ক্ষমতা অসীম, হৃদয়ের গভীর ক্ষতের উপর ভালোবাসার প্রলেপ দিতে পারে কবিরাই, তারাই পারে কামুক শরীরে হিমশীতল বাতাস বয়ে দিতে। ধরিত্রীর যাবতীয় অসুন্দর, অকল্যাণ দূর করে গভীর প্রত্যয় ও স্বপ্নচেতনায় উজ্জ্বল করে তুলতে পারে প্রেয়সীর মন।
তোমার ভালোবাসার জন্য কবি তার বৈচিত্রহীন কর্পোরেট জীবনের পৌনঃপুনিকতায় চার দেয়ালে আবদ্ধ সুখগুলো পরিযায়ী পাখির ডানায় উড়িয়ে দিতে পারে, ঘুমিয়ে যাওয়া নিসর্গ নগরীর প্রহরী হয়ে পাহারা দিতে পারে যেন তোমার বুক পাঁজর বরাবর ঢুকে যাওয়া ভালোবাসা পালিয়ে না যায় অজানা পথে। continue reading
Likes Comments
০ Shares

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

নিরুদ্দেশে যাত্রা

একদা আমাদের সবই ছিল, আমরা জন্মে ছিলাম এক নক্ষত্র রাতে
একফালি মেঘের নিচে একটা ছোট্ট ঘর, মাথার উপর আকাশ
স্বপ্নের মতো মনের কোণে বুদবুদ করে ওঠে নোনা জল
অভ্যাস বশতঃ সুখ সুখভাব করে দমবন্ধ নিশ্বাস
এভাবে ঘরেই দিনাতিপাত করছিলাম আমরা।
হঠাৎ কোথা থেকে উড়ে এলো দুর্লভ প্রজাতির মানুষ!
তারপর.......
বাক্সে গুছিয়ে রাখছি জীবন সংসার
উদ্বাস্তু হওয়ার এমন লজ্জা কাকে দেখাই
পেটের ভেতর টান পরেছে কাঙালি খিদের
আমি তো প্রভূ নতজানুই ছিলাম তোমার কাছে
আগে তো জানিনি এমন নিরুদ্দেশে যাত্রা হবে আমাদের।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    বেশ অনুভূতির গভীরে প্রবেশের কবিতা, পলি। অনেক দিন পরে তোমাকে দেখে খুব ভালো লাগছে। 

     

    - নাজনীন পলি

    অনেক ধন্যবাদ প্রিয় , মন্তব্য দেখে নিয়মিত লেখার উৎসাহ পাচ্ছি । 

    - নুসরাত জাহান আজমী

    ঠিক বলসো। 

    • - নাজনীন পলি

      পড়েছ জেনে ভালো লাগছে :) 

    Load more comments...

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

মানুষ

চোখের কোণায় আটকে আছে সব পঙ্কিলতা

মস্তিষ্কের নিউরন খেয়ে ফেলেছে ঘুণপোকা 

দ্রোহের ক্যানভাস জুড়ে অচেনা নারীর আনাগোনা।
 
ক্যামেরা চলছে,

ক্লিক ক্লিক শব্দে কেঁপে উঠছে বিশ্বাসে ঘর

পর্ব, মাত্রায় যদি ভুল হয়ে থাকে সে দোষ কলমের

দোহাই তোমাদের, সত্যি বলছি আমি মানুষ।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - দীপঙ্কর বেরা

    ভোট রইল 

    - নুসরাত জাহান আজমী

    :) 

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

পাপ-ই না হয় হোক ব্যক্তিগত সঙ্গি

ইচ্ছে করলে ধরা যেতো  
তবু মানুষ কেন যে ইচ্ছে করে খোলে না তালাবন্ধ সুখ  
পাপ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তবুও ছাড়ে না পিছু
আদ্যোপান্ত খুলে বলো 
মৃত্যুর মতো যারা নীবর ক্যামনে তারা হাত বাড়াচ্ছে 
অপরিণত শরীর যার সে ক্যামলে সারছে পথের আলাপ।
 
অবিশ্বাস্য ঘটনা বটে  
সত্যগুলো অনায়াসে ঢুকে পড়ছে শ্মশানযাত্রীর ঘুমে  
বিপরীত দর্পণে ফুটে উঠছে মৃত্যুলিপ্ত জীবনের সঙ্গম
 দীর্ঘশ্বাস! একটা প্রতীক্ষার নাম  
আঁধার সময়ে নির্ঘুম স্বপ্নের ভেতর যে অনবরত হাটাচলা করে   
সে শেখায় পুড়ে যাওয়ার নিত্যনতুন কৌশল।
 
এটা আহ্বান নয়  
বুকের ভেতর বাড়ছে যেসব বেহায়া স্মৃতিচিত্র  
তার অস্তিত্ব ধরে আজকাল কেউ দিচ্ছে নাড়া
হাত বাড়িয়েছি  
মৃত্যুর অস্তিত্ব ধরে এবার মারবো টান  
চোখ বুজে থাকতে আমার আর ভালো লাগে না।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - তানিম হক

    অতঃপর,
    হ্যাঁ/না দুটোর সবটুকু তোর।

    *************************** ঠিক বলেছিস বন্ধু, জোর করে ভালোবাসা হয় না।

    • - রুদ্র আমিন

      অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাকে স্মরণ করলেই তুমি হাজির হয়ে যাও বলে।

    - আমির ইশতিয়াক

    চমৎকার লেখা। ভোট রইল।

    - রুদ্র আমিন

    অনেক ধন্যবাদ ভাইজান।

    Load more comments...

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

শিরোনামহীন

এখানে যারা বেড়াতে আসে তাদের সবার চোখ অন্ধ
আর অন্ধরা ইদানিং ভালো দেখে রাতের তারা
এইসব ভাবনা যারা ভেবেছিল একদিন তারা
লুঙ্গির ডান সাইটে বানিয়েছিল বড় বড় পকেটে।
কারো কারো চরিত্র নেইল পালিশ রিমুভারের মতো
মৃতদের পক্ষে স্মারকলিপি দিতে গিয়ে ভুলে গেছে
নিজের বংশ পরিচয়, জন্ম সন
বাল্যবন্ধুকে তুলে দিযেছে বেশ্যাপাড়ার দাগী-খুনির হাতে।
নৃত্যের তালে তালে আমরা আলো খুঁজি
মনে পরে দুধেল চুম্বন, কুন্তল - কেশ 
স্পর্শের গন্ধ পেয়ে জেগে ওঠে আঁধারের কামুক দেবতা।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    আপনার কবিতার শিরোনাম কোথায় ?

    • - কল্পদেহী সুমন

      শিরোনাম কবিতা

Load more writings...