Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

পাপ-ই না হয় হোক ব্যক্তিগত সঙ্গি

ইচ্ছে করলে ধরা যেতো  

তবু মানুষ কেন যে ইচ্ছে করে খোলে না তালাবন্ধ সুখ  
পাপ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তবুও ছাড়ে না পিছু

আদ্যোপান্ত খুলে বলো 
মৃত্যুর মতো যারা নীবর ক্যামনে তারা হাত বাড়াচ্ছে 
অপরিণত শরীর যার সে ক্যামলে সারছে পথের আলাপ।

 

অবিশ্বাস্য ঘটনা বটে  
সত্যগুলো অনায়াসে ঢুকে পড়ছে শ্মশানযাত্রীর ঘুমে  
বিপরীত দর্পণে ফুটে উঠছে মৃত্যুলিপ্ত জীবনের সঙ্গম

 দীর্ঘশ্বাস! একটা প্রতীক্ষার নাম  
আঁধার সময়ে নির্ঘুম স্বপ্নের ভেতর যে অনবরত হাটাচলা করে   
সে শেখায় পুড়ে যাওয়ার নিত্যনতুন কৌশল।

 

এটা আহ্বান নয়  
বুকের ভেতর বাড়ছে যেসব বেহায়া স্মৃতিচিত্র  
তার অস্তিত্ব ধরে আজকাল কেউ দিচ্ছে নাড়া

হাত বাড়িয়েছি  
মৃত্যুর অস্তিত্ব ধরে এবার মারবো টান  
চোখ বুজে থাকতে আমার আর ভালো লাগে না।

 

Likes Comments
০ Share

Comments (0)

  • - তানিম হক

    অতঃপর,
    হ্যাঁ/না দুটোর সবটুকু তোর।

    *************************** ঠিক বলেছিস বন্ধু, জোর করে ভালোবাসা হয় না।

    • - রুদ্র আমিন

      অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাকে স্মরণ করলেই তুমি হাজির হয়ে যাও বলে।

    - আমির ইশতিয়াক

    চমৎকার লেখা। ভোট রইল।

    - রুদ্র আমিন

    অনেক ধন্যবাদ ভাইজান।

    Load more comments...