Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শামস রাসিদ শাওন

১০ বছর আগে লিখেছেন

চরিত্রহীনা (গল্প প্রতিযোগিতা)

আড্ডায় বসে ছিল কয়েকজন প্রবীন ব্যাক্তি। সবাই চাকরী জীবন শেষে এখন অবসর জীবন যাপন করছে। মাঝে মাঝে নিজেদের মত আড্ডায় বসে এরা সকালে জগিংএর পরে। আড্ডার সবচেয়ে মুখর ব্যাক্তি হায়দার খান সাহেব। ভদ্রলোক অতিমাত্রায় মিশুক এবং এই কলোনির প্রতিটি সংসারের হাড়ির খবর রাখেন। বলতে গেলে তিনিই এই বৃদ্ধদের মাঝে পুরনো দিনগুলোর আস্বাদ দিয়ে থাকেন তার রসে ভরা গল্পগুলোর মাধ্যমে।
 
ইদানিং কলোনিতে এক 'চরিত্রহীনা' মেয়েকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তার দোষ সে তার চেয়ে কম বয়সী এক যুবক কে বিয়ে করেছে তার প্রাক্তন স্বামী কে তালাক দিয়ে। এই ইস্যু তে প্রবীনদের দুই পক্ষ দারুন ভাবে বিতর্কে লিপ্ত আজ। তাদের ভাব দেখে মনে হচ্ছে আজকের এই বিতর্কের উপরে নির্ভর করছে আগামী সরকার কে গঠন করবে তার সিদ্ধান্ত। হায়দার খান সাহেব সহ আরও ৫ জন আছেন মেয়েটিকে চরিত্রহীনা হিসেবে কলোনি ত্যাগ করানোর পক্ষে। এর বিরোধিতা করছেন আজাদ কালাম সাহেব আর দুয়েকজন। যাদের মুখনিঃসৃত কথা সচরাচর শোনা যায়না। হায়দার খান সাহেব তো আড়ালে আজাদ কালাম সাহেব কে মনমোহন সিং বলে ডাকেন। তবে আজ মেয়েটার পক্ষে দাঁড়ানো আর তার কথার উত্তর দেওয়া দেখে হায়দার সাহেব কিছুটা অবাক ই হলেন। তবে মনে মনে ভাব্লেন আজ আজাদ সাহেব কথা যখন বলেছেন কাল থেকে সে হয়ত গলা ফাটাবেন। তাই কাবু করার জন্য তিনি বললেন 'আপনার যুক্তিখানা দেন তো আজাদ ভাই আপনি কেন এর সমর্থন করেন?'
 
আজাদ সাহেব হয়ত মানসিক ভাবে প্রস্তুত ছিলেন। তাই তিনি সবাইকে বললেন,'আজ একটা সত্য ঘটনা আপনাদের বলব... তবে আগেই আপনাদের বলে রাখছি একজন ৩ সন্তানের জননীর আপন সন্তানদের ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করাকে আমি নৈতিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করিনা। তবে... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - ধ্রুব তারা

    • - তাহমিদুর রহমান

      বুঝছি, আপনি ভয়ে পালাচ্ছেন। 

    - সকাল রয়

    ভুত ভালোবাসি কারন কয়েকজনের উপরে আমার চরম রাগ আছে মরে গিয়ে ভুত হয়ে ওদেরকে ধরব

    • - তাহমিদুর রহমান

      গুড আইডিয়া। ইউরেকা। 

    - ঘাস ফুল

    থার্মোডিনামিক্সের সূত্র আমি আগে পড়ি নাই।  

    আফনারে কী ভুতে ধরছে নাকি তাহমিদ? 

    ভূত বিশ্বাস করি না, আবার ভূত ভয় পাই। কী আজিব কারবার বলেন তো? 

    তবে পোস্টের কথাগুলোতে যুক্তি আছে। জানলাম এবং শিখলাম। 

    • - তাহমিদুর রহমান

      হুম, এখন কিছুটা ভূতগ্রস্থ 

    Load more comments...

শামস রাসিদ শাওন

১০ বছর আগে লিখেছেন

একটি অতি কাল্পনিক গল্প... কথোপকথন

বালকঃ কি হে এই রুপে প্রবল বেগে ডাকিতেছিলি কেন?
বালিকাঃ তোর সহিত কিছু কথা বলিবার ছিল... তাই... তোকে বিরক্ত করিয়াছি ইহা ঘাট হইয়াছে ক্ষমা করিস।
বালকঃ না না, ইহাতে কোন সমস্যা হয়নাই তোর কি বলার আছে বল। 
বালিকাঃ আমায় এড়িয়ে চলিতেছিস কেন? আমি তোর কি বিগড়াইয়াছি?
বালকঃ ইহা আমি বলিতে চাইনা। থাক না এসব।
বালিকাঃ যদি আমায় সত্যই বন্ধু হিসেবে ভাবিস তবে অনুগ্রহ করিয়া বল।
বালকঃ উদাহরন দিয়েই বলি, হনুমান সীতার জন্য রাবণকে ক্যাদালো। পরে সীতা রাবনের সহিত যখন মাখামাখি করে তখন বাঁদর সেনা রা তো হাসিবেই। বাঁদর সেনারা যখন হাসিবে তখন অবশ্যই হনুমানের ফাটিবে। তাহা ছাড়া হনুমান যদি সীতার জন্য নিজের লেজে আগুন দিয়ে জ্বলতে পারে তখন রাবনের সাথে হাস্যকেলি দেখিয়া নির্ঘাত ঠিক থাকিতে পারিবেনা। তখন দ্বিতীয় লঙ্কা কান্ড ঘটানোর আগেই কি হনুমানের উচিৎ না সরিয়া যাওয়া। 
বালিকাঃ তা ঠিক। কিন্তু সীতা রাবনের সহিত বাক্যালাপ করিতেছে অন্য কোন উদ্দেশ্যে। তুই সীতাকে কি চরিত্রবান মনে করিস না।
 
বালক দ্বিধায় পড়িয়া গেল। এতকাল যাহাকে সরস্বতী রুপে কল্পনা করিয়াছে তাহার সম্পর্কে বাজে কিছু ভাবিতে তো মন চাহে না। কিন্তু বাস্তব যে ভিন্ন।
বালকঃ সীতা অবশ্যই চরিত্রবান। (অতি উৎসাহের সঙ্গে)
বালিকাঃ তবে তোকে বলিব আমায় দূরে ঠেলিয়া দিসনা।
বালকঃ না, অতি অবশ্যই আর তোকে দূরে ঠেলিবনা।
বালিকাঃ আজ আবার তোর ভাষ্যমতে রাবনের সহিত বাক্যালাপ আছে। আজ বিষয়টা পরিপূর্ণ করিব।
বালকঃ ঠিক আছে যা।
 
বালক সরে এল। দ্বিতীয় বালেক (বালক বালিকার মিশ্রন) এর সাথে বালিকার কথোপকথন।
বালিকাঃ কেমন আছ?
বালেকঃ ভাল। 
বালিকাঃ ওই গণ্ডমূর্খের সহিত আলাপ হইল। আমার উপরে রাগ... continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

    ধন্যবাদ। আপনি imgur.com গিয়ে দেখতে পারেন। হয়ত অন্যরা আরও নিয়ম বলবেন।

    give & take  -- হা হা।

    এখন আপনি বলেন  এই পোস্ট এর মত এটা কি করে করতে হয়।

    ভাল থাকবেন।

    - নীল সাধু

    শুভেচ্ছা স্বাগতম।

    যাক বহুদিন পাখ পাখ করতে করতে এখন পাখীই বলতে পারবো। আশা করছি কুশলে কাটছে দিন

    এখন ছবি নিয়ে কথা বলি। এই ব্লগে ছবি দেবার সিস্টেম নিয়ে আসলে কাজ চলছে। ফেসবুকের মতন ছবি আপলোড (প্রথমবারের মতন কোন ব্লগে এক সাথে একের অধিক আপলোড করতে পারবেন একবারেই, যা অন্য কোন ব্লগে নেই ) করা যাবে, আপনি এলবাম করতে পারবেন। সেই এলবাম শেয়ার করতে পারবেন। এমন আর অনেক সুবিধা। কিন্তু সে সব চালু হবার কথা রয়েছে ডিসে ২০ থেকে যেদিন ডেভেলপম্যান্ট ভার্সান থেকে ভার্সান ২ রিলিজ হবে সেদিন। এখন যা করা হচ্ছে তা টুকটাক ফর্মুলা। আপনি অন্য কোন সাইটের ছবি মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে তা কপি করে মন্তব্য বা পোস্তের ঘরে দিলেও ছবি সে নিতে পারে। আপনি যে পোসটের লিংক দিয়েছেন তা এভাবেই করা হয়েছে। আমিও নিয়ে এসেছি একটা ছবি এভাবেই। দেখুন।

     

    - লুব্ধক রয়

    স্বাগত নক্ষত্র ব্লগে।

    • - চাতক পাখী

       স্বাগত জানানোর জন্য 

    Load more comments...

শামস রাসিদ শাওন

১০ বছর আগে লিখেছেন

বৃষ্টি এসেছিল

বৃষ্টি এসেছিলো,তবু আমার মন ভিজে নি।
বাসি ভালবাসা,পুরানো উষ্ণতা তোমার ভাল লাগেনি।
থেমে গেছ কাছে আসার আগেই,ভালবাসার আগেই,
বৃষ্টির পরের থেমে থাকা প্রকৃতির মত।
ঝরে যাওয়া মেঘের বোবা কান্না,
মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের অসামর্থ্য টা
ধীরে ধীরে গ্রাস করেছে আমায়।
লুকিয়ে থেকেছি বাধ্য হয়ে, তোমায় বোঝাতে চাইনি।
 
ভালবাসার দাবি নিয়ে কখনও হবনা মুখোমুখি তোমার।
বন্ধু হয়েই পাশে থাকব তোমার-
বৃষ্টির সাথে যেমন বন্ধুত্ব সোঁদা মাটির।
শুধু এই তো সম্ভব আমার দ্বারা,
কারন তুমি যে আমায় বুঝতে পারনি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - লুব্ধক রয়

    সময়টা অস্থির

    ভালো লিখেছেন।

    ধন্যবাদ।

    - চারু মান্নান

    ভালো লিখেছেন।

    - রোদেলা

    সত্য কথন

শামস রাসিদ শাওন

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগে এইমাত্র রেজিস্ট্রেশন করলাম। অত ভাল লিখিনা জানি। শিখতে এসেছি। অনেক কিছু একসাথে পাচ্ছি এখানে। অভিজ্ঞতা দুর্দান্ত হবে বলেই মনে হচ্ছে।

Likes Comments

Comments (0)

  • - rabiul islam sajeeb

    eita ki likhso vaia?