Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

বেশ্যাবৃত্তিক রাজনীতি !

এই বেশ্যাবৃত্তির রাজনীতি 
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতি...
অবৈধ সঙ্গমে বৈধতার স্বাদ নেয়ার নির্লজ্জতা; 
সংগমকালীন সুরক্ষায় কনডমের মতো ব্যবহৃত জনতা, 
আর তার পরেই তাকে ছুড়ে ফেলে দেয়া 
দোতালার বারান্দা দিয়ে পাশের রাস্তায় !
হয়ত এখুনি... 
সত্যি কথার টুটি চেপে ধরে 
অশ্লীলতার দায়ে আমার ফাঁসি দাবী করা হবে ! 
আমাকে পাগল কবির উপাধি দেয়া হবে, 
আবার কেউ নাস্তিক বলেও উপহাস করবে !
নিজের স্বার্থে আঘাত পড়লে তখনই বুঝি কেবল টনক নড়ে?
আমার কবিতা যদি অশ্লীলই হয়, 
তবে চুরির টাকায় প্রকাশিত পত্রিকার 
চটিসম রিপোর্টগুলিকে কি বলবো? 
যখন স্বাধীনতা, বাক-স্বাধীনতা নামের 
ভারী ভারী শব্দগুলি নিয়ে টক-শো করে 
টিভি চ্যানেলগুলি তাদের টিআরপি বাড়াতে ব্যাস্ত !
তখন অন্যদিকে
এই বেশ্যাবৃত্তির রাজনীতি 
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির 
দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।
- একজন আরমান
১৪/১২/২০১৩
বিকেল ০৪:১৭:০২
বাই'শে শ্রাবণ মুভি থেকে অনুপ্রাণিত
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ হোক নতুন বছর।  
সাইট লিঙ্ক
continue reading
Likes Comments
০ Shares

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

এন্টিসেপটিক চুমু

ইস কি করেছো প্রিয়তমা? 
আমার জন্য রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছো ! 
কাছে এসে বসো না লক্ষ্মীটি,
ওহাতে এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই !
-একজন আরমান
২০/১২/২০১৩
দুপুর ০১: ১৭: ১০
continue reading
Likes ২০ Comments
০ Shares

Comments (20)

  • - গোলাম মোস্তফা

    দারুন কবিতা লিখছ কবি কে শুভেছে 

    • - মেজদা

      লিখছি গান। আহারে চোখের নজর এক্কেবারে গেছে। তারপর শুভেচ্ছা রইলো। 

    • Load more relies...
    - গোলাম মোস্তফা

    মেজদা এই কামদা কইরনা 

    ডাক্তাররা আমার লাইফ তেচপাতা বানায় ফেলল 

    দরকার হয়লে বনবাসে যাব

    - ইকবাল মাহমুদ ইকু

    দারুন লাগলো মেজদা 

    • - মেজদা

      ধন্যবাদ ইকু ভাইয়া। কেমন আছেন?

    Load more comments...

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

|| বেঁচে থাকার মানে কোথায়? ||

বেঁচে থাকার মানে কোথায়?
বাক্স বন্দী জীবনের মাঝে?
নাকি যাযাবর ন্যায় যাপিত জীবনে?

বেঁচে থাকার মানে কোথায়?
সুখ সমুদ্রের জোয়ারে?
নাকি দুঃখ বিলাসে?
বেঁচে থাকার মানে কোথায়?
মুখোশ বিহীন অশ্লীলতায়? 
নাকি মুখোশের আড়ালের হিপোক্রেসিতে?
বেঁচে থাকার মানে কোথায়?
নারী শরীরের ভাজে? 
নাকি লা ডিপ্লোম্যাট বারে?
বেঁচে থাকার মানে কোথায়?
উদাসীন ভাবে হেঁটে চলার মাঝে?
নাকি মুখ লুকিয়ে বাঁচার মাঝে?
বেঁচে থাকার মানে কোথায়?
কামনায় নাকি ভালোবাসায়? 
বেঁচে থাকার মানে কোথায়?
একজন আরমান 
০৯/১১/২০১৩
দুপুরঃ ০১: ২০: ১৭ 
continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - ঘাস ফুল

    সব শব্দ কেউ কুড়িয়ে শেষ করতে পারে নাই কোন কালে। তবু কবিরা চেষ্টা হতে বিরত হন না। শব্দের ঝংকার কবিতায় ভালো লাগা রইলো। ধন্যবাদ রোদের ছায়া। 

     

    • - ঘাস ফুল

      নামের ভুলের জন্য দুঃখিত রোদের ছায়া। ওপরে ঠিক করে দিয়েছি। 

    - রোদের ছায়া

    অনেক ধন্যবাদ ঘাসফুল। আমি কিন্তু রোদেলা নই ।

    - কামরুন নাহার ইসলাম

    শব্দেরা হারিয়ে যায় নৈশব্দের গহীন অতলে 
    নৈশব্দের অতলে হারিয়ে যায়
    ডুবে  যায়......
    ডুবে  যায়
    হয়না কাব্য হয়না  কোন গান  

    যা হয়েছে, এটাই যে হৃদয় ছুঁয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা রোদের ছায়া আপনাকে। 

    • - রোদের ছায়া

      অসংখ্য ধন্যবাদ কামরুন  নাহার আপু।

    Load more comments...

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

|| আমি, তুমি, তোমরা আর বিবেক ||

ধর্ষিতাকে করো ধর্ষণ
আর পর্ণস্টারকে 
করো প্রমোট !
বাহবা তবে 
তোমাদেরই প্রাপ্য ! 
বিবেক বুঝি এ লজ্জায়
বারবার করে সুইসাইড ! 
তবু জানি 
তোমাদের হবে না হুশ।
অজানা কিসের নেশায় তোমরা
আজও রয়েছো যে বেহুশ?
বেশ
তবে তাই হোক।
আমিও দেখার অপেক্ষায়
তোমাদের ক্ষমতা আর সহ্যশক্তি !
মনে রেখো বিবেকের দংশন তোমাদের হবেই।
একসময় কারফিউ ডাকবে
তোমাদের বিবেকেরা !
সুপ্ত অপরাধবোধ এগিয়ে আসবে
তোমাদেরই দিকে।
হয়তো ধীরে
কিংবা
একটু দ্রুতই !
চেপে ধরবে তোমাদের বিবেককে,
নিস্তার চাইলেও পাবে না সহজেই !
তোমরা যেমনটি করেছো 
ততোটুকু না হোক,
অন্তত তার অর্ধেক তো পাবে !
কে বলেছে সৃষ্টিকর্তা নেই?
হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই ! 
- একজন আরমান
০৯/১০/২০১৩
বিকেল ০৪:১৭:০২
সাইট লিংকঃ
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - নীল সাধু

    আমি এই সমস্যায় কাবু

    • - আল ইমরান

      আমাদের অনেকেই এই সমস্যায় কাবু। তবে সমস্যা বেশি গাঢ় হবার আগেই খাওয়া কন্ট্রোল করতে হবে। পরিমিত পানি খেতে হবে। খালি পেটে জল আর ভরা পেটে ফল খাওয়ার অভ্যাস করতে হবে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে সুন্নত মোতাবেক খাওয়া, অর্থাৎ পরিপুর্ন ক্ষুধা লাগ্লে খাওয়া এবং কিছু ক্ষুধা অবশিষ্ট থাকতে খাওয়া বন্ধ করা। এবং পেটের এক অংশ খাবার, এক অংশ পানি এবং বাকি অংশ খালি রাখা।

    - লুৎফুর রহমান পাশা

    ভাইরে গ্রেস্টিক থিকা মুক্তির কি আদৌ কোন উপায় আছে?

     

    • - আল ইমরান

      গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। এর থেকে কিভাবে মুক্তি সম্ভব???

      তবে গ্যাস্ট্রিক এর সমস্যা থেকে মুক্তি লাভের জন্য পরিমিত খাদ্য গ্রহন এবং প্রচুর পরিমান পানি পান করা যেতে পারে।

    - ঘাস ফুল

    আপানর এই স্বাস্থ্য সচেতনামুলক পোষ্টটি বেশ দরকারি। অনেকেই আশা করছি উপকৃত হবেন। নিজেও হলাম। পোষ্টটা মনে হয় আলো ব্লগে একবার পড়েছি কিংবা একই ধরণেরই অন্য একটা পোষ্ট আপনি সেখানে দিয়েছিলেন। যাহোক, এই ধরণের পোষ্ট সব জায়গায় ছড়িয়ে দেয়া উচিৎ। ধন্যবাদ ইমরান ভাই।  

    • - আল ইমরান

      প্রথম আলোতে দিয়েছিলাম।

একজন আরমান

১০ বছর আগে লিখেছেন

|| ভ্রম ||

গতিময় দিনের শেষে
যখন ক্লান্তিরা ভর করে এ দেহে,
যখন দু চোখ বুজে তৈরি হয়
নিকষ কালো আঁধার,
তখনও এলোমেলো নিউরনের দল
তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে !
অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা
এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা !
তবুও মিথ্যে আশারা বাসা বাঁধে এ বুকে
হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে
বালির বাঁধের মতো নিমিষেই !
- একজন আরমান
২১/০৮/২০১৩
রাত ১২:২২:০১
continue reading
Likes ১১ Comments
০ Shares

Comments (11)

  • - লুৎফুর রহমান পাশা

    সুন্দর জীবন মুখি কবিতা

    - নীল সাধু

    কবিতা ভালো লেগেছে সুমন। বেশ ভালো।

    সতত শুভকামনা

    - সনাতন পাঠক

    দেশটা কখনোই দুর্বলের হয়ে উঠে না

    শেষতক পৃথিবীটাও

    একা মানুষটা প্রতিদিন মার খাচ্ছে নিজ দেশে !

    সবল লোকটাও একা কোথাও

    মাথা নিচু করে বাঁচে সেখানে । 

     

    সুন্দর কবিতা। ধন্যবাদ।

    Load more comments...
Load more writings...