Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

তুহিন সরকার

১০ বছর আগে লিখেছেন

স্বপ্ন!..........এবং রাত

খুঁজেছি তোমায় দুর অজানায়
নিশ্চচুপ, নিবর রাতের প্রহরায়,
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
ফিকে স্বপ্ন! জোস্নায় ভেসে যায়
অবাক রাত্রি, নির্বাক তারার অন্তরায়
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
স্বপ্ন মিছে যোগ্যতার মাপকাঠির ছোঁয়ায়
রাস্তার ধারে কুঁড়ে ঘরে
ধুলোয় মাখা হাসি মুখে বেড়ে ওঠা ................সে শিশু!
স্বপ্ন দেখা.............
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
ধুলোয় লুটানো সে স্বপ্ন
নখের আঁছড়ে ক্ষত-বিক্ষত
মুছে যাওয়া সে স্বপ্ন!
কুলষিত সমাজের বেড়াজালে বন্দি,
মেয়েটি আজ নির্ভার!
... continue reading

৫৬৮

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

১০ বছর আগে লিখেছেন

পৃথিবী-টা-কার?

আমার ছোটবেলা থেকেই
তোমরা আমাকে অবহেলা করেছ
কাছে আসনি ভালবাসনি
শুধু দূরে থেকেই
হরেক রঙের স্বপ্ন দেখিয়েছ।
অথচ শুনে রাখো......
একদিন তোমরা আমার হাতে ধরা পড়বেই
দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকবেই।।
না, কোথাও যেতে দেব না সেদিন।
রিকশার সিটের ভেতরেও না
জুতার-মোজার ভেতরেও না।
সিন্দুকেও না, বিছানা-বালিশেও না
দোকানেও না, বাজারেও না।
আঁচলেও না, পকেটেও না
মানিব্যাগেও না, ভেনেটি ব্যাগেও না।
পথ নেই তোমাদের আর পালাবার
তোমাদের জন্য রয়েছে কারাগার।
তোমাদের আর আসতে দেব না জনসম্মুখে
সবাইকে একসাথে আটকে রাখব ব্যাংকে।
না, কোথাও যেতে দেব না
ব্যাংকই তোমাদের জেলখানা।
আগে আটকাবো তোমাদের বড় নেতাদের
যাদের নাম বিডিটি ওয়ান থাওজেন্ড
তারপর আছে বিডিটি ফাইভ... continue reading

৬০৮

সকাল রয়

১০ বছর আগে লিখেছেন

।।।। নন্দিনী-৪ ।।।।

 
 
 নন্দিনী,
 ভালো আছো তো?
 জানি উত্তর মেলবে না তোমার, তবু প্রশ্ন করে যাওয়া,
 জানি চুপ করে শুধু কান পেতে আছো!
 যেন আমি খুব ভয়ঙ্কর ছোঁয়াছে রোগ,
 পাছে লোকের মুখে নিন্দে রটুক
 কিংবা কলোনীর এবেলা-ওবেলাকার
 চটকদার ইস্যুর মুখরোচক কোন কারন তুমি যাও সেটা তুমি চাও না।
 তাই তুমি চুপ!
 নন্দিনী,
 নরম সুগন্ধি জড়ানো সাদা টিস্যু পেপারে,
 খুব সন্তর্পণে জেল কালিতে লেখা আমার চিরকুট গুলো কি এখনো তুমি যত্ন করে
 শয়ন সম্ভারের পাশে লুকিয়ে রেখেছো?
 এখনও কি রোজ গাল ফুলিয়ে একেকটিবার
 একটু উদাসী হাওয়ায় আনমনে একটু নীল নীরবতা
 চোখে নিয়ে আমাকে ভাবতে বসে যাও?
 এখনও আলগোছে চাবির ছড়ার মতো এক ফোটা
 কাচের মতো চকচকে পানি কি তোমার
 কপোল... continue reading

৬৯০

আলভিনা চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

যে জলে মাছরাঙ্গা ওড়ে

অননুমেয় পথজুড়ে বালিকার একলা ভাবনা নদী
অনাবৃত পায়ে,
সে নদীর তীর ঘেঁষে
বেনী উড়িয়ে বালিকা অনন্ত বিস্ময়ে হেঁটে চলে-
তার পদযুগল শিহরিত স্পর্শের প্রতীক্ষায়। 
বুকের ভেতর মৃত অমাবস্যার যুগল চন্দ্র বুজেও,
বালিকার আরো আলো চাই!
আরো আলো!
এক পা, দু পা, তিন পা ...
চন্দ্রাহত বালিকার সন্তর্পণে নিঃশেষ যাত্রা ...
আকস্মিক একদিন,
বালিকার শরীর জুড়ে মায়া বালকের ছায়া।
অথচ ,বালিকার আজ ময়ুরাক্ষীর জলে ভেজার কথা ছিল,
যে জলে মাছরাঙ্গার উড়াউড়ি ।
 
continue reading

৪৩১

ইকবাল মাহমুদ ইকু

১০ বছর আগে লিখেছেন

নিকোটিন ও একটি মাঝরাত

সেই রক্তে ভেজা চাঁদটি
চুইয়ে চুইয়ে পড়ে
আমার ঘরের মেঝেতে,
নিকোটিনের কামনায়
ফুসফুসটি করে চলে
ক্রমাগত আর্তনাদ ।
 
চিরচেনা শব্দে চলা
সিলিঙের ফ্যানটি ভেদ করে
বাতাস আর কতটুকুই বা আসে ,
তবু শীতার্ত পথিকের মত
একটু আগুনের প্রত্যাশায়
কেটে যায় দীর্ঘ এ রাত ।
continue reading

৪৭০

রুদ্র আমিন

১০ বছর আগে লিখেছেন

দুঃখ

এতো দুঃখ রাখবো কই
দুঃখের বাড়ী নাই,
ঐপারেতে কে আছে
ভাবছি বসে তাই।
ছন্নছাড়া দুঃখরা সব
সুখের বাড়ী খোঁজে
দুঃখ আমার জীবন সঙ্গী
আসবে কি মোর পাশে।
ভালবাসায় জীবন নষ্ট
ভালবাসা নাই,
লক্ষহীন জীবন চলায়
কষ্ট বাড়ছে তাই।
ভালবাসার অনেক দাবী
শূন্য পথে পরে রবি,
ছুড়ে ফেল সেই প্রেমিকাকে
আপন বোঝে না যে।
সুখের পাল তুলবে সেদিন
দুঃখের সাগরে—
সাথী – সঙ্গী, প্রেমিক সবাই
আসবে দৌড়িয়ে।
continue reading

৬৬৪

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

এখন ক্রান্তিকাল বেসামাল মুর্হূতের প্রবঞ্চনা

স্বপ্ন দেখায় আগের মত আর মজা নেই,
বিংশশতাব্দীর স্বপ্ন বেজায় চতুর, হাত পা গজিয়েছে বোধ হয়
তাই তো আগের মত, বিনম্র আহ্লাদ নেই বললেই চলে
যত সব বস্তা পচা ভাবনা আকড়।
এখন কার স্বপ্নে মনটা বিষিয়ে উঠে,
নেই যেন স্বপ্নের উদ্দীপনা, তাই তো নতুন প্রজন্ম অলীক ভাবনায় আচ্ছন্ন
স্বপ্নের উপর এখন আর ভরসা নেই, সেখানে বাসা বেঁধেছে অলীক কল্পনা
প্রত্যহ যেন সব স্বপ্ন লুট হয়ে যায়।
এখন ক্রান্তিকাল বেসামাল মুর্হূতের প্রবঞ্চনা
পথ খোঁজার বাসনায় ছুটছি সবাই পথে, ভোতা মগজে অস্তিত্ব যায় ক্ষয়ে
সময়ের ব্যবধান এখন বড়ই প্রকট, আনমনে ভাবনার বিশাখা লুকায় চুপিসারে
অস্তিত্বের মহা সঙ্কট মহাকালের গায়।
1420@ 14 আশ্বিন, শরৎকাল।
continue reading

৪৩৪

মাসুম বাদল

১০ বছর আগে লিখেছেন

বাঁকা চাঁদ

হেসেছে বাঁকা চাঁদ
নির্মল আকাশে
বাঁকাকে মুচকি ভাবো
বক্রতা এঁকো না মানবিক মানসে!
দেখবে-
কুঁড়ে ঘরেও ফুচকি দেবে চাঁদ
ঠোঁটে ঠোঁটে ছড়াবে মুচকি হাসি বাঁকা
কার্পণ্য টুটে যাবে
ঝরে যাবে বুকের পাষাণভার
চিত্তে অনুভব ঝরঝরে ফাঁকা
 
আকাশে কাস্তের মতো চাঁদ
যে চাঁদ-
হৃদয়ে স্বপ্ন ফলায় ...
 
[সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছাঃ ঈদ মোবারক]
continue reading

৬৮৪

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ ,
মানুষ হত্যায় কি সে মুক্তি? পৃথিবী জুড়ে প্রত্যহ মানুষ হত্যার খেলা
অথচ এই পৃথিবী এই মানুষের জন্য,তাহলে কেন এই অনর্থক রক্ত বন্যা
মানুষ মানুষের জন্য রক্তপাত কলঙ্ক।
রক্ত নেশায় পশুরা হত্যাযজ্ঞে মাতে
কারন তারা বোধ হীন প্রাণী,তাদের এ হত্যা সহসা ক্ষুধার জন্য
কিন্তু আমরা মানুষ প্রাণীকূলের শ্রেষ্ঠ জীব,বার বার কেন আদিমতায় ফিরে যাই?
শুধু মানুষরাই পারে হত্যাযজ্ঞে জীবন হরণ।
কিসের জন্য এই আদিমতা ?
না কি মৌলিক অধিকারের অপূর্ণতা?রক্তপাতে মানুষের সবুজ জীবন হরণ
কি সে নেশা বধিবে চেতনা মূলে?অপার সম্ভবনার জীবন অকালে ঝরে যায়
বিকাশমান পৃথিবীর বিকাশিত সম্ভ্রম লুট হয়।
1420@10 আশ্বিন, শরৎকাল।
continue reading

৪৩২

আলভিনা চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

বৃষ্টিবর একদিন ঠিক আসবে !

বৃষ্টিবর একদিন ঠিক আসবে ।
তাঁতের নীলাম্বরী শাড়ীতে আবিষ্ট হয়ে,
রূপার নূপুরে পা জড়িয়ে
আমি ভেজা রাস্তায় পা বাড়াবো।
রুনঝুম শব্দে আবেশী হয়ে,
ঝুম বৃষ্টি তে ভাসিয়ে দেবো আমার শুকিয়ে যাওয়া “আমি” কে !
ঠায় দাঁড়ানো রাধাচূড়ার একলা ডালে ভিজে যাওয়া একলা চড়ুইয়ের মত 
আমি ও খুব একা থাকবো! 
জলহীন চোখে চেয়ে থাকা কদম তোড়া হাতে আমি হেঁটে যাবো।
খুব সন্তর্পণে হেঁটে যাবো !
আমি পাতার দলের সাথে ভাসবো,
ঘাসফুলের গানে গলা মেলাবো, পদ্মপাতায় নাচবো !
আমি আমাকে সাথে নিয়ে ভিজবো। 
-------- 
বৃষ্টির জন্য,
বৃষ্টিবরের জন্য!
আমি অপেক্ষায় আছি,
একদিন সে ঠিক আসবে, 
ঠিক আসবে ... continue reading

৪৪৭