Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তুহিন সরকার

৮ বছর আগে লিখেছেন

ব্যস্ত জীবন................!

শর্ত ছাড়াই মত্ত আছি জীবনটা বড় ব্যস্ত,
তোমার কথা ভুলে বন্ধু আজ আসক্ত।
বিত্ত-বৈভবের উষ্ণতায় সিক্ত,
কে তুমি বন্ধু আমি ব্যস্ত।
নেশায় চুর জীবন ভর পাপ কি বুঝিনা
আজব জীবন মেলায়।
সখি তোমার মন ভাঙ্গিনী মসজিদ ভাঙ্গায়
বিছানায় হয়েছি সিক্ত!
কালের খেলায় খেলিছি খেলা স্মরণে নাই
রেখেছি বাঁধা পায়ে তোমার এই মাটি সম্বলিত দেহ।
সুখ টানের থোঁয়ার আছন্ন পরিবেশ
কোথায় নিজেই দেখিনা জীবনটা বড় ব্যস্ত বন্ধু, জীবনটা বড় ব্যস্ত!
সুখ নাই সুখের খোঁজে হন্যে বাকী সব জলাঞ্জলী
পেলেই একটু সুধা-অমৃত মিক্সট কাঁচা মাংস।
জলে ঝাপটায় ভাঙ্গেনা নেশার ঘুম চারিদিকে হরিলুট
চোখ কচলিয়ে হাত পেতেছি ভাগে তুমি দিওনা হাত
কড়ায় গন্ডায় হিসাব নির্ভুল।
দামী গাড়ী চেপে এসিতে বসে পাচ্ছিনা আরাম
দুলছে শরীর তোমার দোলানোয় এসেছিল ঘুম!
প্রতিকারের ভরসায় পকেট পুরেছি ড্রাইভার শালা জানেইনা,
চাপকে পিঠের ছাল তুলে নেব অবস্থা যে কাহিল।
সংযমের কালে সংযম হারিয়ে পেতেছি দুহাত
ব্যস্ত আমি বুঝনা কেন অনেক কাজ আমার উপরই যে ন্যস্ত...............
দিচ্ছিতো ভাগ সিকি পরিমাণ ঢাক-ঢোল পিটিয়ে
মসজিদ-মন্দির গড়ায় কি প্রশান্তি ধোঁকায় আজ আড়াল করেছি কি ভাল, কি মন্দ।
কালো টাকায় পেয়েছি ছবক, জাতের মেয়ে কালোই ভাল!
ভাগ্যিস বউটা হলোনাতো আর কালো!
নিরাপত্তা হীনতায় নিরাপত্তায় নিয়োজিত,
নিরাপত্তা কি দেবে ভেবেই পাইনা পেটের পীড়ায় পুষ্টিহীনতায় রুচি নাকি নষ্ট।
হয়নিতো বলছি ফুড পয়জনিং সনদ নিতেই ব্যস্ত।
তারপরেও বেশ ভাল আীছ বন্ধু আমি যে ব্যস্ত।
ভিক্ষুক পাইনা ভিক্ষা দেব রাস্তায় টহলরত  একোন ভিক্ষুক!
যাচ্ছে দিন এদের পাহাায় নিাপত্তা ন্যস্ত,
সস্থা জীবনে তাই ব্যস্ত। continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    বেশ লাগল

    প্রলয় দা

তুহিন সরকার

৯ বছর আগে লিখেছেন

আঁতাতের রাজনীতিতে পরাজয়ের সুর..........পরাজিত মানবতা।

আঁতাতের রাজনীতিতে পরাজয়ের সুর..............পরাজিত মানবতা
নিশ্চুপ,নিথর জয়বাংলা
যাচ্ছি রেখে তোমাদের তরে উষ্ণ এই পৃথিবীতে
জামায়াত রূপী বিষাক্ত সাপের ডিম...........সাবধান!
হাস্যকর এই রায় দেখেই বুঝা যায় এটি কোন স্বাভাবিক রায় নয়, এটা আঁতাতের রায়। কয়েক দিন অাগে বঙ্গবন্ধুর ভাষণ বিকৃতি নিয়ে ৭১ চ্যানেলের একটি প্রতিবেদনে জামাতের এক প্রবাসী নেতার মুখে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারিত হওয়ায় একটা সংশয় জেগে ছিল.....সেটার আজ ষোলকলা পূর্ণ হয়। প্রতিবাদ করার ভাষা নেই, প্রতিবাদ করেও লাভ নেই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারই এখন যে টুটি চেপে ধরবে! ইতিমধ্যে তার নমুনা দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জাতি আজ আবার হতাশ, হতাশার এই রায়ের রেশ কাটবে না আমৃত্য কুখ্যাত রাজাকার মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সাঈদী আমৃত্য রায়ের মত।
আমাদের প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তা বহাল থাকবে এটাই ছিল প্রত্যাশা। সেটা থাকেনি। আমার খুব খারাপ লাগছে।”
তবে আপিলের রায়ে সাঈদীর নারী নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই রায়ে একটি বিষয় জনগণ বুঝতে পারছে; ধর্মীয় নেতা হিসাবে দেলাওয়ার হোসাইন সাঈদীর যে পরিচিতি ছিল, তার মুখোশ আজ জনগণের সামনে উন্মোচিত হলো।
“এখন থেকে তিনি জনগণের সামনে নারী নির্যাতনকারী এবং ধর্ষণকারী হিসাবে পরিচিত হবেন।”
- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 * <a href='http://bangla.bdnews24.com/bangladesh/article853211.bdnews'>মানবতাবিরোধী অপরাধের বিচারে আপিলের রায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে দেয়ায় প্রত্যাশা পূরণ না হলেও এতে ‘ধর্মীয় নেতা’ হিসাবে তার মুখোশ খুলে গেছে।-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।</a>
আঁতাতের এই রায় মানি না/প্রহসনের এই রায় মানি না’, ‘আপোসকারীর আস্তানা/জ্বালিয়ে দেও, পুড়িয়ে দাও’
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"
গণজাগরণ মঞ্চে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
 “জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে এই রায় দেয়া হয়েছে। এটা পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত ও... continue reading
Likes Comments
০ Shares

তুহিন সরকার

৯ বছর আগে লিখেছেন

সালমান শাহ স্মরণ উৎসব ২০১৪।

সালমান শাহ স্মরণ উৎসব-২০১৪।
অকাল প্রয়াত নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী স্মরণে সপ্তাহব্যাপী একক চলচ্চিত্র প্রদর্শনী ।

প্রেক্ষাগ্রহ: বলাকা সিনেওয়ার্ল্ড
০৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০ টা থেকে প্রদর্শনী শুরু.....
উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র সমুহ:-
০৬ সেপ্টেম্বর- কেয়ামত থেকে কেয়ামত।
০৭ সেপ্টেম্বর- স্বপ্নের ঠিকানা।
০৮ সেপ্টেম্বর-সুজন সখি।
০৯ সেপ্টেম্বর- অন্তরে অন্তরে।
১০ সেপ্টেম্বর- তুমি আমার।
১১ সেপ্টেম্বর- সত্যের মৃত্যু নেই।
সালমান শাহ ফ্যানপেজ: https://www.facebook.com/salmanshah.bd
continue reading
Likes Comments
০ Shares

তুহিন সরকার

৯ বছর আগে লিখেছেন

বন্ধু ও বৃষ্টি।

বন্ধু তুই ‍ভিজিসনি
ভিজেছি আমি একা
বৃষ্টি নয় চোখের জলে,
চোখের জল ঝরেছে দিয়েছে মুছে
একসঙ্গে ভেজার কথা ছিল
যে বৃষ্টির জলে.............
বন্ধু তুই আসিসনি
বৃষ্টি গেছে থেমে, বন্ধু তুই ভালবাসিসনি
ভিজব বৃষ্টির জলে
ভিজিয়েছিস চোখের জলে
বন্ধু আসবি কি শ্রাবণের শেষে?
কথা দিচ্ছি ভিজব দুজনে
ভালবাসার বুষ্টির জলের সনে
বলব কথা ছন্দে বৃষ্টির আনন্দে।
ভুলিস না এবার কিন্তু
বলছি...........নয়ত আড়ি..............!
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    এতো অভিমান না কষ্ট ।। অভিমান আর কষ্ট যাই হোক কবিতা ফাটাফাটি।।

     

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

    - মুন জারিন আলম

    আমি আর হতে চাই না তোমার স্বার্থের চাবি 
    আর হতে চাই না বলদের গলার ঘন্টার দড়ি 
    স্বার্থপরতা-লোলুপতা আশা-আকাঙ্খা 
    দাবির সীমানা ছাড়িয়ে হতে চাই মুক্ত emoticons 

     

    সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা নিও। 

     

     

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ মন্তব্যের জন্য

তুহিন সরকার

৯ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগের সকল ব্লগার, পাঠক, লেখক, শুভানুদ্ধায়ী, মডারেটর, পৃষ্টপোষক সহ সকলকে জানাচ্ছি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়েদে শোন আসমানী তাকিদ...............
 সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা....................
ঈদ মোবারক। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের আকাশে ৭টা১৫ মিনিটে চাঁদ দেখা যাওয়ায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর।
 
ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখা এবং আগামীকাল  পবিত্র ঈদ-উল-ফিতরের ঘোষণা দিচ্ছেন।
(ছবিঃ- সময় টেলিভিশনের
সৌজন্যে।)
নক্ষত্র ব্লগের সকল ব্লগার, পাঠক, লেখক, শুভানুদ্ধায়ী, মডারেটর, পৃষ্টপোষকসহ সকলকে জানাচ্ছি ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসুন সবাই এক হ‍য়ে ধনী-দরিদ্রের সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে একই কাতারে সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে দেই সবখানে সবার মাঝে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়, সকলকে আবারও পবিত্রঈদ-উল- ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক।
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - রোদেলা

    emoticons

    • - মুন জারিন আলম

      শুনে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ পোস্টটির জন্য। শুভেচ্ছা জানবেন। 

    - এই মেঘ এই রোদ্দুর

    থ্যাংকু

    - আলমগীর সরকার লিটন

    emoticonsemoticons

    Load more comments...
Load more writings...