Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তুহিন সরকার

১০ বছর আগে

স্বপ্ন!..........এবং রাত

খুঁজেছি তোমায় দুর অজানায়

নিশ্চচুপ, নিবর রাতের প্রহরায়,

রাত শুধু রাত হয়ে যায়

ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!

ফিকে স্বপ্ন! জোস্নায় ভেসে যায়

অবাক রাত্রি, নির্বাক তারার অন্তরায়

রাত শুধু রাত হয়ে যায়

ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!

স্বপ্ন মিছে যোগ্যতার মাপকাঠির ছোঁয়ায়

রাস্তার ধারে কুঁড়ে ঘরে

ধুলোয় মাখা হাসি মুখে বেড়ে ওঠা ................সে শিশু!

স্বপ্ন দেখা.............

রাত শুধু রাত হয়ে যায়

ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!

ধুলোয় লুটানো সে স্বপ্ন

নখের আঁছড়ে ক্ষত-বিক্ষত

মুছে যাওয়া সে স্বপ্ন!

কুলষিত সমাজের বেড়াজালে বন্দি,

মেয়েটি আজ নির্ভার!

কুলষিত মিথ্যে স্বপ্নের মায়ায়

খুব বেশি কিছু চেয়েছিল কি সে?

রাত শুধু রাত হয়ে যায়

ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!

প্রতিবাদী কন্ঠস্বর আজ

চরম হতাশায় খোঁজে ব্যস্ততা

স্বপ্ন লুটায় পদপিষ্ট কারও ছোঁয়ায়

সে কোন নেতার কাঙ্গাল হৃদয়।

ভালবাসা আজ শুণ্য নিরালায়।

রাত শুধু রাত হয়ে যায়

ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!

 

১ Likes ৩ Comments ০ Share ৫৬৮ Views