Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিকোটিন ও একটি মাঝরাত

সেই রক্তে ভেজা চাঁদটি

চুইয়ে চুইয়ে পড়ে

আমার ঘরের মেঝেতে,

নিকোটিনের কামনায়

ফুসফুসটি করে চলে

ক্রমাগত আর্তনাদ ।

 

চিরচেনা শব্দে চলা

সিলিঙের ফ্যানটি ভেদ করে

বাতাস আর কতটুকুই বা আসে ,

তবু শীতার্ত পথিকের মত

একটু আগুনের প্রত্যাশায়

কেটে যায় দীর্ঘ এ রাত ।

১ Likes ২ Comments ০ Share ৪৭০ Views

Comments (2)

  • - নীল সাধু

    শুভেচ্ছা রইলো।

    নক্ষত্র ব্লগে স্বাগতম। আশা করছি আমরা এক সৃজনশীল পথে হাটতে পারবো।

    ব্লগিং হোক আনন্দময়র। শিক্ষণীয়। সৃজনশীল।

     

    নক্ষত্র ব্লগ

    বাংলা ব্লগ জগতে সর্বাধুনিক সুবিধা নিয়ে অনলাইন লেখকদের কাছে ভিন্ন ধরনের একটি প্লাটফর্ম হিসেবে নিজের স্বকীয়তা বজায় রাখবে এ কামনা করি।

    শুভকামনা নিরন্তর।  

    • - নুমান আহমদ

      আপনাকেও শুভেচ্ছা।

       

      সব সময় ছোট ভাইরে পরামর্শ দিয়ে সাহায্য করবেন এই আশা করি।

    - মাঈনউদ্দিন মইনুল

    সরল কথা দিয়ে গভীর তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয়েছে। ‘এসেছিলাম ক্ষুধার্ত - আবার চলে গেলাম ক্ষুধার্ত।’

    ক্ষুধা আসলে স্থায়িভাবে মিটবে না কখনও। শুধূ জানা দরকার কীভাবে ন্যয়ভাবে ক্ষুধা মেটানো যায়।

    আপনার অনুবাদগুলো আবার শুরু করে দিন। এবার নিয়মিতভাবে করুন।

    নুমান আহমদকে অনেক শুভেচ্ছা