Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে

বৃষ্টিবর একদিন ঠিক আসবে !

বৃষ্টিবর একদিন ঠিক আসবে ।

তাঁতের নীলাম্বরী শাড়ীতে আবিষ্ট হয়ে,
রূপার নূপুরে পা জড়িয়ে
আমি ভেজা রাস্তায় পা বাড়াবো।
রুনঝুম শব্দে আবেশী হয়ে,
ঝুম বৃষ্টি তে ভাসিয়ে দেবো আমার শুকিয়ে যাওয়া “আমি” কে !
ঠায় দাঁড়ানো রাধাচূড়ার একলা ডালে ভিজে যাওয়া একলা চড়ুইয়ের মত 
আমি ও খুব একা থাকবো! 
জলহীন চোখে চেয়ে থাকা কদম তোড়া হাতে আমি হেঁটে যাবো।
খুব সন্তর্পণে হেঁটে যাবো !
আমি পাতার দলের সাথে ভাসবো,
ঘাসফুলের গানে গলা মেলাবো, পদ্মপাতায় নাচবো !
আমি আমাকে সাথে নিয়ে ভিজবো। 
-------- 
বৃষ্টির জন্য,
বৃষ্টিবরের জন্য!
আমি অপেক্ষায় আছি,
একদিন সে ঠিক আসবে, 
ঠিক আসবে ...
০ Likes ৪ Comments ০ Share ৪৪৭ Views

Comments (4)

  • - নীল সাধু

    শুভেচ্ছা রইল

    ভালো লেগেছে লেখাটি।

    সুন্দর থাকুন