Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

জাবেদ ভুঁইয়া

৭ বছর আগে লিখেছেন

চিঠিটা পাঠিয়ে দিলাম নীলচে খামে (একটি গানের প্রচেষ্টা)

 
চিঠিটা পাঠিয়ে দিলাম নীলচে খামে
যদি কভু পড় তুমি উত্তর দিও কানে কানে।
যদি এই চিঠি পড়ে
মনে হয় আমার কথা
জাগে সব মরে যাওয়া
যতসব দুঃখ গাথা
তবে মন খোলা ডাকে উত্তর লেখ মনে মনে।
গানটি শুনুনঃ https://soundcloud.com/studioarrival/chitita-pathiye-dilam
 
ধন্যবাদ আমার বন্ধু হোসেন তারেক কে। আমার অনুরোধে এমন লুতুপুতু একটা গান গেয়ে দেয়ার জন্য ।
আরো ধন্যবাদ বন্ধু হিমেলকে গানে রেকর্ডিং এর সময় হাঁচি দেয়া মিউজিক এর জন্য এবং ইসমাইল কে ব্যকগ্রাউন্ডে হুদাই গুনগুনের জন্য
continue reading

৩৯৩

সাইফুল বিন হানিফ

৮ বছর আগে লিখেছেন

তোমায় ভালবাসি

গভীর নিশিথে ঘুম ভেংগে যায়
মনে পড়ে তোমায়
ঘুমায় রাত্রি জেগে থাকি আমি। দুপুর দেখি সন্ধ্যা দেখি
সকাল দেখি না
সূর্যটা দেখবো বলে রাত যে কাটে না।
গা মা পা গা মা পা
গা মা গা রা সা না সা স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই
স্বপ্ন জলে ভাসি
স্বপ্নরা দিলে ফাঁকি
অশ্রু জলে ভাসি
ভালবাসি ভালবাসি
তোমায় ভালবাসি
গা মা পা গা মা পা
গা মা গা রা সা না সা continue reading

৪৩০

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

তুমি আমার

বৃষ্টি হয়ে তোমার গালে ঝরে অবিরত
দুঃখগুলো উড়িয়ে দেবো তোমার আছে যতো
আকাশ-মেঘের মহাপ্রেমের গভীরতার মতো
তোমায় আমি জানিয়ে দেবো ভালবাসি কতো।
তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ
তোমায় নিয়ে ভাবতে আমার লাগে দারুণ বেশ। continue reading

৩৯৮

মুদ্রা

৮ বছর আগে লিখেছেন

বন্ধু(গান)

কেমন ভাল বাসলিরে বন্ধু বানাইয়া আমায় পর
মেঘের উপর ঘর বানাইয়া তাতে দিলি ঝড়।
ঘোমটা মোড়া চাঁদটারেও রাখলি আরো দূরে
দিব্যজ্ঞানে যাহা ভাবি রইল সবই মনে (রে বন্ধু)। 
আপন কইরা পুষলাম যারে সারা জীবনভর
সেই আমারে ভুল বুঝিয়া হইলি দেশান্তর,
নিজের ছায়াটারেও নিয়া রাখলি বহুদূরে
সব হারাইয়া আমি এখন নিঃস্ব অচিনপুরে (রে বন্ধু)।
কত কিছু দেখলিরে মন তবু মানুষ চিনলি না
নকল ভবের আসলটা তুই মিলায় দেখলি না,
শূন্যের উপর ভর দিয়া কেবলই রইলি পড়ে
না বুঝলে মন যায় নারে পাওয়া বৈরাগীর বাজারে (রে বন্ধু)।
continue reading

৪৮২

কারিম গাজী

৮ বছর আগে লিখেছেন

গান:নিশ্চুপ নিস্তব্ধতায়

নিশ্চুপ নিস্তব্ধতায় তুমি আমি আছি বসে
কিছু সময় গেলো কেটে আমাদের
অভিমনে ভরা এ দুপুর,
জানি তুমি ফিরবে না আর কখনো
আমি দাড়াবো পথ আটকে
এভাবেই যাবে আমাদের দুজনের দুটি পথে
ভাল থেকো,তুমি ভাল থেকো
এ চাওয়াই আমার।

তুমি চলে গেছ তাই আমি বসে আছি
আমাদের চেনা পথে,
আমি আজো একা হাটি নিশ্চুপ মনে
ভেবে কাটে দিন তুমি যদি ফিরে আস
যদি কোন দিন মনে পড়ে আমায়
চলে এস তুমি আমি আজো তোমার অপেক্ষায়।

তোমার মনে জেগে উঠে কি সেই স্মৃতি কুড়েকুড়ে খায় কি তোমায়,
মনে পড়ে কি সেদিনের কথা
... continue reading

৪২৯

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

সুখের অধরা পাথি ( সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার’১৬ ক্যাটাগরি -01)

ওরে অচিনা গাঁয়ের এক উড়ুয়া পাখি -
চিনলি না বুঝলি না বাউলিয়া দেহের অক্ষি !
হরেক রকম রিংটংন বাজে উঠে গায়-
একটু শুনবো বলে আঁধার কেন আচে ধায় //
 
দুপুক দাপুক কেমন করে একতারাটা যে-
উড়ুয়া পাখি উড়ছে গো অধরা সুখের পিছে;
সুখ দিল কি আর পায় শুধু দিব্যরথের বায়-
মধুয়া হুৎপিন্ডির অক্ষিতে পিচন ফিরে না চায় //
 
শুধু শূন্যমেঘের ভেলায় গো জল ঢেউ খেলা,
নয়ন জুরায় নারে ও পাখির অনল জোড়া মালা-
অনলমালা গাঁলায় পরে বাউল থাকে কেমনে্-
পাখি হুৎপিন্ডিতে প্রণয় পাতা ঝরে কেমনে যায় //
 
২৪/০১/১৬
======
 
continue reading

৪৫৬

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

ভালবাসি, ভালবাসি তোমাকে

চাইবনা ধরতে আমি তোমার হাত
চাইবনা চলতে তোমার সাথে পথ।
শুধু একবার বল;
ভালবাসি, ভালবাসি তোমাকে।। অনেক প্রতীক্ষায় থেকেছি
অনেক বার তোমায় ডেকেছি,
বার বার শুধু হেরেছি
ভাঙ্গা হৃদয় নিয়ে কাঁদেছি।
তবু, শুধু একবার বল;
ভালবাসি, ভালবাসি তোমাকে।। আজও তোমার প্রতীক্ষায় বসে আছি
তোমার আসার পথের চেয়ে থাকি।
বলতে চাই শুধু একটাই কথা
এই মনে দিওনা আর কোন ব্যথা।
শুধু একবার বল;
ভালবাসি, ভালবাসি তোমাকে।।   continue reading

৬৪৬

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

কে বলে মানুষ নাইরে

কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে
চোখ মেলিয়া দেখ রে চাইয়া
মানুষ কাঁদে মানুষের ভরে।
জন্ম দিয়া দেয় ফেলিয়া
নর্দমার ঐ কুঁড়েঘরে 
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
অবুঝ শিশু দুধের ক্ষুধায়
পশুর দুধ পান করে
বনের রাজা বাঘ বাবাও
মানব সেবার বাজি ধরে
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
মানবরসে মানব পাগল
মানব ঘরে বসত গড়ে
লক্ষ টাকা বাজেট করেও
হয় না সুখ তার ঘরদুয়ারে 
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
continue reading

৪৮৭

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

বৃষ্টি হও

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!
ওগো কালবৈশাখী ঝড়ো হাওয়া
শুধু একবার একচিমটি মেঘ দাও-
আমার নেভতে মিশা দিবো
তাতেই যদি তড়িৎ চমকাও ।।
এক পশলা অশ্রুধারা বৃষ্টি চাই-
ও নেত্র আগের মতো বৃষ্টি হও।।
শুকে গেছে ঠিক তিস্তার মতো-মেঘ বুক
নোনা মনি দু’টো বালিচর খা খা করে দুক-
এক রাশ দুঃখ চুক্তিতে বয়ে দাও- বয়ে দাও।।
এখনো তা বয়ছে না আষাঢ় শ্রাবণ ঝরা মুখ
নেত্র কোণে স্বচ্ছ জলের এতোটুকু জল সুখ-
তবে কি মরে গেছে মেঘসন্ন্যাসী নয়নতারার গাও।।
লেখার তারিখঃ ১০/০৬/১৫
==================
continue reading

৫২০

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

পিরিতির পিদিম

(ছবিট নেট থেকে সংগ্রহ)
 

কঞ্চি বাঁশের প্রেম অনলে বন্ধু
পুড়া ধরা রঙিন হইলাম
ঐ পাখির বাসার মতো
নীড়ে উড়ে উড়ে গেলাম-
সেই না নীড়ে ছউনি হলো দুঃখ কষ্ট
শুধু দিবানিশি শুধাইলাম ।।
 
কাঁচা বাঁশের আরায় হাতের খুঁটি
নীড়ের গলায় হইবো অন্ত মালা
গাঁথিয় দিবে কি প্রণয়ের পাটি
শুধু চক্ষু আঙ্গীনায় উঠিবে জোয়ার
পদ্মদীঘির জল হইবো খাঁটি-
আঁধারে শোকের পিদিম জ্বালালাম ।।
 
লেখারতারিখঃ১৬/০৫/১৫
===================
continue reading

৪৪৮