Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র বনভোজন ২০১৪ ছবি পোষ্ট

 
লেখক, ব্লগার, অতিথি মিলিয়ে প্রায় ৭০ জনের একটি দল আজ ঘুরে এলাম  মুড়া-পারা জমিদার বাড়ী। সারাদিন কাটিয়ে ফিরে এসে ভালো লাগার রেশটুকু উপভোগ করছি।
প্রচুর ছবি তুলেছে সবাই। আনন্দ হৈচৈ, ফুটবল ম্যাচ!
শাহিদুল প্রামানিক ভাই এর গান, ছোট্ট পারিজার নাচ সব মিলিয়ে উপভোগ্য একটি দিন।
তাছাড়া জায়গাটাও বেশ সুন্দর। এমন একটি প্রাসাদোপম বাড়ী তার শৌর্য নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, মুড়া-পারা জমিদার বাড়ী দেখলে এটাই আগে মনে হয়। 
বিস্তারিত আরো পোষ্ট আসছে  
 
 
 
 
 


continue reading
Likes ৫৯ Comments
০ Shares

Comments (59)

  • - সকাল রয়

    মনের দিক থেকে কিন্তু সত্যিই আমরা গরীব।

    আমরা অনেককিছুতেই প্রথম হই। কেননা  এটা  আমাদের চলে

    • - হামি্দ

      আপনি যথার্থই বলেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কিছু করতে পারছিনা .................

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    আমাদের দেশে খাই খাই পার্টির লোকজনদের অত্যাচারে এই অবস্থা হয়েছে। কী আর করা? সব কিছুরই তো একটা শেষ আছে। হয়তো নিজেদের শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অসহায়ভাবে অপেক্ষা করতে হবে।

    ধন্যবাদ, হামিদ ভাই।

    • - হামি্দ

      আপনি যথার্থই বলেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কিছু করতে পারছিনা .........................য়তো নিজেদের শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অসহায়ভাবে অপেক্ষা করতে হবে .....................................

    - চারু মান্নান

    ক্রান্তিকালে, দিন দিন বাংলা খেই হারিয়ে পরছে!!

    ভাই

    • - হামি্দ

      আপনি যথার্থই বলেছেন  ...........

    Load more comments...

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

অমর একুশে বইমেলা ২০১৪ :: নক্ষত্র ব্লগ সংকলন

প্রায় শতাধিক ব্লগার ফেসবুকার এর লেখা নিয়ে অমর একুশে বইমেলা ২০১৪ তে প্রকাশিত হচ্ছে নক্ষত্র ব্লগের সৌজন্যে দৃষ্টিনন্দন প্রচ্ছদের এই সংকলনটি। গত বছর এমন একটি কাজ খুব জেদ নিয়ে করেছিলাম। এবার করছি অনেক রিলাক্স হয়েই।
আশা করছি একটি মান সম্পন্ন সংকলন সবার হাতে তুলে দেয়া সম্ভব হবে।

প্রচ্ছদ নিয়ে বেশ কিছুদিন অনেকের সাহায্য সহায়তা যন্ত্রণা ইত্যাদি শেষে মোস্তাফিজ কারিগরের দ্বারস্থ হয়েছিলাম।
আমি - আমরা এই প্রচ্ছদে খুশী।

এবার অপেক্ষা  
 
বিস্তারিত আপডেট আসছে। আমি শুধু প্রচ্ছদ দেখালাম সবাইকে। আগামী পরশু আমাদের বনভোজন শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
নক্ষত্রের সঙ্গে থাকুন। সৃজনশীলতার চর্চা করুন। 
ধন্যবাদ সবাইকে।

continue reading
Likes ২৭ Comments
০ Shares

Comments (27)

  • - সকাল রয়

    ভা ই শেফালী কে?

     

    ভালো লাগিল কবিতা

    • - কে,এইচ, মাহা বুব

      ভাই শেফালী একটি মেয়ের নাম - মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ।

    - এই মেঘ এই রোদ্দুর

    হুম । ভাল লাগল

    • - কে,এইচ, মাহা বুব

      মন্তব্য করার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগ বার্ষিক বনভোজন ২০১৪! সকল আয়োজন সু সম্পন্ন হয়েছে!!


সুপ্রিয় ব্লগারবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, নক্ষত্র ব্লগের বার্ষিক বনভোজন যা জানুয়ারির ২৪ তারিখ শুক্রবার মুড়াপারা জমিদার বাড়ীতে অনুষ্ঠিত হবে; তার সকল আয়োজন সু সম্পন্ন হয়েছে।
ব্লগার/অতিথিদের দ্রুত চাঁদা পরিশোধ করে অংশগ্রহণ নিশ্চিত করতে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
::::::::::::::::::::::::::::::::: গুরুত্বপূর্ণ :::::::::::::::::::::::::::::::::
২২ ই জানুয়ারির পর আর কোন নতুন নাম যোগ করা সম্ভব হবে না। তাই তার আগেই আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। বনভোজনের চাঁদা প্রদান করতে হবে বিকাশ নাম্বারে; টাকা পাঠিয়ে SMS করে জানিয়ে দেবেন দয়া করা। চাঁদার পরিমাণ: জনপ্রতি ৫০০ টাকা এবং শিশু ১২ বছরের ঊর্ধ্বে: ৪০০ টাকা।
বিকাশ নাম্বার: 01711310476 (এটা এজেন্ট নাম্বার নয় পারসোনাল নাম্বার)
::::::::::::::::::::::::::::::::: গুরুত্বপূর্ণ :::::::::::::::::::::::::::::::::
তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০১৪
স্থান: মুড়া-পারা জমিদার বাড়ী
রিপোর্টিং স্থান: পান্থপথ সিগনাল, নক্ষত্র কার্যালয়, রিপোর্টিং সময়:  সকাল ৭টা। বাস যাত্রা শুরু করবে: সকাল ৭-৩০ মিনিট, পৌছাতে সময় লাগবে আনুমানিক দু ঘণ্টা
রুট: পান্থপথ সিগনাল, নক্ষত্র কার্যালয় থেকে যাত্রা শুরু করে গুলিস্তান/যাত্রাবাড়ী ফ্লাইওভার চিটাগাং রোড হয়ে কাঁচ-পুর ব্রিজ। কাঁচ-পুর ব্রিজ থেকে বায়ে সিলেট রোড। সেখান থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দুরেই আমাদের গন্তব্য-স্থল। এই যাত্রাপথে কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন; তবে সেক্ষেত্রে আমাদের সাথে প্রয়োজনে কথা বলতে পারেন।
নক্ষত্র হট লাইন - ০১৫ ৫২৩৬ ৬৮৫৯ এ।     
      
নাশতা করবো স্পটে পৌঁছে। দুপুর ২টায় হবে লাঞ্চ। মেনুতে আছে সাদা পোলাও, চিকেন রোষ্ট, ভেজিটেবল, মাছের রেজালা, সালাদ, সফট ড্রিংক্স এবং পানি।
সাংস্কৃতিক আয়োজন: অংশগ্রহণকারীদের মাঝ থেকে আগ্রহীদের গান, কবিতা আবৃতি, কৌতুক পরিবেশনা নিয়ে এই আয়োজন।
ইভেন্ট/গেম: পুরুষ/ছেলেদের জন্য: ফুটবল (৩০ মিনিটের ম্যাচ), মহিলা/মেয়েদের জন্য: বালিশ খেলা, রুমাল খেলা, চেয়ার খেলা, শিশুদের জন্য: যার যেমন ইচ্ছে। তবে... continue reading
Likes ২৮ Comments
০ Shares

Comments (28)

  • - সকাল রয়

    কবিতা পানিভাতের মতো সহজ

    - লুৎফুর রহমান পাশা

    আহা, যদি কবিতা লিখিতে পারিতাম।

     

    আপনার এই আক্ষেপ লইয়া আমিও ঘুরি ফিরি কিন্তুক কবিতা কই

    - চারু মান্নান

    আহা, যদি কবিতা লিখিতে পারিতাম!!

    Load more comments...

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

যোগ দিন আনন্দ আয়োজনে!!


শুভেচ্ছা সবার জন্য! নক্ষত্র ব্লগের উদ্যোগে জানুয়ারির ২৪ তারিখ শুক্রবার আয়োজিত/অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক বনভোজন ২০১৪! আমি ইনশাল্লাহ এই আয়োজনে যোগ দেবো। আমি আশা করছি ব্লগারবন্ধুদের সঙ্গে সেদিন আনন্দ খুশী অনাবিল আড্ডায় কিছুটা সময় কাটাতে পারবো। যারা ইতিমধ্যে চাঁদা প্রদান করে যাত্রা নিশ্চিত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এখনো যাত্রা নিশ্চিত করেননি তাদের অনুরোধ করছি দ্রুত আপনার যাত্রা নিশ্চিত করার জন্য।
আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ২৪ শে জানুয়ারির জন্য।
যোগ দিন আনন্দ আয়োজনে।  
::::::::::::::::::::::::::::::::::::::: আনন্দ আয়োজনের বিস্তারিত দেখে নিন। এই সংক্রান্ত মুল পোষ্ট ব্লগ সঞ্চালক দিয়েছেন। পোষ্টটি পড়তে ক্লিক করুন।
তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০১৪
স্থান: মুড়া-পারা জমিদার বাড়ী
রিপোর্টিং স্থান:  পান্থপথ সিগনাল, নক্ষত্র কার্যালয়, রিপোর্টিং সময়:  সকাল ৭টা
বাস যাত্রা শুরু করবে:  সকাল ৭-৩০ মিনিট, পৌছাতে সময় লাগবে আনুমানিক দু ঘণ্টা।
      
নাশতা করবো স্পটে পৌঁছে। দুপুর ২টায় হবে লাঞ্চ। মেনুতে আছে সাদা পোলাও, চিকেন রোষ্ট, ভেজিটেবল, মাছের রেজালা, সালাদ, সফট ড্রিংক্স এবং পানি। 
সাংস্কৃতিক আয়োজন: অংশগ্রহণকারীদের মাঝ থেকে আগ্রহীদের গান, কবিতা আবৃতি, কৌতুক পরিবেশনা নিয়ে এই আয়োজন।
ইভেন্ট/গেম: পুরুষ/ছেলেদের জন্য: ফুটবল (৩০ মিনিটের ম্যাচ), মহিলা/মেয়েদের জন্য: বালিশ খেলা, রুমাল খেলা, চেয়ার খেলা, শিশুদের জন্য: যার যেমন ইচ্ছে। তবে ফুটবল, ব্যাডমিন্টন ক্রিকেট খেলার জায়গা আছে সেখানে।
পুরস্কার: পুরুষ/ছেলেদের বিভাগ: প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী দলের ১১জন খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হবে, মহিলা/মেয়ে বিভাগ: ৩ টি ভিন্ন ভিন্ন আইটেমে সেরা ৩ জন করে মোট ৯ জনকে পুরস্কার দেয়া হবে।
এ ছাড়া ১০টি টোকেন প্রাইজ রয়েছে সকলের জন্য! লটারিতে এর বিজয়ী নির্ধারণ করা হব।
তাঁবু: তাঁবুর-ব্যবস্থা থাকবে। প্রয়োজনে বা আরামের জন্য ব্যবহৃত হতে পারে তা। সাউন্ড সিস্টেম: পুরো কার্যক্রম পরিচালনায় সাউন্ড সিস্টেম ব্যাবহার করা হবে। ফেরা: বাস ফিরে আসার জন্য রওয়ানা দেবে বিকাল ৫টায়। ইনশাল্লাহ আমরা ঢাকায় ফেরার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টায়। উৎসর্গ: নক্ষত্র ব্লগের প্রথম বার্ষিক বনভোজন ২০১৪ – উৎসর্গিত করা হয়েছে আমাদের প্রিয় সকল প্রবাসী ব্লগারদের জন্য।   
::::::::::::::::::::::::::::::::: গুরুত্বপূর্ণ :::::::::::::::::::::::::::::::::
২১ ই জানুয়ারির পর আর কোন নতুন নাম যোগ করা সম্ভব হবে না। তাই তার আগেই আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। বনভোজনের চাঁদা প্রদান করতে হবে বিকাশ নাম্বারে; টাকা পাঠিয়ে SMS করে জানিয়ে দেবেন দয়া করা। চাঁদার পরিমাণ: জনপ্রতি ৫০০ টাকা এবং শিশু ১২ বছরের ঊর্ধ্বে: ৪০০ টাকা। বিকাশ নাম্বার: 01711310476 (এটা এজেন্ট নাম্বার নয় পারসোনাল নাম্বার)
::::::::::::::::::::::::::::::::: গুরুত্বপূর্ণ :::::::::::::::::::::::::::::::::
নাগরিক জীবন থেকে একদিনের ছুটি নিয়ে একান্তে কিছুটা সময় কাটাবার উদ্দেশ্যে, সহ ব্লগারদের সঙ্গে পরিচিত হবার একান্ত বাসনায় আমরা যূথবদ্ধ আনন্দ উৎসবে মিলিত হতে চাইছি। দিনব্যাপী নিরন্তর আড্ডা, উন্মাদনা, শীতের নিসর্গকে উপভোগ করার ইচ্ছেয় নাগরিক কোলাহলকে দূরে সরিয়ে আমরা মিলিত হতে চাই বন্ধুত্বের উচ্ছ্বাসে। অবারিত প্রকৃতির মাঝে কাটাতে চাই কবি লেখক ব্লগার বন্ধুদের সঙ্গে একটি দিন।
আশা করছি সকলের অংশগ্রহণে দিনটি স্মরণীয় হয়ে থাকবে এবং এই আয়োজনটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হবে। আনন্দে কাটবে সময়। ধন্যবাদ সবাইকে।
continue reading
Likes ১৭ Comments
০ Shares

Comments (17)

  • - মাসুম বাদল

    অসাধারণ ...

    • - লুৎফুর রহমান পাশা

      অনেক ধন্যবাদ মাসুম ভাই

    - ইকবাল মাহমুদ ইকু

    খুব ভালো লাগলো 

    • - লুৎফুর রহমান পাশা

      শুভেচ্ছা আপনাকে

       

    - মেজদা

    কে এই নন্দিনী? লেখায় অনেক অভিমান আছে তারপর ভাল লাগাও অসাধারণ। ধন্যবাদ 

    • - লুৎফুর রহমান পাশা

      নন্দিনী কে হতে পারে।

      মেজদা নন্দিনী আমার প্রেম। আমার প্রেমিকা। হারিয়ে যাওয়া প্রেমিকা।

      আমার প্রিয় নন্দিনীর পক্ষ থেকে আপনাক অনেক অনেক শুভেচ্ছা

    Load more comments...

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

কুর্চি, কতদিন দেখিনা তোমায়!



কুর্চি কেমন আছ তুমি? শরীর ভাল আছে?
আর মন?
শরীরের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের মন।
আমাকে তুমিই শিখিয়েছিলে শরীর ভালো আছে কিনা জানার সঙ্গে সঙ্গে মনের কথাও জানতে চাইতে।
কতদিন দেখিনা তোমায়। ভাবলে খুব অবাক হই, কি করে পারি এখন?
অথচ একসময় তোমাকে একদিন না দেখলেই কেমন অস্থির লাগতো। নির্ঘুম রাত কাটতো আমার। আমি জানি তোমারও। অথচ এখন কেমন বদলে গেছি আমরা দুজনেই। কত বছর একজন অন্যজনকে না দেখেই আছি। এক শহরে থেকেও আমরা কেউ কারো সঙ্গে দেখা করিনা। কষ্টের চাদরে ঢেকে রাখি বেদনার জল। কত মানুষের সঙ্গে দেখা হয় অথচ দৈবাৎ তোমার সঙ্গে দেখা হলনা এতো বছরে একবারও। আচ্ছা দেখা হলেই বা কি হত? তুমি কেমন করতে? আর আমিই বা কি করতাম? তবে তুমি মানসিকভাবে অনেক কঠিন। তুমি কি করতে জানিনা আমার যে উলটা পালটা কিছু একটা হয়ে যেত তা আমি নিশ্চিত। হা হা হা।
আজ কৃষ্ণচূড়া
রক্তজবা আর পলাশ ফুলের উৎসব!
ঝলমলে আলোকিত সকালে বাসন্তী হাওয়ায়
মন ছুঁয়ে থাকে ঘুঘুর বুকের মতো ওম
ইচ্ছে করে তোমার বুকের বকুল ফুলের গন্ধ নিতে!
আচ্ছা আমাদের প্রথম দেখা হবার দিনটির কথা মনে আছে তোমার? অনেক দিনতো হয়ে গেল, ভুলে গেছ কি? আমার কিন্তু স্পষ্ট মনে আছে। আমার নাম নীল শুনে তুমি হাসলে, বললে নীল আবার কারো নাম হয় নাকি? আমিতো এমন নাম শুনিনি। এটাতো খুবই পঁচা একটা নাম। আমি হেসেছি। বুঝেছিলাম তোমার খুব পছন্দ হয়েছে আমার নামটি তবু দুষ্টামির ছলেই কত কি বললে আমায়। খুব মনে হয় সেদিনের কথা, অথচ কতদিন পার হয়ে গেছে। কত শীত কত বসন্ত চলে গেছে। সেই সোনালী সময় কোথায় হারিয়ে গেছে- আমি আর... continue reading
Likes ২৯ Comments
০ Shares

Comments (29)

  • - কামাল উদ্দিন

    - ঘাস ফুল

    - কামাল উদ্দিন

    • - ঘাস ফুল

    Load more comments...
Load more writings...