Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

জাওয়াদ আহমেদ অর্ক

১০ বছর আগে লিখেছেন

আঁখিময় আশা ম্লান করে

কিছু বলবে বলে তার
দৃষ্টি ফিরে ফিরে চায়
আঁখিময় আশা ম্লান করে
বিতাড়িত হবার ভয়ে
সাবধানে ফিরে চায়
পরিচিত করার অপেক্ষায়
যেন দৃষ্টি-জনিত অস্বস্তির উপলব্ধিতে
চারিপাশ  কেবলই খরতর
এই বেলা অবেলায়।
 
 
 
 
continue reading

৪৫৬

বদরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

নাগরিক ক্লান্তি -02

নাগরিক ক্লান্তি তাঁর চোখে-মুখে
কপোলে বিন্দু বিন্দু ঘাম
অবসন্ন দেহ নিয়ে চুপচাপ বসে রইলেন বারান্দায়
এ দিকে গিন্নির বেজায় আওয়াজ-
"বাজারে গিয়ে খালি হাতে ফিরে এসেছে"-
অবনি মোহন বাবু গামছা দিয়ে মুখটা মুছে
দীর্ঘ একটা নিশ্বাস ছাড়লেন-
টানা হরতালে জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া
অনেকটা রাগ করেই তাঁর খালি হাতে ফেরা
হরতার রাজ পতে নয়,
হরতার শ্রমজিবি মানুষের পেটে....।
continue reading

৩৭৫

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

১০ বছর আগে লিখেছেন

একই কক্ষপথে

আমি বার বার ফিরে আসি পৃথিবীতে
পৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।
কবে কে যেন আঘাত করেছিল তাকে
সে আঘাত সইতে না পেরে
আজও আর্তনাদ করে করে
ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে
একই ঘূর্ণি পথে
একই কক্ষপথে।
কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর
সেই আর্তনাদ শুনতে কি চাও তুমি
তবে তৈরি থেকো
কোনও এক চাঁদ বিহীন মধ্যরাতে
কান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।
continue reading

৪৬৮

সুমন দাশ

১০ বছর আগে লিখেছেন

রামু টু সাঁথিয়া

ছাই ভস্মের ভেতরও কিছু আগুন রয়ে যায় বাকি
তাই আমাদের পড়ন্ত হাহাকার রোদন
এখনো তিলসম বাকি আছে অবশিষ্ট ।
কিছুদিন পর একদিন আমরা আর কাঁদব না
কিছুদিন পর একদিন দেবালয়ে অসুর উল্লাস হবে
কিছুদিন পর একদিন প্রভুর ভাঙা মস্তক অসহায় মানুষের প্রার্থনা কুড়িয়ে খাবে !
প্রভু তুমি ভাল থেকো
তুমি রক্ষা করে চলো নিজেকে ।
ধুলো লুণ্ঠিত তোমার মস্তক দেখে ভাবি আমরা অতিসাধারণ
অমরত্ব হারানো জাঁদরেল এক প্রাচীন জমিদারের কথা
যার কোন বিত্ত যশ খ্যাতি নাই অবশিষ্ট আর
আছে কেবল আস্থা হারানো নাম ডাক, মহকুমা অভিধা অবিরত !
মানুষেরা অক্ষম দুপায়ে... continue reading

৩৭৫

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

পথ জানা নেই

আমি এখন জীবনের মানে খুঁজি অন্ধকার গলিতে
সুখটান দেই হাতের মধ্যে দুই আঙ্গুলের ফাঁকে রাখা আগুনে
দুঃখগুলো সব ছেড়ে হাওয়ায় বৃথাই বেঁচে থাকার চেষ্টা করি
খুব বেশিকিছু চাইনি তোমার কাছে যতোটুকু ভালোবাসা পেলে
একজন মানুষ বাঁচতে পারে ঠিক ততোটুকুই চাওয়া ছিল আমার।
তোমর কাছে অবারিত আকাশ চাওয়ার ছিল না আমার, এক টুকরো মেঘ চেয়েছিলাম
যার ছায়ায় দাঁড়িয়ে তপ্ত হৃদয়টা একটু শীতল করে নিতাম।
এখন আমার অবাক করা দিন কাটে মানুষের সুখ দেখে রাতগুলো কাটে বিষন্নতায়
একাকী আনমনে হাঁটি, হাঁটি গন্তব্যহীন জীবনের বাঁকা পথে।
 
continue reading

৩৮০

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

ফেলে যাওয়া মন

আবার ফিরে এলাম সেই গহীন পথে,
ফেলে যাওয়া মন কুড়িয়ে নিতে।
বড় অযত্নে অবহেলায়...
শিউলি তলায় ঝরা ফুলের সাথে
কত পদ আমাকে মাড়িয়ে গেছে।
ভেবেছিনু মনটি আমার,
তোমার হৃদয়ের ভাজে নীড় বেঁধেছে।
আজ এতটি বছর পর
অন্তরে আমার মরিচা ধরেছে
কিনার থেকে ক্ষয়েও গেছে
তুমি খেয়াল করবে কেমন করে
তোমার মনটা যে আমার কাছে
অক্ষতই রয়েছে সেই নদীর ধারে
ডাহুকের ডাকে জলের ছলাৎ ছলে।
২৩ মার্চ ২০১৩,
continue reading

৪৯৩

মোঃ নাজিম উদ্দিন

১০ বছর আগে লিখেছেন

স্বপ্নটা

তুমি নেই! না তুমি আছ আমার হৃদয় নীলিমায়
ধ্রুবতারা হয়ে লক্ষ-কোটি মাইল দুরে থাক
আর দেখ তোমার কাছে আমার অকারণ স্বপ্নটা
মাটিতে কেমন করে উট পাখির মত উড়তে পারেনা।
মাঝে মাঝে চাঁদ হয়ে আস আমার স্বপ্নের কাছে
আমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কিংবা মেঘের আবরণে
লুকিয়ে যাও, আমার স্বপ্নের কাছে যা লুকোচুরি খেলা।
তোমাকে মাঝে মাঝে মনে হয় জোনাকির মত
সেকেন্ডে সেকেন্ডে স্বপ্নের আলো জ্বালাও আর নিভাও
তোমাকে ছোঁয়া বড়ই কঠিন অথচ সামনেই তুমি থাকো।
আমার নীল নীলিমা আজ শরতের রঙে সাদা-কালো
আলেয়াকে আলো ভেবে এখনো মেরাথন দৌড়ে আছি।
আমি কি মিছে স্বপ্ন দেখি? কিংবা... continue reading

৬৩০

এই মেঘ এই রোদ্দুর

১০ বছর আগে লিখেছেন

আসুন, বসি সংলাপে.....(ফেসবুকীয় ফান পোষ্ট)

পেইজ দেন, লাইক দেই :)
গ্রুপে নেন, লিভ নেই :D
ট্যাগান, সেল্প ফোটো :/
আনফলো, রিমোভ দুটো :P
ইনবক্সে, লাইক প্লিজ
ইয়েস, লাইকড দিজ (y)
ভেবে বড়, করলে ফলো
খুশি না হয়ে পারি কি বলো? :)
রিকো পাঠালে, পিএম সেন্ড
লেইট হলে, রিকো দি এন্ড :(
ভদ্রতায়, না হলে চ্যাট ^-^
রেসপন্স নাই, যতই ক্যাট ক্যাট :
ফালতো কমেন্ট :X
ঘ্যাচাং ঘ্যাচ, সেই মোমেন্ট
লেখা, নো কপি পেষ্ট
শেয়ার ইজ দা বেষ্ট (y)
আর কি, কিছু থাকল বাকি
হুম, আছে, পোকাপোকি;
দিনে কি... continue reading

৬২২

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

এই হাত ছেড়না আমার

দুঃসময়ের আগুন লেগেছে তোমার কপালে দু’চোখে অন্ধকার
স্বার্থের কালো থাবায় নিষ্পেষিত তোমার জীবন
বঞ্চনা আর লাঞ্চনার বিষাক্ত কাঁটা তোমার প্রতি পদক্ষেপে
অদৃশ্য হ্যান্ডকাপ পরানো নিষিদ্ধ জেলখানায় বসে
বোবা চোখে বাইরে বেরনোর ব্যর্থ মিনতি।
আর মানবতা !!
পাষাণে মাথা ঠুকে গুমরে কেঁদে যায় বিবেকের দুয়ারে।
 
তখন তোমার কেউ ছিলনা। ছিল না কোন আশা।
সাজানো আদালতে জীবন জামানত রেখে
আমি এনে দিয়েছিলাম তোমাকে মুক্তির স্বাদ।
কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তুমি অপলক চোখে
কোনমতে বললে আমাকে “এই হাত ছেড়না আমার।”
 
তারপর তোমার আঁধার বুকের পাঁজরে উকিঁ দিল
নতুন জীবনের বাঁকা চাঁদ।
সে একিদন পূর্ণতা... continue reading

৫০৬

কবির য়াহমদ

১০ বছর আগে লিখেছেন

আমিপাঠ

আজ আকাশটা লিখে দিলাম তোমার নামে
তুমি চাঁদটা খুঁজে নিও, আমি খুঁজে নিলাম ছাদ
চাঁদ রেখে ছাদ নিয়ে মিটিয়ে নেব আজ বেঁচে থাকার সাধ! 
যাচ্ছি!
আমার সই মিলিয়ে নিও অন্ধকারে
ওখানে নমুনা স্বাক্ষরে খোঁদাই করে রাখা আছে সব
উপস্থিতিক্ষণে মিলিয়ে নাও 
অন্যথা হলে ব্যর্থ হয়ে যাবে রেলআরোহন
রাস্তায় দাঁড়িয়ে কেবলই গুনে যাবে সময়শব্দ।
আকাশ হাতে নিয়ে চাঁদ কী পেয়ে গেলে আজ?
খুঁজে দেখো, সত্যাসত্য পেয়ে গেলে লিখে নিও জমাখাতায়
কৃতজ্ঞতা স্বীকার বাক্যে কখনো লোভার্ত হবে না চোখ।
আকাশ আর চাঁদ লিখে দিয়ে আজ হইনি ফতুরসম কেউ
তবু তারা আসে ধীরলয়ে জানালার কাছে
ছাদের ব্যাপ্তি বাড়ে, চলে আসে চোখ বরাবর
নিকষ অন্ধকারে জ্বলজ্বল কেবলই... continue reading

৫৩১