Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

ওহে দলিতেরা

মরণের কোলে বন্ধ রেখো না বহির্দ্বার
- শামসেত তাবরেজি  
ওহে দলিতেরা, 
নিদ্রা ত্যাগ করো 
দেখো, শেষ-রাত্তিরে গোরস্থানে - 
অহেতুক ভারী বায়ু-সাঙ্গ করিয়া 
আততায়ীময় প্রবৃদ্ধ বাস্তবে, 
কারা যেন ভিড় করতেছে স্বস্তির টানে
কনস্টেবল, পুলিশ
আর উকিল সদলবলে 
শক্ত মাড়িতে তবুও জুবু থুবু করিয়া 
দেখো হাঁকাইতেছে বিধান 
তোমগো মগজে ।     
লালমাটিয়া , ঢাকা - ১২০৯  
০৮/০৯/২০১৪ continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - পিয়ালী দত্ত

    ভাল লাগল

    • - কল্পদেহী সুমন

      emoticons

    - রব্বানী চৌধুরী

    কঠিন তবে বাস্তবতা

    ভাবনাকেও হার মানায়,
    নিরব তাই স্মৃতির পাতা
    বিষাদী ঢেউ খেলে যায়।"

     

    ভালো লাগলো কবিতার কথামালা, ভালো থাকবেন্।

    • - কল্পদেহী সুমন

      ধন্যবাদ :)

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

~ মোস্তফা সরোয়ার ফারুকির নয়া যাত্রার লগে কারা আছেন ~

 
 " সৌন্দর্য গায়ের রঙে নয়, ফ্রেশ মানেই সুন্দর " - মেরিল স্প্লাশ বিউটি সোপ 

" বাংলাদেশী কর্পোরেট স্কয়ারকে ধন্যবাদ বিউটি ইনডাস্ট্রির এই মিথ ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য। সান কমিউনিকেশনকে ধন্যবাদ এরকম আত্মা-ওলা আইডিয়া নিয়ে আসার জন্য। " - মোস্তফা সরোয়ার ফারুকি 
ঈদে ফারুকির এই নয়া প্রজেক্ট লইয়া দেশবাসীর মাতামাতির শেষ নাই ।  ফারুকি  যেন ঈদে  বিজ্ঞাপনের মাধ্যমে দেশবাসীরে ঈদের চাঁদের বদলে বহু প্রতীক্ষিত হ্যালির ধূমকেতু দেখাইলো । তারপর, ঐ ধূমকেতু লইয়া আমরা চইলা গেলাম ভার্চুয়াল জগতেও । 
চাঁদের কালিমা থাকা সত্ত্বেও লোকে যেমন অগ্রাহ্য করে, ঐ ধূমকেতুর কালিমাও ক্যামনে জানি ঢাকা পইরা গেল ।
 
পোস্ট মডার্নিটির এই যুগে, ফারুকি, ক্যাপিটালিজমের নয়া পদ্ধতি খুব তাড়াতাড়ি যেন দেশবাসীর কাছে পৌঁছাইয়া দিলেন । অর্থাৎ, কনজিউমার কালচারের নয়া বিউটিফিকেশন ।
লাক্স কিংবা অন্যান্য কোম্পানি-গুলা এত দিন যেই " ফর্সা " নামক বস্তুটারে লইয়া আগাইছে, ঐ কালচার লোকে খাইয়া না খাইয়া গিলছে । প্রসাধনী কোম্পানি-গুলা ঐ ফর্সা ভিন্ন অন্য কন পথ এত দিন বাহির করতে পারেন নাই । কিন্তু যেহেতু এই অঞ্চলের মধ্যবিত্তরা এখন বহুত শিক্ষিত হইতে শুরু করছে তাই স্কয়ার ঐ পথ ত্যাগ করলেন । কিন্ত ঐ পথ ত্যাগ কইরা স্কয়ার যে নয়া কনজিউমার কালচার ধরায়া দিলেন, তা ফারুকি এবং তাগো ভাই বেরাদরেরা তাগো রাডারের আওতায় আনতে পারলেন না ।   
 
এমনকি দেশবাসী এই খুশীতে এমন আঁটখানা হইলো যেন দেশ থিকা এইবার রেসিজম চিরতরে বিদায় নিছে বা নিতেছে । 
ফ্রেশ থাকা মানেই সুন্দর বইলা এই মেরিল সোপ কিংবা মেরিল ফেইস ওয়াশ যেই বিজ্ঞাপন চালাইলো ঐটা লইয়া দেশবাসী তারপর ওগুলা চোখে মাখতে শুরু করলেন । কিন্তু তারা কেন জানি চোখ ধুইতে ভুইলা গেলেন ।
ফ্রেশ থাকা যদি সুন্দরের মাপকাঠি হয় তা হইলে তো... continue reading
Likes Comments
০ Shares

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

~ প্যালেস্টাইনের ইস্যু কি মানবাধিকার ইস্যু ? ~

ভিডিও একঃ https://www.youtube.com/watch?v=Y58njT2oXfE
ভিডিও দুইঃ  https://www.youtube.com/watch?v=tdQ6QP6jja8&feature=youtu.be

ভিডিও তিনঃ https://www.youtube.com/watch?v=s6L6O-Nm7mk
 
ইসরায়েলের সাথে প্যালেস্টাইনদের লড়াই মানবাধিকার ইস্যুতে নয়। এটি হচ্ছে রাজনৈতিক লড়াই ।
" স্টপ জেনোসাইড ইন গাজা " , " সেইভ দা চিলড্রেন অফ গাজা " , " সেইভ গাজা " , '' ফ্রি প্যালেস্টাইন " ইত্যাদি ইত্যাদি ডায়লগ দিয়া এই ইস্যুরে মানবাধিকার ইস্যু বানাইতেছে কারা !!!
এইগুলা অত্যন্ত বাস্তবতাবিমুখী চিত্র ।
ইসারাইল রাষ্ট্রের নিকট , প্যালেস্টাইনদের মুক্তি চাওয়া অত্যন্ত অরাজনৈতিক এবং বুদ্ধিহীনতার পরিচয় । তারা প্যালেস্টাইন মুক্ত করতে চাইলে তো আর ঐখানে খুঁটি গাইরা বসত না । ঐ খুনাখুনীর চিত্রগুলা বরঞ্চ একটা কলোনিয়াল শাসকদের এবং তার সাথে সাথে একটা কলোনাইজড লোকজন এবং তাদের মধ্যকার রিলেশনের কথা তুইলা ধরতেছে । ইসরাইল রাষ্ট্ররে প্যালেস্টাইনের বুকে বাইচা থাকতে হইলে তাদের গণহত্যাই করতে হবে । তাই যেই রাস্ট্র তার অস্তিত্বের জন্য লড়াই করতেছে তারা প্যালেস্টাইন এর মুক্তি তথা প্যালেস্টাইনদের মুক্তি দিবে কেন ?
তাই মৃত প্যালেস্টাইনদের সাথে যদি দাঁড়াইতেই হয় তাহলে ভুয়া শোকের চাঁদর পুরা ফেইসবুকে/অনলাইনে না ছড়াইয়া বরং ইসরাইল রাষ্ট্রের উৎখাদের কথা বলাই শক্ত রাজনৈতিক অবস্থান হবে ।
" চাই প্যালেস্টাইন এর বুকে ইসরাইল রাষ্ট্রের বিলুপ্তি " ।
 
" চাই প্যালেস্টাইন এর বুকে ইসরাইল রাষ্ট্রের উৎখাদ " ।
      continue reading
Likes Comments
০ Shares

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

~ অ্যা সুরিয়ালিস্ট অ্যাপ্রোচ টু অ্যা স্টোরি ~


 
মার্কিনীরা তখন রাশিয়ার " কম্যুনিস্ট " নামক ভূত , প্রেত আর ডাইনীর গল্প শোনাচ্ছে ভারতীয় উপমহাদেশে । " গণতন্ত্র এর নয়া জীবন পদ্ধতি " এই জাতীয় সেমিনার-ই ছিল ঐসব গল্পের তীর্থস্থান । আমি তখন প্রাগ শহরে । জার্নালিস্টের বাসায় । এথনোগ্রাফির কি যেন একটা ফিল্ড ওয়ার্ক করতেই তার বাসায় যাওয়ার দরকার পরল । ঘরে ঢুকতেই দেখি এক কাপ চা হাতে সালভাদোর ডালি , পেন্সিল হাতে স্কেচ আঁকছেন । আমি বলি, - " কি ব্যাপার , আপনি এখানে " !!!ডালি সাহেব কিছু না বলে তার সদ্য প্রস্তুত স্কেচ আমার দিকে ছুঁড়ে দিলেন । স্কেচ করা ছবিটা তখন টেবিলের উপর সিগারেটের অ্যাশট্রের পাশে গিয়ে পরল । আমি দূর থেকে স্কেচটা দেখলাম । এক বুড়ো তার আঙ্গুল দিয়ে একটা অ্যালার্ম ঘড়ি ঘোরাচ্ছে । তার পাশেই একটা বাগান । ধূসর গোলাপি স্তনের বাগান আর তার মধ্যখানে একটা মেয়ে । তারপর তিনি মানে ডালি সাহেব বলা শুরু করলেন - " আমাদের মেয়র এখন অনেক মিশনারি হইছে । ঝানু লোক হইছে । ঝাঁকে ঝাঁকে ছবি লইয়া ঘোরে, বুকপকেটভর্তী গার্মেন্টস সুন্দরী " । আমি তখন ভুরূ কোচকাইয়াঁ বললাম  - তাই নাকি । এই কথা বলতেই তখন ঐ জার্নালিস্ট হাজির । মানে যার বাসায় আমি আর ডালি সাহেব, স্পেইনের এক মেয়র নিয়া আলাপ করতেছিলাম । 
 
 
উনি আইসাই আমার হাত ধইরা টান দিলেন । বললেন," চলেন , আমাদের দোকানে যেতে হবে " । 
 
 

 
 
বইয়ের দোকানের সামনে তেমন একটা খদ্দের দেখা গেল না । দোকানটা সোজা হয়ে দোতালায় একটা চৌচালা মাথায়  গিয়ে ঠেকেছে । দোকানদার উলটা দিকে ঘুইরা বই... continue reading
Likes Comments
০ Shares

জাওয়াদ আহমেদ অর্ক

৯ বছর আগে লিখেছেন

একজন নাস্তিকের মৃত্যু কামনা করছি

একজন নাস্তিকের মৃত্যু কামনা করছি ...।।
মৃত্যু - ঈশ্বরের নির্দেশনা-বিহীন
নাকে গুঁজে দেওয়া কর্পূর-বিহীন
মর্তের দেহ ঘিরে কান্নার রোল-বিহীন
দাফন কিংবা সৎকার-বিহীন
" লাশ " নামক শিরোনাম-বিহীন
এ কালের কিংবা পরকালের কুলীন শিক্ষা-বিহীন
কিংবা  মৃত্যুতে স্থির থাকবে
অমন ধ্রুব সত্য-বিহীন
বাস্তবিক
তবে পূর্বেই মৃত - নাস্তিকের
মৃত্যুর - পুনরাবৃত্তি কামনা করছি
যেন ঐ মৃত্যুতেই মৃত্যু ঘটবে
পরমের প্রতি পার্থিবের যত বিশ্বাস ।
০৭/০৭/২০১৪
লালমাটিয়া , 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    ফেরারী বিষন্নতা এবার নির্ভরতার আশ্রয় খুঁজে পাক

    চোখবুজে সুখের তালাশ করুক বুকের ভিতর।

     

    শুরুটা চমত্কার হয়েছে। শেষের দিকে এসে "মেয়ে, এমন ফেরারী অসম প্রেম কেন আসে জীবনে?" এই প্রশ্নটা কবিতা মোড় ঘুড়িয়ে দেয়।

     

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ পাশা ভাই। উৎসাহ বোধ করলাম

    - রোদেলা

    সাংঘাতিক হয়েছে ভাই।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আপু

Load more writings...