Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

গর্জে ওঠো বাংলাদেশ

বাংলাদেশের পরিচয় যখন দেখে এ বিশ্ব আমার পাসর্পোটে
তখনই আঙ্গুল তুলে ধরে বলে ঐ দেখ
চোরের ছেলে, ভিখিরির ছেলে।
 
তখন কষ্টের নীল বেদনায় বুক ফেটে যায়
লজ্জায় মাথা নিচু হয়ে যায়
আর ভাগ্যে জোটে অপমান আর লাঞ্ছনা।
 
ও আমার দেশ ওরা বলে তুমি নাকি নষ্ট মেয়ে
যত চোর-বাটপার জন্ম নেয় শুধু তোমার কোলে
যেখানেই যাই
তোমার ছেলেকে সবাই দেখে সন্দেহের চোখে
বলো মা,তোমার কি অসম্মান হয়না?
তুমি লাঞ্ছিত হয়েছিলে বলে
তোমার এইসব বখাটে ছেলেদের নিয়ে তুমি একবার
গর্জে উঠেছিলে একাত্তরে
সেদিনের মতো আরো একবার গর্জে ওঠো বাংলাদেশ!
 
একদিন ছিল তোমার গোলা ভরা সোনালী ধানের ফসল
গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ
তখন ওরা তোমার কাছে এসে হাত বাড়াতো
সেদিনের কথা তোমার কি মনে নাই?
সেই দিন ছিনিয়ে আনতে
আরো একবার গর্জে ওঠো বাংলাদেশ।
এ বিশ্ব দেখুক
তোমার লাল সবুজের পতাকা উড়ছে নীলিমায়।
continue reading
Likes Comments
০ Shares

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

পরিচয়

হৃদয়ের সব আবেগ শুকিয়ে সেখানে ছিল
এক সাহারার বালুকা
তোমার সাথে সাথে এলো অবিরাম বর্ষণ;
তারপর ধীরে ধীরে জেগে উঠলো প্রাণের স্পন্দন।
 
কত দিবসের সূর্য ডুবে গিয়ে রজনীর চাঁদ
জোচ্ছনা ঢেলে দিলো
আমি তোমার প্রতীক্ষায় একাকী জেগেছিলাম কত!
এত দিনে কোথায় লুকিয়েছিলে তুমি?
চেয়ে থেকেও দেখিনিকো তোমার মুখ ঢাকা আলো।
শিশিরের জলের শব্দের মতো একদিন ডাক দিলে আমাকে
মনে হলো যেন কত দিনের চেনা!
জন্ম জন্ম ধরে খুঁজেছি তোমাকে।
 
এত দিন পরে এসে জীবনের বাঁকে দাঁড়ালে তুমি!
তোমার জাদুয় জড়ানো কন্ঠ,ভেজা চোখের দুর্বার আকর্ষণ
সরল মুখে মায়ার ফাঁদ,হাসির ঝর্ণায় স্বর্গের ছোঁয়া
তুমি আমার চির স্বপ্নচারিণী।
এই হৃদয় খুঁড়ে পেয়েছি তোমারে।
 
তুমি বেঁচে থাকবে আমার এ পৃথিবীতে
যতদিন আমি থাকব;
প্রতিদিন তোমাকে নিয়ে লিখব আমি মিলন বিরহ ব্যথার কবিতা।
ঘুম ভাঙ্গা চাঁদনী রাতে
বাতায়ন পাশে এলো চুলে বসে,যদি তোমার মন কেমন করে
তাহলে আমি মুখোমুখি বসে
হৃদয় উজাড় করে তোমাকে শুনাবো সেই কবিতা।
 
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - তাহমিদুর রহমান

    আমার খুব প্রিয়।

    - জাহাঙ্গীর আলম

    শ্রদ্ধাঞ্জলি ৷

    - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি... 

    Load more comments...

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

ক্ষুধার্ত

পেটে ক্ষুধার যন্ত্রণা। পৃথিবীর সব রঙ মুছে গিয়ে
সাদা কালোয় আঁকা জীবনে রছবি।
যেদিকে তাকায় মরীচিকার মতো শুন্যে ভেসে ওঠে
খাবারের প্লেট;
অবুঝ চোখ বারে বারে তারে খোঁজে।
 
বিষণ্নতার কালো ছায়ায় ঢাকা পড়ে মুখের হাসি
করুণ চোখে ঝরে অব্যক্ত বেদনা;
দোকানে লোহার শিকে ঝোলে হলুদ রঙের কলার ছড়ি
হাতের ঠেলা লেগে দোল খায়
ক্ষুধার্ত চোখ দেখে তার স্বপ্নগুলো বাতাসে নাচে।
continue reading
Likes ১১ Comments
০ Shares

Comments (11)

  • - আহমেদ ইশতিয়াক

    - মাসুম বাদল

    পড়ার জন্য ধন্যবাদ !!! 

    - চারু মান্নান

    জোর করে বীজ পুঁতলে 
    সে আওয়াজ কেউ তো’ পেতোই
    তবে কি, পুরুষটা ভালোবেসেছিল তাকে?

    • - মাসুম বাদল

      শুভেচ্ছা জানবেন! 

    Load more comments...

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

ছোট্ট একটা নীড়

নিষেধের বেড়াজালে দুরু দুরু বুক
রাস্তার সস্তা হোটেলে ময়লা টেবিলে
কত দীর্ঘশ্বাস আর কত প্রতীক্ষা।
যদি থাকতো আমাদের ছোট্ট একটা নীড়!
 
মাথার উপরে চাঁদ ভেসে চলে নীরবে মেঘ কেটে কেটে
অলস পৃথিবী ঢোলে পড়ে দিগন্তের কোলে।
অথচ তখনও হৃদয়ে জ্বলছে আলো অতিদুর নক্ষত্রের মতো;
সবাই ঘুমায় শুধু আমরা জেগে আছি প্রতীক্ষায়
ছোট্ট একটা নীড়; আরো দুরে,আরো আশা; আরো ভালোবাসা।
 
আবেশী মগ্নতায় স্বপ্নের ডালি নিয়ে আসে শিহরণ
প্রতীক্ষায় রাত শেষ হয়ে আসে ভোর
তবুও আসেনা চোখে ঘুম।
সুখের অনুভুতিগুলো সমুদ্রের দুরগামী জাহাজের আলোর মতো
অস্পষ্ট রেখায় ভেসে থেকে দিগন্তের কোলে হারিয়ে যায়।
রাতের গভীরে
একাকী ঘরহারা পাখির মতো খুঁজি ছোট্ট একটা নীড়!
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - নীল সাধু

    সত্য কথন রব্বানী ভাই

    আমাদের দেশের এই সংঘাত আমরা কেউই চাইনা, আমরা শান্তি সুখ সমৃদ্ধ বাংলাদেশ চাই

    • - আহমেদ রব্বানী

      আমাদের দেশের এই সংঘাত আমরা কেউই চাইনা, আমরা শান্তি সুখ সমৃদ্ধ বাংলাদেশ চাই ...

       

    - আল ইমরান

    আমরা সাধারন জনগন সবসময়ই প্রতারিত।

    • - আহমেদ রব্বানী

      প্রতারণার মাঝে ভাইটামিন আছে ভাই...

      বারেবারে মোরা তাই প্রতারণা খেয়ে যাই।

    - ঘাস ফুল

    লাশের মিছিল থামার তো কোন লক্ষণ দেখছি না রব্বানী ভাই। যদিও এই যাত্রায় থেমে যায়, পাঁচ বছর পর আবার শুরু হবে। আঁধার কাটার কোন নিশ্চয়তা নেই। চেতনা জাগানিয়া কবিতা ভালো লাগলো ভাই। 

    • - আহমেদ রব্বানী

      প্রথমে সরি অনেক দেরীতে জবাব দিতে আসার জন্য। গত এক সপ্তাহ ঢাকায় অবরুদ্ধ ছিলাম, তাই অনলাইনে আসা পড়েছে খুব কম।

      ধন্যবাদ আপনাকে।

    Load more comments...

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

এই হাত ছেড়না আমার

দুঃসময়ের আগুন লেগেছে তোমার কপালে দু’চোখে অন্ধকার
স্বার্থের কালো থাবায় নিষ্পেষিত তোমার জীবন
বঞ্চনা আর লাঞ্চনার বিষাক্ত কাঁটা তোমার প্রতি পদক্ষেপে
অদৃশ্য হ্যান্ডকাপ পরানো নিষিদ্ধ জেলখানায় বসে
বোবা চোখে বাইরে বেরনোর ব্যর্থ মিনতি।
আর মানবতা !!
পাষাণে মাথা ঠুকে গুমরে কেঁদে যায় বিবেকের দুয়ারে।
 
তখন তোমার কেউ ছিলনা। ছিল না কোন আশা।
সাজানো আদালতে জীবন জামানত রেখে
আমি এনে দিয়েছিলাম তোমাকে মুক্তির স্বাদ।
কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তুমি অপলক চোখে
কোনমতে বললে আমাকে “এই হাত ছেড়না আমার।”
 
তারপর তোমার আঁধার বুকের পাঁজরে উকিঁ দিল
নতুন জীবনের বাঁকা চাঁদ।
সে একিদন পূর্ণতা নিয়ে তারার আগুন ভরা আকাশ
তোমাকে দিল উপহার।
তার নিচে খোলা ময়দানে জীবন নদীর তীরে
তুমি দাঁড়িয়ে আছো।
কষ্টের দু’পাড় ভেঙ্গে ভেঙ্গে সুখের কিনার এগিয়ে আসে
স্বপ্ন বোঝায় নৌকা তোমার বন্দরে নোঙ্গর ফেলে
তবু্‌ও বললে তুমি, “এই হাত ছেড়না আমার।”
আমি বললাম, “জীবনে কত সাইক্লোন এসেছে গিয়েছে
ফাগুনের রঙ বদল হয়ে শীতের রুক্ষতা মিলেছে
তবুও এই হাত ছাড়িনি তোমার।”
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - লুৎফুর রহমান পাশা

    আয়রে সখি, দুজন মিলে এলে বেলে

    পথের মাঝেই হারিয়ে থাকি।

    আমার বুকেই জিরিয়ে নিবি,

    আমার বুকেই ঘুমিয়ে নিবি নিরিবিলি।

    শুন্য শহর সেদিন থেকেই আমার হলো,

    অন্তরালের আঁধার চিরে রয়েই গেলো,

    তার বাহুতেই গড়ছি তাসের বসত-বাড়ী।

     

    ভাল লেগেছে কবি। হরতালে ফাকা রাস্তা দেইখা শূন্য শহরের কথা মনে হইল নাকি কবি?

    • - রোদেলা

      আসলেই,কথা ঠিক।

    - নীল সাধু

    বাহ! সাবলীল সুন্দর একটি লেখা।

    অনেক ভালো লাগা রইল প্রিয় কবি।

    সুন্দর থাকুন। শুভেচ্ছা সতত।

    - রোদেলা

    শুভেচ্ছা সতত।

    Load more comments...
Load more writings...