Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

জাওয়াদ আহমেদ অর্ক

১০ বছর আগে লিখেছেন

দূরে থাকা মেঘ

চায়ের ফেনা  চামচে সরাইয়া ঐ দূরের মেঘ দেখি
 
ক্যামনে তারা আমার বইসা থাকা দেখে , 
 
চায়ের দোকানদারের চা বানানো দেখে 
 
তারপরে পছন্দ না হইলে চইলা যায়
 
দূরে কাউরে ছায়া দিতে ,
 
মাঝে সাঁঝে শ্যাম বর্ণ ধারণ করে 
 
তখন ওপারের হাফিজেরা বিকালের খেলা সারে 
 
আবার কখনো তিরস্কার করে , 
 
পানি মারে ঝর্নার মত ,আর হাফিজেরা খেলা থামায়া 
 
ছাউনির নিচে ভিড় করে  । ।  
 
continue reading

৩৪৫

জাওয়াদ আহমেদ অর্ক

১০ বছর আগে লিখেছেন

এবারের বৈশাখ

ঐবেলা ঝড় এসেছিল তেড়ে ,
বৈশাখী না আসতেই রঙ্গিন হয়াছে রাজপথ ।
শিল্পীর তুলির প্রয়োজন নাই ,
শুধু আমাকে আর তোমাকে দরকার ।
নাহলে সেই চোখে ক্রোধ
ছাইড়া মলিন হবে না ।
খালি আফসোস
সেই-বেলা জন্ম হয়াছিল
এক নবজাতকের ,  
যাকে চাইলেই আর ফিরাইয়া
দেয়া যাবে না।  
 
 
continue reading

৩৩১

আনমনা

১০ বছর আগে লিখেছেন

“পূর্ণতার প্রতীক্ষায়”

 
 
“পূর্ণতার প্রতীক্ষায়”
 
আজও আমার অনুভূতিগুলো কোন স্বপ্নের নীড় বাঁধেনি
আমার ইচ্ছেগুলো গাংচিল হয়ে ডানা মেলেনি দূর আকাশে,
কপালে লাল টিপ পরে কিংবা খোঁপায় বেলীফুল সাজিয়ে
আজও আমার বসা হয়নি কারো পাশে।
আমার ছোট্ট মনের আকুতি গুলো
অভিমানে রূপ নেয়নি কারো প্রতীক্ষায় থেকে,
কারো হাত ধরে আজও আমার
ভেঁজা হয়নি কোন সুখের বৃষ্টিতে,
আজও খালি পায়ে কারো পাশে দাড়িয়ে
তরঙ্গিণীর বুকে ডুবে যাওয়া লাল সূর্যটা দেখা হয়নি,
ভাসা হয়নি কারো সাথে
স্বপ্নের ভেলায় চড়ে ওই আকাশ নীলে।
অপূর্ণ এই আমার-
আজও কোনো গোধূলি কাটেনি কারো অপেক্ষায়,
তাইতো আজও... continue reading

৩৫৭

মিশু মিলন

১০ বছর আগে লিখেছেন

এখনও কচ্ছপের পিঠে চড়ে চাঁদ নামে উত্তরের মাঠে

উত্তরের মাঠে চাঁদ নামে ধান কাঁটা ক্ষেতে গরুর খুঁড়ের গর্তে জমে থাকা জলের ভেতর
মৃত বাছুরের চোখে উঁকি দিয়ে দেখে পোয়াতী চাঁদ, ঘুম তার কতোটা গভীর!
চাঁদ নামে, চাঁদ সওদাগরের অহংকার নিমজ্জিত করা অড়াইয়ের বুকে-পিঠে
চাঁদ নামে জোয়ারের বিলে একা পানকৌড়ির ডানায়, বাঁশঝাড়ে অবচেতন বকের ঠোঁটে-
চিরল বাঁশপাতার গায়ে গায়ে।
চাঁদ নামে আমার মুঠো খোলা বাড়ানো হাতের রেখায়
মিথ্যুক জ্যোতিষী। অযথাই গড়েছিলাম শূন্যে প্রাসাদ!
উত্তরের ধু ধু মাঠে আমি চাঁদ নামা দেখি চন্দ্রগ্রস্ত চোখে।
এক মাঘী পূর্ণিমার রাতে চাঁদ নেমেছিল সাদা প্রজাপতিটার চোখের ভেতর
এক দোল পূর্ণিমার রাতে চাঁদ নামতে চেয়েছিল তার ঠোঁটের ওপর
এক শ্রাবণ পূর্ণিমার রাতে চাঁদ নামতে... continue reading

৪১১

সকাল রয়

১০ বছর আগে লিখেছেন

ঢেলান দি আকাশের গাৎ

 
 
হেয়ারহর ঢেলান দি আকাশের গাৎ
আঁই ছোক রাইখছি ম্যাঘের সমুদ্রে;
দেই আজার আজার তারার মতন, জীবনের আজার আশা,
আঁর ছোকের উডানে ভীড় করি গাইছে গান।
এইগ্গা অসুখী রাইত সুক হরী আইছিল আঁর ঘরে
হাত ভরতি ইচ্ছার হুল দি কৈছিলো,
ইয়ানে অনেক কিছুই আছে কোনটা নিবি নে
 
 
আঁই প্রেমান্ধ হোলার মতন, অবুজ নিশাগ্রস্থের মতন
হেগুনরে কৈছিলাম ভালোবাসা ছাই।
আঁর আর কিছু লাইগদো ন।
হেগুনে আকাশ হাডাইন্না আঁসি দি আর
ঝঙ্কার মিশাইন্না স্বরে কৈছিলো,
হুদা ভালোবাসা দি জীবন সমুদ্র হাড়ি দিবি?
সুখি অইতি হাইরবি ত?
দীর্ঘশ্বাস ধরি রাইখতি... continue reading

৪৪২

মাসুম বাদল

১০ বছর আগে লিখেছেন

সেই নদী

নয় বছর আগে
হারিয়ে গেছে যে নদী
কিংবা-
এতোদিন যে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলো
সে আজ শুধুই মরীচিকা নয়
জেনেছি সত্যিই সে আছে এই পৃথিবীতে
আজো সে বইছে নিরবধি - টলটলে জলের উচ্ছাসে
শুধু আমার পৃথিবীতে নয়;
তবু আমি পাই টের-
ডুবে যাওয়া চরের মতো আজো আমি
তাহার অন্তরে রয়ে গেছি
অথবা চিরঞ্জীব মাছেদের মতো-
আমার বিচরণ তাহার হৃদয়ে।
আমার হৃদয়ে সে যে আজো সেই নদী
কালো জলের কলধ্বনি শুনি আমি
ঘুমের ভিতরে...
continue reading

২০ ৩৪৪

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

ছায়াসঙ্গী

আরও কতটা পথ হাটলে তুমি সঙ্গী করে নিবে আমায়
কত সাগর
কতটা পাহাড়
কত মাইল
কত ক্রোশ
পাড়ি দিলে পথের সাথী হবো তোমার।
আরও কত অশ্রু ঝরলে আমায় তুমি বাসবে ভালো
আরও কত তপ্তরোদে পুড়ে গেলে তোমার আঁচলের নিচে পাবো আশ্রয়
আরও কত তেষ্টা পেলে প্রেমসুধা করতে দিবে পান।
নারী, তুমি বল
আরও কত বিনিদ্র রজনী কাটালে ছায়াসঙ্গী হবো তোমার।
 
continue reading

৩৭০

এই মেঘ এই রোদ্দুর

১০ বছর আগে লিখেছেন

মেঘের মাঝে বাড়ি ........

মেঘের মাঝে বাড়ি
................. কাজী ফাতেমা ছবি
-------------------------------------
হিমুর কারিগর অসময়ে হারালে
অন্তহীন হিমে আচম্বিতে পা বাড়ালে;
মেঘের উপর গড়ে নিলে বাড়ি
চলে গেলে মর্তলোক ছাড়ি ।
তোমার সৃষ্ট হিমুরা এখনো প্রখর রোদ্দুরে
হলুদ সাজে খালি পায়ে হাঁটে দুর বহুদুরে।
আর! হিমুনিরা হলুদ শাড়ি পড়ে ভিজে ভিজে হয় সারা
তুমুল বর্ষনে ঝর ঝর মুখর রবে বহে অজর ধারা...
তিথিরা বেদনায় নীল, জল মুছে চোখের বার বার
নীল তোয়ালে ভিজে হয় নীল, অন্তর পুড়ে ছারখার।
এখনো নলিনি বাবু বিএসসি চন্দ্র ঘাটে বসে
মুখখানি প্রতিফলিত আলোয় ঝলমল চাঁদের আলো এসে।
নুহাশ পল্লীর ঘাটে প্রতি পুর্নিমার রাতে
আসবে তুমি, গল্প সবে মিলে একসাথে।
মবিন... continue reading

৬২৪

তাহমিদুর রহমান

১০ বছর আগে লিখেছেন

কামরক্ষিতা

ব্যাথাবোধ, দুঃখবোধ, জ্বালাবোধ,
নীল কামরক্ষিতা,
নীলেদের শরীর লাল রক্ত চিতা।
মেঘভাঙ্গা, বৃষ্টির নীড়ে, ধূসর ঘেরাটোপে,
কামরক্ষিতা ভুল,
কে দিবে তার অরক্ষিত ভুলের মাশুল?
মেঘ মাল্লা, রাস্তা জট, ফড়িং বেগ,
কামরক্ষিতা পথ,
কে নিবে দিশেহারা পথেদের মত?
মেরুলতা, সৌমিনতা, মৌমিনীতা,
কামরক্ষিতা ভালবাসা,
আদিম ভালবাসারা সারিবদ্ধ অন্তঃপুরবাসিনী সংস্থা।
গৃহবাসী, পরবাসী, যাযবর,
কামরক্ষিতা স্বপ্ন,
সেই স্বপ্নেরা আজ বাজারেও ক্ষুণ্ন।
 
 
prattohik
continue reading

৩৬৫

অন্ধকারের গান

১০ বছর আগে লিখেছেন

নিঝ্ঝুম নিরালায়,,,,,,,,,,,,

একদিন চলে যাবো নিঝ্ঝুম নিরালায়,,,
শরীর তো মানতে বাধ্য কিন্তু মন যে দেয় না সায়,,,,,
আমিএটা জানি, জানে বিশ্ববাসি,,,,,,,
মনকে বুঝাবো কেমনে, মন যে সর্বনাশী,,,,,, 
আমি বলি ওরে মন শুন আর করবি নে পাপ,,,,,,
পাপের বুঝা অধিক হলে আল্লাহ যে করবেন না মাফ,,,,,,,
অবুঝ পাপী এই মন আমার কথা কি বুঝে,,,,,
সে তো গোপনে অন্ধকারে আরো পাপ খুজে,,,,,
ছেরে দিয়েছে এই মন নামাজ,রোজা,,,,,,,,,
সে শুধু করে এখন টিভির পূজা,,,,,,,
ওগো প্রভু ঠাই দাও মোরে তোমারই ছায়ায়,,,,,
ভাসিয়ে যেন না নিয়ে যাও মোর মন সর্বনাশায়,,,,,
continue reading

৬০১